ক্রিয়াপদ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
ক্রিয়াপদ
১। বাক্য গঠনের অপরিহার্য পদ কোনটি ?ক) বিশেষ্য পদ
খ) বিশেষণ পদ
গ) অব্যয় পদ
ঘ) ক্রিয়া পদ
উত্তরঃ ঘ) ক্রিয়া পদ
২। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি ?
ক) অজগরটি ফোঁসাচ্ছে
খ) তরকারি বাসি হলে টকে
গ) সাইরেন বেজে উঠল
ঘ) মাথা ঝিম ঝিম করছে
উত্তরঃ গ) সাইরেন বেজে উঠল
৩। ‘মেলা দেখতে ঢাকা যাব’-এ বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহার হয়েছে ?
ক) ইচ্ছা
খ) দেখা
গ) জানা
ঘ) উদ্দেশ্য
উত্তরঃ ঘ) উদ্দেশ্য
৪। ‘প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়’ বাক্যে ‘উঠল’ পদটি কোন প্রকারের ক্রিয়াপদ ?
ক) প্রযোজক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) অসমাপিকা ক্রিয়া
ঘ) সমাপিকা ক্রিয়া
উত্তরঃ গ) অসমাপিকা ক্রিয়া
৫। কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়?
ক) বচনভেদে
খ) পুরুষভেদে
গ) অর্থাভেদে
ঘ) প্রয়োগভেদে
উত্তরঃ খ) পুরুষভেদে
৬। কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য আছে ?
ক) দিন যায়, কথা থাকে
খ) ইনি আমার ভাই
গ) পায়ের তলায় নরম ঠেকল কী
ঘ) জঙ্গিদের রুখে দেব
উত্তরঃ খ) ইনি আমার ভাই
৭। ‘মেলা দেখতে ঢাকা যাব’ বাক্যে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) সম্ভাব্যতা
খ) হেতু
গ) নিমিও
ঘ) ইচ্ছা
উত্তরঃ গ) নিমিও
৮। কষ্টি পাথরে সোনাটা কষে নাও-বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) পরীক্ষা
খ) নির্দেশ
গ) মনোযোগ আকর্ষণে
ঘ) ফল সম্ভাবনায়
উত্তরঃ ক) পরীক্ষা
৯। নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ ?
ক) আমি চোখে দেখি না
খ) আমি রাতে খাব না
গ) আকাশে চাঁদ দেখি না
ঘ) ছেলেটি কানে শোনে না
উত্তরঃ গ) আকাশে চাঁদ দেখি না
১০। নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ ?
ক) আমরা তাজমহল দর্শন করলাম
খ) এখন যেতে পার
গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
ঘ) অজগরটি ফেঁসাচ্ছে
উত্তরঃ ক) আমরা তাজমহল দর্শন করলাম
১১। কোনটি মিশ্র ক্রিয়ার
উদাহরণ ? ক) এখন যেতে পার
খ) সাইরেন বেজে উঠল
গ) অজগরটি ফোঁসাচ্ছে
ঘ) মাথা ঝিম্ ঝিম্ করছে
উত্তরঃ ঘ) মাথা ঝিম্ ঝিম্ করছে
১২। কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে ?
ক) বৃষ্টি থেমে গেল
খ) এক্ষুনি বৃষ্টি এসে পড়বে
গ) আজ বিকেলে বৃষ্টি আসতে পারে
ঘ) আর দরকার নেই, এবার বসে থাক
উত্তরঃ গ) আজ বিকেলে বৃষ্টি আসতে পারে
১৩।‘প্রয়োগ বৈশিষ্ট্য সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে’’ এর উদাহরণ কোনটি ?
ক) আমি রাতে খাব না
খ) ছেলেটা কথা শোনে না
গ) আকাশে চাঁদ দেখি না
ঘ) বাবাকে আমার খুব ভয় হয়
উত্তরঃ ক) আমি রাতে খাব না
১৪। ‘বিধি’ বোঝাতে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে ?
ক) চারটা বাজলে স্কুুলের ছুটি হবে
খ) বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
গ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
ঘ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে ?
উত্তরঃ খ) বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
১৫। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে ?
