ক্রিয়ার ভাব - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


ক্রিয়ার ভাব

১। ক্রিয়ার ভাব কয় প্রকার ?

ক) পাচঁ

খ) চার

গ) তিন

ঘ) দুই

উওরঃ

খ) চার

২। ‘‘সে ফুটবল খেলায় নাম করেছে।’’ বাক্যটিতে ‘করা’ ক্রিয়াপদের রীতিসিদ্ধ অর্থ হচ্ছে ?

ক) পরিশ্রম করা

খ) জয়লাভ করা

গ) সংকল্প করা

ঘ) যশস্বী হওয়া

উওরঃ ঘ) যশস্বী হওয়া

৩। কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে ?

ক) বৃষ্টি থেমে গেল

খ) এক্ষুনি বৃষ্টি এসে পড়ব

গ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

ঘ) সে গান করতে পারে

উওরঃ গ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

৪। প্রশ্ন জিজ্ঞাসা ক্রিয়ার কোন ভাব হয়?

ক) নির্দেশক ভাব

খ) অনজ্ঞা ভাব

গ) সাপেক্ষ ভাব

ঘ) আকাঙ্কা ভাব

উওরঃ ক) নির্দেশক ভাব

৫। ‘‘কাটিতে কাটিতে ধান এল র্বর্ষা’’। এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) সমকাল

খ) নিরন্তরতা

গ) সমাপ্তি

ঘ) সূচনা

উওরঃ ক) নির্দেশক ভাব

৬। কোন বাক্যটিতে সাপেক্ষ ভাব প্রকাশ করেছে ?

ক) আমাকে বই দাও

খ) যদি সে যেত, আমি আসতাম

গ) তোমার ইচ্ছা পূর্ণ হোক

ঘ) রেবা ভালো গান করে

উওরঃ খ) যদি সে যেত, আমি আসতাম

৭। কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশক পেয়েছে ?

ক) সত্য বলবে

খ) তোমার নাম কি

গ) মানুষ হও

ঘ) শিক্ষককে মান্য করভে

উওরঃ খ) যদি সে যেত, আমি আসতাম

৮। প্রশ্ন জিজ্ঞাসায় নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে ?

ক) নির্দেশক ভাব

খ) অনুজ্ঞা ভাব

গ) সাপেক্ষ ভাব

ঘ) আকাঙ্কা ভাব

উওরঃ ক) নির্দেশক ভাব

৯। ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিতে কী বলে ?

ক) ক্রিয়ার ভাব

খ) ক্রিয়ার কাল

গ) ক্রিয়ার বাচ্য

ঘ) ক্রিয়ার অনুজ্ঞা

উওরঃ ক) ক্রিয়ার ভাব

১০। ক্রিয়ার সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি ?

ক) তোমার মঙ্গল হোক

খ) স্বাস্থের প্রতি নজর রেখো

গ) তিনি আসলে আমি যেতাম

ঘ) তুমি কি সেখানে যাবে

উওরঃ ক) ক্রিয়ার ভাব

১১। ‘বৃষ্টি আসে আসুক’-বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে ?

ক) সাপেক্ষ

খ) নির্দেশক

গ) আকাঙ্কা প্রবণক

ঘ) অনুজ্ঞা

উওরঃ গ) আকাঙ্কা প্রবণক

১২। ‘আমরা বই পড়ি ’- এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ ?

ক) সাধারণ নির্দেশক ভাব

খ) সাপেক্ষ ভাব

গ) উপদেশাত্মক ভাব

ঘ) প্রশ্ন জিজ্ঞাসা ভাব

উওরঃ ক) সাধারণ নির্দেশক ভাব

১৩। আকাঙ্কায় ভাব কোনটি ?

ক) স্বাস্থের প্রতি লক্ষ রেখো

খ) মানুষ হও

গ) তুমি আসবে

ঘ) বাংলাদেশ চিরজীবী হউক

উওরঃ ঘ) বাংলাদেশ চিরজীবী হউক

১৪। কোন ক্রিয়া একটি অন্যটির ওপর নির্ভরশীল ?

ক) নিষেধাত্মক ভাবের ক্রিয়া

খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া

গ) আদেশত্মক ভাবের ক্রিয়া

ঘ) অনুরোধসূচক ভাবের ক্রিয়া

উওরঃ খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া

১৫। নিচের কোন বাক্যটিতে আকাঙ্কা প্রকাশক ভাব ব্যক্ত হয়েছে ?

ক) অন্যায় কাজ করবে না

খ) মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক

গ) পড়াশোনা করলে স্টার মার্ক নেয় কে

ঘ) আবার তোরা মানুষ হ

উওরঃ ঘ) আবার তোরা মানুষ হ

১৬। ‘আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না’ বাক্যটি কোন ভাবের ক্রিয়া ?

ক) অনুজ্ঞা

খ) নির্দেশক

গ) সাপেক্ষ

ঘ) আকাঙ্কা প্রকাশক

উওরঃ গ) সাপেক্ষ

১৭। ‘তোমার মঙ্গল হোক’-বাক্যে ক্রিয়া কোন ভাব প্রকাশ করেছে ?

ক) সাপেক্ষ

খ) অনুজ্ঞাসূচক

গ) নির্দেশক

ঘ) আকাঙ্কা প্রকাশক

উওরঃ ঘ) আকাঙ্কা প্রকাশক

১৮। কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে ?

ক) আমি বাড়ি যাই

খ) মন দিয়ে লেখাপড়া কর

গ) পরিশ্রম করলে সফল হবে

ঘ) তার মঙ্গল হোক।

উওরঃ খ) মন দিয়ে লেখাপড়া কর

১৯। কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে ?

ক) আমাকে বই দাও

খ) যদি সে যেত, আমি আসতাম



গ) তোমার ইচ্ছা পূর্ণ হোক

ঘ) রেবা ভালো গান করে।

উওরঃ খ) যদি সে যেত, আমি আসতাম

২০। কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে ?

ক) বৃষ্টি থেমে গেল

খ) এক্ষুণি বৃষ্টি  এসে পড়বে

গ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

ঘ) সে গান করতে পারে

উওরঃ গ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

ক্রিয়ার কাল- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ক্রিয়াপদ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম