ক্রিয়ার ভাব
ক্রিয়ার ভাব
ক্রিয়ার যে অবস্থায় দ্বারা তা ঘটায় ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে ক্রিয়ার ভাব বলে।ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার । যথা।
১.নির্দেশক ভাব (Indicative Mood)
২. অনুজ্ঞা ভাব (Imperative Mood)
৩. সাপেক্ষ (Subjunctive Mood )
৪. আকাঙ্খা প্রকাশক ভাব (Optative Mood)
১. নির্দেশক ভাবঃ
সাধারণত ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমন-
ক. সাধারণ নির্দেশকঃ আমার বই পড়ি। তারা বাড়ি যাবে।
খ. প্রশ্ন জিজ্ঞাসায়ঃ আপনি কি আসবেন ? সে কি গিয়েছিল ?
২. অনুজ্ঞা ভাবঃ আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আর্শীবাদ, ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয় । যেমন-
ভাব | বর্তমান কালে | ভবিষ্যৎ কালে |
ক. আদেশত্মক | চুপ কর | তুমি কাল যেও । |
নিষেধত্মক | অন্যায় কাজ করো না | মিথ্যা বলবে না। |
অনুরোধ সূচক | ছাতাটা দিন ত ভাই। | আপনারা আসবেন। |
উপদেশমূলক | মন দিয়ে পড় | স্বাস্থের প্রতি দৃঢ় দৃষ্টি রেখো । |
৩. সাপেক্ষ ভাবঃ একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন-
ক. সম্ভাবনায়ঃ তিনি ফিরে এলে সবকিছুর মীমাংস হবে। যদি সে পড়ত তবে পাশ করত।
খ.উদ্দেশ্য বোঝাতেঃ ভালো করে পড়লে সফল হবে।
গ. ইচ্ছা বা কামনাঃ আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।
৪. আকাঙ্খা প্রকাশক ভাবঃ যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোন ইচ্ছা বা আকাঙ্কা প্রকাশ করে, তাকে আকঙ্কা প্রকাশের ভাবের ক্রিয়া বলা হয়। যেমন- সে একটু হাসুক । যা হয় হোক। তার মঙ্গল হোক। বৃষ্টি আসে আসুক।
--------------------------------------------------------------------------------------------------------------------
Gazi Online School.com is one of the biggest outstanding Online learning site in Bangladesh. This site has been a hub for knowledge seekers. It is growing with full potential. The lectures are designed for everybody to understand. The best thing about Gazi Online School.com is that it has a panel of teachers who are expert and excelled in their own educational field. The news tab has all the latest news to keep you up to date. Find your desired education at Gazi Online School.com and be a part of the future of education! The study module is divided into different parts – Bangla II, English II, RAJUK College Admission, Cadet College Admission, PEC, JSC, SSC, HSC, NTRCA, government job exams, bank jobs and so forth. Under all these sections, you will find study materials, recent questions and model tests. You can read, practice, take a quiz or sit for a model test for your target exam. The site is a hub for students who want to excel in their Academic and different competitive exams.
Share This Post