ক) প্রভাতে সূর্য উঠলে সবাই জেগে উঠে
খ) সুরমা নদীতে প্রচুর মাছ আছে
গ) সাপুড়ে সাপ খেলায়
ঘ) অন্ধকারে মানুষ ভয়পায়
উত্তরঃ ক) প্রভাতে সূর্য উঠলে সবাই জেগে উঠে
১৬। ‘মাথা ঝিম ঝিম করছে’-কোন ক্রিয়ার উদাহরণ ?
ক) মিশ্র ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) সকর্মক ক্রিয়া
ঘ) প্রযোজক ক্রিয়া
উত্তরঃ ক) মিশ্র ক্রিয়া
১৭। ‘শিক্ষায় মন সংষ্কারমুক্ত হয়ে থাকে ’-বাক্যে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) যৌগিক ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া
গ) নামধাতুর ক্রিয়া
ঘ) মিশ্র ক্রিয়া
উত্তরঃ গ) নামধাতুর ক্রিয়া
১৮। ‘সাইরেন বেজে উঠল’ কোন ক্রিয়ার উদাহরণ ?
ক) যৌগিক ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) নামধাতুর ক্রিয়া
ঘ) মিশ্র ক্রিয়া
উত্তরঃ ক) যৌগিক ক্রিয়া
১৯। ‘বৃষ্টি থেমে গেল’ বাক্যে ক্রিয়ার উদাহরণ ?
ক) সমাপ্তি
খ) অবিরাম
গ) ক্রমশ
ঘ) সম্ভবনা
উত্তরঃ ক) সমাপ্তি
২০। দাঁতটি ব্যাথায় কনকনাচ্ছে ’ বাক্যে কোন ক্রিয়া আছে ?
ক) নামধাতুর ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) মিশ্র ক্রিয়া
ঘ) প্রযোজক ক্রিয়া
উত্তরঃ ক) নামধাতুর ক্রিয়া
২১। কোন বাক্যে অসমান কর্তা আছে ?
ক) সে কেঁদে কেঁদে বলল
খ) তুমি এলে আমি যাব
গ) মিতা গান গেয়ে চলে গেল
ঘ) সে হাসতে হাসতে চলে গেল
উত্তরঃ খ) তুমি এলে আমি যাব
২২। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) মুখ্য খ) প্রযোজক
গ) প্রযোজ্য
ঘ) ব্যাতিহার
উত্তরঃ গ) প্রযোজ্য
২৩। কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) সে শোনে না
খ) শিশুরা খেলছে
গ) আমি যাব না
ঘ) ছেলেটি বই পড়ে
উত্তরঃ ঘ। ছেলেটি বই পড়ে
২৪। ‘তোমাকে দেখে প্রীত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ ?
ক) যৌগিক ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) মিশ্র ক্রিয়া ঘ) অনুক্ত ক্রিয়া
উত্তরঃ গ) মিশ্র ক্রিয়া
২৫। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে-
ক) মুখ্য কর্ম
খ) গৌণ কর্ম
গ) সমধাতুজ কর্ম
ঘ) উদ্দেশ্য কর্ম
উত্তরঃ ক) মুখ্য কর্ম
২৬। কোন বাক্যটিতে ধাত্বর্থক সমধাতুজ কর্ম আছে ?
ক) তুমি ঘুমিয়েই দিন কাটালে
খ) আজ বেশ এক ঘুম ঘুমালে
গ) এমন মেয়ে আর দেখেনি
ঘ) আমার দিন কেটে গেল
উত্তরঃ খ) আজ বেশ এক ঘুম ঘুমালে
২৭। দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে ?
ক) মুখ্য কর্ম
খ) গৌণ কর্ম
গ) সমধাতুজ কর্ম
ঘ) ধাত্বর্থক কর্ম
উত্তরঃ খ) গৌণ কর্ম
২৮। কোন ক্রিয়া একজনের চলনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় ?
ক) সকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) প্রযোাজক ক্রিয়া
ঘ) যৌগিক ক্রিয়া
উত্তরঃ গ) প্রযোাজক ক্রিয়া
২৯। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ ?
ক) সে ভাত খেয়েছে
খ) তিনি চলে গেলেন
গ) দর্শনবৃন্দে আহসান মঞ্জিল দর্শন করলেন
ঘ) চা জুড়িয়ে যাচ্ছে
উত্তরঃ গ) দর্শনবৃন্দে আহসান মঞ্জিল দর্শন করলেন
৩০। তিনি চমৎকার গাইতে পারেন-এ বাক্যে নিম্নরেখ পদটি কোন শ্রেণির ক্রিয়া ?
ক) মিশ্র ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) সমধাতুজ ক্রিয়া
ঘ) অনুক্ত ক্রিয়া
উত্তরঃ ঘ) অনুক্ত ক্রিয়া
৩১। কোন বাক্যে কর্তা নিরপেক্ষ ?
ক) আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে
খ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
গ) বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না
ঘ) তুমি যদি যাও তবে সে যাবে
উত্তরঃ ক) আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে
৩২। কোন বাক্যে অসমান কর্তা আছে ?
ক) সে যেতে যেতে থেমে গেল
খ) এমন চাওয়া চাইতে নেই
গ) বালিকাটি গান করে চলে গেল
ঘ) তোমরা বাড়ি এলে আমি রওনা হব
উত্তরঃ ঘ) তোমরা বাড়ি এলে আমি রওনা হব
৩৩। কোন বাক্যে ‘সামর্থ্য’ বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক) খোকা এখন হাঁটতে পারে
খ) মেলা দেখতে ঢাকা যাব
গ) পদ্মফুল দেখতে সুন্দর
ঘ) এখন ট্রেন ধরতে হবে
উত্তরঃ ক) খোকা এখন হাঁটতে পারে
৩৪। একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে বল-
ক) যৌগিক ক্রিয়া
খ) মিশ্র ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) অকর্মক ক্রিয়া
উত্তরঃ ক) যৌগিক ক্রিয়া
৩৫। কোন বাক্যটির ক্রিয়া অকর্মক ?
ক) আকাশে চাঁদ উঠেছে
খ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
গ) চুপ করে থাক
ঘ) মেয়েটি হাসে
উত্তরঃ ঘ) মেয়েটি হাসে
৩৬। ‘বাগানে বেশ কমলা লিচু ফলেছে ’’-এ বাক্যে ‘ফলেছে’ কোন ক্রিয়া ?
ক) প্রযোজক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) মিশ্র ক্রিয়া
ঘ) নামধাতুর ক্রিয়া
উত্তরঃ ঘ) নামধাতুর ক্রিয়া
৩৭। ‘‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’’কোন ধরনের ক্রিয়া ?
ক) নাম ধাতুর ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) মিশ্র ক্রিয়া
উত্তরঃ গ) যৌগিক ক্রিয়া
৩৮। ‘‘এখন যেতে পার’’-উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) তাগিদ দেওয়া অর্থে খ) অভ্যস্ততা অর্থে
গ) অনুমোদন অর্থে
ঘ) কার্যসমাপ্তি অর্থে
উত্তরঃ গ) অনুমোদন অর্থে
৩৯। ‘‘কথাটা ছড়িয়ে পড়েছে’’ যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটির কোন অর্থে ব্যবহার হয়েছে ?
ক) সমাপ্তি
খ) আকস্মিকতা
গ) ক্রমশ
ঘ) ব্যাপ্তি
উত্তরঃ ঘ) ব্যাপ্তি
৪০। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি ?
ক) মাথা ঝিম ঝিম করছে
খ) ঘটনাটা শুনে রাখ
গ) দই বাসি হলে টকে
ঘ) এখন গোল্লায় যাও
উত্তরঃ খ) ঘটনাটা শুনে রাখ
৪১। সাইরেন বেজে উঠল-এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটি ব্যবহার হয়েছে ?
ক) আকস্মিকতা
খ) ব্যাপ্তি
গ) সমাপ্তি
ঘ) ক্রমশ
উত্তরঃ ক) আকস্মিকতা
৪২। ‘কাটিতে কাটিতে ধান এর বরষা’ এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহার হয়েছে ?
ক) সমকাল
খ) নিরস্তরতা
গ) সমাপ্ত
ঘ) সূচনা
উত্তরঃ খ) নিরস্তরতা
৪৩। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কতভাগে ভাগ করা যায় ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তরঃ ক) দুই
৪৪। ‘শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন’-বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ ?
ক) ঋণত্মক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া ঘ) সমধাতুজ ক্রিয়া
উত্তরঃ গ) প্রযোজক ক্রিয়া
৪৫। ‘সূর্য অন্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল-বাক্য ‘সূর্য’ কোন ধরনের কর্তা ?
ক) ক) অসমান কর্তা
খ) নিরপেক্ষ কর্তা
গ) এক কর্তা ঘ) শর্তাধীন কর্তা
উত্তরঃ খ) নিরপেক্ষ কর্তা
৪৬। কোন বাক্য আবশ্যকতা বুঝাতে ‘ইতে ĩ তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত ক্রিয়া হয়েছে ?
ক) তোমাকে দেখতে চাই
খ) আমি এখানে থাকতে আসিনি ৎ
গ) খোকা এখন পড়ত পারে
ঘ) এখন ট্রেন ধরতে হবে
উত্তরঃ ঘ) এখন ট্রেন ধরতে হবে
৪৭। ‘খোকাকে তুমি কাঁদিয়ো না’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক) সমধাতুজ
খ) সকর্মক
গ) প্রযোজক
ঘ) যৌগিক
উত্তরঃ ঘ) এখন ট্রেন ধরতে হবে
৪৮। ‘ঘটনাটা শুনে রাখ ’ বাক্য কোন ক্রিয়া রয়েছে ?
ক) অকর্মক
খ) যৌগিক
গ) প্রযোজক
ঘ) মিশ্র
উত্তরঃ খ) যৌগিক
৪৯। ‘খোকা এখন হাঁটতে পারে’-বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছেন ?
ক) জানা
খ) সামর্থ্য
গ) সূচনা ঘ) ইচ্ছা
উত্তরঃ খ) সামর্থ্য
৫০। ‘সূর্য উঠলে হাঁটতে পারে’ বাক্যে ‘উঠলে’ ক্রিয়াপদটি কোন ক্রিয়াপদ ?
ক) অসমাপিকা
খ) সমাপিকা
গ) প্রযোজক
ঘ) প্রযোজ্য
উত্তরঃ ক) অসমাপিকা
৫১। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে-
ক) বিধেয় কর্ম
খ) প্রযোজক কর্ম
গ) ধাত্বর্থক কর্ম/ সমধাতুজ কর্ম
ঘ) দ্বিকর্মক ক্রিয়ার কর্ম
উত্তরঃ গ) ধাত্বর্থক কর্ম/ সমধাতুজ কর্ম
৫২। ‘‘তিনি গেলে কাজ হবে’’-এখানে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক) কার্যপরম্পরা
খ) সাপেক্ষতা
গ) বিস্ময়জ্ঞাপন
ঘ) সম্ভাবনার বিকল্প
উত্তরঃ খ) সাপেক্ষতা
৫৩। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয় ?
ক) ইয়া › এ খ) ইলে › লে
গ) ইতে › তে ঘ) ইনে › নে
উত্তরঃ ঘ) ইনে › নে
৫৪। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারে সঠিক উদাহরণ কোনটি ?
ক) আজ গেলে ও যা, কাল গেওে ও তা
খ) তিনি গেলে কাজ হবে
গ) চারটা বাজলে স্কুল ছুটি হবে
ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
উত্তরঃ খ) তিনি গেলে কাজ হবে
৫৫। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে ?
ক) আমি ঘুম থেকে জেগেছি
খ) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি গ) আমি বেশ ঘুম দিয়েছি
ঘ) তোমার ভালো ঘুম হয়েছিল তো
উত্তরঃ খ) আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
৫৬। কোন বাক্যটিতে নামধাতুর ক্রিয়াপদ রয়েছে ?
ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
খ) আমরা কুতুবমিনান দর্শন করলাম
গ) শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন ঘ) তুমি যেতে পার
উত্তরঃ গ) শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন
৫৭। কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?
ক) তািম এখন গান করতে পার। খ) আমি এইমাত্র এলাম ।
গ) শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন। ঘ) হামিদকে দেখে খুশি হলাম।
উত্তরঃ ক) তািম এখন গান করতে পার।
৫৮। কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া দ্বারা গঠিত ?
ক) চল খেলতে যাই।
খ) আর মায়াকান্না কেঁদো না ।
গ) আমাকে বইটা দাও।
ঘ) সাপুড়ে সাপ খেলায়।
উত্তরঃ ক) চল খেলতে যাই।
৫৯। কোন বাক্যটিতে প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ?
ক) মাথা ঝিম ঝিম করছে।
খ) তোমার পরিশ্রমের ফল ফলেছে।
গ) মা শিশুটিকে হাসান।
ঘ) শিশুটি কাঁদে।
উত্তরঃ ঘ) শিশুটি কাঁদে।
৬০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে ? ক) এ নদীতে প্রচুর মাছ আছে।
খ) আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব।
গ) রূপকথার গল্প শোন।
ঘ) তুমি কোথায় যাচ্ছ ?
উত্তরঃ খ) আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব।
৬১। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়টি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে ?
ক) জন্মভূমি স্বর্ণের চাইতে শ্রেষ্ঠ
খ) সে আমার দিকে চাইতে থাকে গ) এমন চাওয়া চাইতে নেই ঘ) কী চাইতে ইচ্ছা করে ? উত্তরঃ ক) জন্মভূমি স্বর্ণের চাইতে শ্রেষ্ঠ
৬২। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে ? ক) তুমি কি এখন যাবে ? খ) মরলে কি কেউ ফেরে? গ) ‘জন্মিলে মরিতে হবে। ঘ) আজ গেলে ও যা, কাল গেলে ও তা। উত্তরঃ খ) মরলে কি কেউ ফেরে?
৬৩। কোন বাক্য নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক) তিনি হয়তো বসে থাকবেন
খ) কাজ করে সে বসে থাকবেন
গ) অনেক কাজ করছে, এখন বসে থাক
ঘ) তুমি কি এখন বসে থাকবে?
উত্তরঃ খ) মরলে কি কেউ ফেরে?
৬৪। কোন বাক্যে ইয়া বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে ?
ক) কথা কয়ে দেখ
খ) গান গেয়ে গেয়ে পথ চলেছে
গ) রাজশাহী গিয়ে ফিরে আস
ঘ) এখন গিয়ে কী করবে ? উত্তরঃ খ) গান গেয়ে গেয়ে পথ চলেছে ৬৫। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিও অর্থ প্রকাশ করছে ?
ক) দেখতে দেখতে সে এসে গেল
খ) মেয়েটি গাইতে জানে
গ) পরীক্ষা দিতে ঢাকা যাব
ঘ) সে খেতে ভালোবাসে উত্তরঃ
গ) পরীক্ষা দিতে ঢাকা যাব
৬৬। কোন বাক্যটির ক্রিয়া সকর্মক ?
ক) চুপ করে থাক
খ) আকাশের চাঁদ যে মাটিতে নেমেছে
গ) শিশুটি কাঁদে
ঘ) আকাশে চাঁদ উঠেছে
উত্তরঃ ঘ) আকাশে চাঁদ উঠেছে
৬৭। ‘নিরন্তরতা’ প্রকাশে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে ?
ক) কাটিতে কাটিতে ধান এলো র্বষা
খ) বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
গ) একবার মরলে কি কেউ ফেরে
ঘ) চা জুড়িয়ে যাচ্ছে।
উত্তরঃ ক) কাটিতে কাটিতে ধান এলো বরষা
৬৮।‘যত্ন’ করলে রত্ন মিলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ ?
ক) সমাপিকা
খ) অসমাপিকা
গ) দ্বিকর্মক
ঘ) অনুক্ত
উত্তরঃ খ) অসমাপিকা
৬৯। আকস্মিতা অর্থে কোন বাক্যে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) এখন যেতে পার
খ) তিনি বলতে লাগলেন
গ) সাইরেন বেজে উঠল
ঘ) ঘটনাটা শুনে রাখ
উত্তরঃ গ) সাইরেন বেজে উঠল
৭০। চা জুড়িয়ে যাচ্ছে। বাক্যটিতে ব্যবহৃত যৌগিক ক্রিয়া কোন অর্থ প্রকাশ করছে ?
ক) সমাপ্ত
খ) অবিরাম
গ) ক্রমশ
ঘ) সম্ভাবনা
উত্তরঃ গ) ক্রমশ
৭১। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয় ?
ক) যৌগিক ক্রিয়া
খ) অসমাপিকা ক্রিয়া
গ) সমাপিকা ক্রিয়া ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ) সমাপিকা ক্রিয়া
৭২। অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে ?
ক) বিশেষ্যের পরে
খ) বিশেষণের আগে
গ) বিশেষ্যের আগে
ঘ) বিশেষণের পরে
উত্তরঃ খ) বিশেষণের আগে
৭৩। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি ?
