ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৪ সালের বাংলা প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৪বিষয়ঃ বাংলাসময়ঃ পূর্ণমানঃ
১। সঠিক উওরে (√) চিহ্ন দাও।
১। জনসেবা মহৎ কাজ। কোন কারকের উদাহরণ?
ক) কর্ম কারক খ) করণ কারক গ) সম্প্রদান কারক ঘ) অপাদান কারক
২। উপভাষার অন্য নাম কী?
ক) আঞ্চলিক ভাষা খ) মূল ভাষা গ) দেশি ভাষা ঘ) বিদেশি ভাষা
৩। ‘রিকসা’ কোন ভাষার শব্দ? ক) জাপানি খ) ইংরেজি গ) পর্তুগীজ ঘ) ফারসি
৪। কোন ধরনের শব্দে ‘‘ষ’’ ব্যবহৃত হয় না? ক) তৎসম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি
৫। শৈশবে আম কুড়াতে মজা পেতাম। কোন অতীত কাল?
ক) সাধারণ অতীত খ) নিত্যবৃও অতীত গ) ঘটমান অতীত ঘ) পুরাঘটিত ঘটমান অতীত ৬। ‘রাশি রাশি’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক) আধিক্য খ) সামান্যতা গ) ভাবের গভীরতা ঘ) ক্রিয়া বোঝাতে
৭। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? ক) ৭টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি
৮। ‘দশম’ কোন ধরনের শব্দ?
ক) সংখ্যাবাচক খ) গণনা বোঝাতে গ) তারিখবাচক ঘ) পূরণবাচক
৯। কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে? ক) দেবর খ) কবিরাজ গ) রাজা ঘ) ছাত্র
১০। স্বরসন্ধির সাথে ব্যঞ্জনসন্ধির মিলনে কোন সন্ধি হয়?
ক) স্বরসন্ধি খ) ব্যাঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
২। শূণ্যস্থান পূরণ করঃ (১০টি)
ক. সাংকেতিক ভাষার অপর নাম ----। খ. ‘হ্ন’ এর বিশ্লেষণ রূপ -----। গ. ------ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। ঘ. রাঁচির ফাঁকে নামক স্থানে নৃত্যমান নদীটির নাম ------। ঙ. ‘ফিরিস্তি’ শব্দের অর্থ -----। চ. ‘সূর্য’-এর বিশেষণ রূপ -----। ছ. ‘সাহেব’ শব্দের স্ত্রীবাচক শব্দ -----। জ. গৌহাটি ভারতের ------- রাজ্যের রাজধানী। ঝ. ‘সূক্ষ্ম’ এর বিপরীত শব্দ ------। ঞ. বিরাম চিহ্নের অপর নাম ------।
৩। এক কথায় উওর দাও।
ক. ‘যে একবার শুনেই মনে রাখতে পারে’ এক কথায় কী বলে।
খ. ‘ব্যাঙের সর্দি বাগধারাটি অর্থ কী?
গ. ‘চাঁদোয়া’ শব্দের অর্থ কী?
ঘ. কার নামের সাথে তর্কবাগিশ উপাধি যুক্ত ছিল?
ঙ. ‘দাদা ভাই’ ছদ্মনামে কোন ছড়াকার পরিচিত?
চ. ‘সম্বোধন’ পদের পর কী বসে? ছ. বাংলায় মাত্রহীন বর্ণের সংখ্যা কয়টি?
জ. ‘তোলপাড়’ গল্পটির মধ্য দিয়ে কোন চেতনার উজ্জীবিত হয়-
ঝ. ‘নূতন’ এর চলিত রূপ কি?
ঞ. ‘উচ্চারণ’ এর সন্ধিবিচ্ছেদ কর।
৪। ভাব সম্প্রসারণ করঃ কীর্তিমানের মৃত্যু নাই’’
৫। ‘খাদ্যে ভেজালের সম্পর্কে দশ বাক্যে ১টি অনুচ্ছেদ লিখ। (সংকেতঃ কারণ, প্রভাব, প্রতিকার/প্রতিরোধ) খাদ্যে ভেজাল।
Previus
Next
Share This Post