ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৫ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০১৫
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

* নিচের প্রশ্নগুলোর সঠিক উওরে টিক (√) চিহ্ন দাও।

১। বাংলা যৌগিক স্বরধ্বনি কয়টি? ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৩টি

২। নিচের কোনটিতেই স্বভাবতই ণ ব্যবহার হয়? ক) কল্যাণ খ) আকন্ঠ গ) জীর্ণ ঘ) প্রচন্ড


৩। কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে? ক) শিক্ষক খ) কৃতদার গ) দেবর ঘ) সন্তান

৪। ‘এবং’ কোন পদ? ক) অব্যয় খ) ক্রিয়া গ) বিশেষ্য ঘ) সর্বনাম

৫। ডাক্তার ডাক। এখানে কোন কারকে শূণ্য বিভক্তি?

ক) কর্ম কারক খ) অপাদান কারক গ) কর্তৃকারক ঘ) সম্প্রদান কারক

৬। লাল গরুটাকে নিধিরাম কত টাকায় বিক্রি করেছিল?

ক) ২০ টাকা খ) ১০টাকা গ) ১৫ টাকা ঘ) ৩০ টাকা

৭। পূরণবাচক শব্দ কোনটি? ক) সপ্তম খ) সপ্তাহ গ) বিশে ঘ) পহেলা

* নিচের প্রশ্নগুলোর উওর দাওঃ

৮। জিহবার মূল থেকে কোন শব্দ উচ্চারিত হয়?

৯। ‘সভা’ কবিতায় ‘শরম’ শব্দের অর্থ কী?

১০। ‘খান’ এর স্ত্রীবাচক শব্দ কী?

১১। ‘তোলপাড়’ গঙ্গানুসারে’ খাবি খাওয়া’ অর্থ কী?

১২। ‘নুরলদীনের সারাজীবন’ কার লেখা?

১৩। ‘ইত্যাদি’ এর সন্ধি বিচ্ছেদ কী?

১৪। ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে?

১৫। কার মধুর হাসিতে বাঙালি ঘর ভরে ওঠে?

১৬। ফাগুন মাসে কার চোখে জল আসে?

১৭। কাজী নজরুল ইসলামের ‘ঝিঙে ফুল’ কবিতায় কী ফুটে উঠেছে?

১৮। অ্যাগনেস গোনজা বোঝাঝিউ নাম কী অনুসারে রাখা হয়েছিল?

১৯। সুখ কবিতানুসারে ‘মানুষ মানুষের জন্য’ এ লাইনটি দ্বারা কী বুঝানো হয়েছে?

২০। ‘উপচয়’ এর বিপরীত শব্দ কী?

২১। সংখ্যার মূল একক কী?

২২। নীল আকাশে কে পাখা মেলেছে?

২৩। ‘মিনু’ কবিতায় কার নাম রাক্ষসী?

২৪। প্রবন্ধের মূল উদ্দেশ্য বিজ্ঞান চেতনা সৃষ্টি।

২৫। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে- কী বলে।

২৬। রাঁচি শহরটি অপেক্ষাকৃত-ভুমিতে অবস্থিত ।

২৭। যা উদিত হচ্ছে ---এককথায় কী বলে?


২৮। কোন গগণে উঠেরে --?

* সত্য মিথ্যা নির্ণয় করঃ

২৯। সেকালের পুরুষেরা ছিল শিকার প্রিয়। সত্য/ মিথ্যা

৩০। পাখিদের সভা সকালে ভাঙল। সত্য/ মিথ্যা

৩১। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ তুমি ৫টি সুপারিশ লিখ।

৩২। নিচের চিত্রটি তোমার যে পাঠ্যের তার নামসহ পাঠ-পরিচিতি সম্পর্কে  ৮টি বাক্য লিখ। 

উত্তরঃ চিত্রটি “তোলপাড়” নামক গল্পের অন্তর্ভূক্ত। 

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৬ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৪ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম