ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৩ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৩বিষয়ঃ বাংলাসময়ঃ পূর্ণমানঃ
১। সত্য হলে ‘স’ মিথ্যা হলে ‘মি’ লেখ।
ক. চেষ্ঠায় সব হয়। এখানে চেষ্ঠায় কর্তৃকারক।
খ. ‘নুরলদীনের সারাজীবন’ এটি সৈয়দ শামসুল হকের একটি কাব্যগ্রন্থ।
গ. সাধুরীতি তদ্ভব এবং চলিতরীতি তৎসম শব্দবহুল।
ঘ. অমাবস্যার চাঁদ ও ডুমুরের ফুল। বাগধারা দুটি সমার্থক।
ঙ. শামসুর রাহমান পেশায় সাংবাদিক ছিলেন।
২। সঠিক উওরে টিক চিহ্ন দাও।
১. মিনুর মুখ থেকে যে শব্দ বের হয় তা কিসের অভিব্যক্তি
ক) উচ্ছ্বসিত আনন্দের খ) দুঃখের অনুভূতি
গ) আনন্দের অভিব্যক্তি ঘ) বোলতার কামড়ের যন্ত্রণা
২. নিচের কোন শব্দটি বাংলা উপসর্গ সাধিথ শব্দ ?
ক) আকন্ঠ খ) আমরণ গ) আসমুদ্র ঘ) আধোয়া
৩. হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন? ক) জার্মানি খ) ভুটান গ) যুক্তরাষ্ট্র ঘ) চীন
৪. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) ধ্বনিতত্ত্ব ঘ) পদক্রম
৫. মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা যারা তৈরি করে তাদের বলা হয়- ক) কুমোর খ) কামার গ) তাঁতি ঘ) কর্মকার
৩। শূণ্যস্থান পূরণ করঃ (৫টি)
ক. পরের কারণে ------- সুখ।
খ. ‘প্রজাপতি ডেকে যায় বোঁটা ছিঁড়ে চলে আয়।’ উল্লেখিত চরণ দুটি কাজী নজরুল ইসলামের -- কবিতার অংশ।
গ. ----- স্বরধ্বনির কোন সংক্ষিপ্ত রূপ ও কার ( া ) নেই?
ঘ. মাদার তেরেসা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য - গড়ে তোলেন?
ঙ. প্রতিবেশী রাষ্ট্রের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা কোন কবিতাটি পাঠের উদ্দেশ্য?
৪। সঠিক উওর লিখ।
ক. অধম এর বিপরীতার্থক শব্দ কী?
খ. উচ্ছাস এর সন্ধি বিচ্ছেদ কী?
গ. ভাষার মূল উপকরণ কী?
ঘ. ২৩ শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহিদ মিনার করেছিল। ঐ শহিদ মিনার অনানুষ্ঠানিকভাবে কোন শহিদের পিতা উদ্বোধন করেন?
ঙ. হরহামেশা আমরা যে আকাশ দেখতে পাই, তা হলো পৃথিবীর (বায়ুমন্ডলের ঢাকনা/কঠিন বস্তু)।
চ. বাংলার ইতিহাস প্রায় (আড়াই হাজার/আড়াই) বছরের ইতিহাস।
ছ. বিদ্বান এর স্ত্রীবাচক শব্দ লিখ।
জ. ত্রয়োদশ (গণনাবাচক/পূরণবাচক) ধরনের সংখ্যাবাচক শব্দ।
ঝ. বলা কথা ফেরানো যায় না। বাক্যে ‘বলা’ কোন পদ?
ঞ. শুকনো (বিশেষ্য/বিশেষণ) পদ।
ট. এতক্ষণ আমি অঙ্ক করেছি। বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ?
ঠ. ‘চ’ এর উচ্চারণ স্থান (অগ্রদন্তমূল)।
ড. ‘খুব শীত ও নয়, খুব গরম ও নয়।’ এককথায় প্রকাশ কি হবে?
৫। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বেশি। পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দিয়ে অনুচ্ছেদ রচনা কর। পক্ষে যুক্তি দেখিয়ে।
৬। ‘রুমাল’ সর্ম্পকে অনধিক ৫০টি শব্দের মধ্যে। একটি অনুচ্ছেদ রচনা কর।
Previus
Next
Share This Post