ক) ছেলেটি কানে শোনে না
খ) ছেলেটি কথা শোনে না
গ) আমি রাতে ভাত খাব না
ঘ) বাবাকে ভয় করে
উত্তরঃ ক) ছেলেটি কানে শোনে না
৭৪। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে-
ক) দ্বিকর্মক ক্রিয়া
খ) গৌণকর্ম
গ) সমধাতুজ কর্ম
ঘ) মুখ্য কর্ম
উত্তরঃ গ) সমধাতুজ কর্ম
৭৫। ‘‘সমধাতুজ কর্মপদ অর্কপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে-
ক) বাবা আমাকে একটি কলম দিয়েছেন
খ) সে হাত মুখ ধুয়ে পড়তে বসেছে
গ) কী খেলাটাই না খেললে হে রামচরণ
ঘ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
উত্তরঃ গ) কী খেলাটাই না খেললে হে রামচরণ
৭৬। ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে কী বলে ?
ক) গৌণ কর্ম
খ) দ্বিকর্ম
গ) মুখ্য কর্ম
ঘ) ধাত্বর্থক
উত্তরঃর্ ঘ) ধাত্বর্থক
৭৭। শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন-কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে ?
ক) মৌলিক ধাতু
খ) প্রযোজক ধাতু
গ) নাম ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু
উত্তরঃ গ) নাম ধাতু
৭৮। অসমাপিকা ক্রিয়া কোনটি ?
ক) গগনে গরজে মেঘ
খ) ছোট পাখি করে ডাকাডাকি
গ) ছায়ায় বস
ঘ) সকালে উঠিয়া আমি
উত্তরঃ ঘ) সকালে উঠিয়া আমি
৭৯। কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ?
ক) মিশ্র ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) সমাপিকা ক্রিয়া
ঘ) অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ গ) সমাপিকা ক্রিয়া
৮০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিও অর্থ প্রকাশ করছে ?
ক) এখন আমি যেতে চাই
খ) এখন ট্রেন ধরতে চাই
গ) পদ্মফুল সুন্দর
ঘ) মেলা দেখতে ঢাকা যাব
উত্তরঃ ঘ) মেলা দেখতে ঢাকা যাব
৮১। কোনটি মিশ্র ক্রিয়া ?
ক) ্এখন যেতে পার
খ) অজগরটি ফোঁসাচ্ছে
গ) এখন গোল্লায় যাও
ঘ) সাইরেন বেজে উঠল
উত্তরঃ গ) এখন গোল্লায় যাও
৮২। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক) কষ্টিপাথরে সোনা ঘষে নাও
খ) এখন ভাবতে থাক
গ) আমাকে কাজটি করতে দাও
ঘ) আমরা পরীক্ষা দিয়ে আসছি
উত্তরঃ ক) কষ্টিপাথরে সোনা ঘষে নাও
৮৩। সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ার রূপান্তরিত করে ?
ক) সমাপিকা ক্রিয়ার
খ) দ্বিকর্মক ক্রিয়ার
গ) সকর্মক ক্রিয়ার
ঘ) অসমাপিকা ক্রিয়ার
উত্তরঃ গ) সকর্মক ক্রিয়ার
৮৪। কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক) তিনি হয়ত বসে থাকবেন
খ) অনেক কাজ করেছ, এখন বসে থাক
গ) কাজ করে সে বসে থাকবে
ঘ) তুমি কি এখন বসে থাকবে
উত্তরঃ খ) অনেক কাজ করেছ, এখন বসে থাক
৮৫। কোন বাক্যে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে ?
ক) বেশ ঘুমিয়েছি
খ) ছেলেটা কানে শোনে না
গ) ছেলেটা কথা শোনে
ঘ) আমি রাতে খাব না
উত্তরঃ গ) ছেলেটা কথা শোনে
৮৬। কোন বাক্যটিতে ‘এ’ বিভক্তির যুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে ?
ক) আমি যেতে চাই
খ) চেঁচিয়ে কথা বলো না
গ) দেখিতে বাসনা মাগো তোমার চরণ
ঘ) বৃষ্টিতে ভিজিলে সর্দি হবে
উত্তরঃ খ) চেঁচিয়ে কথা বলো না
৮৭। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ ?
ক) তিনি গেলে কাজ হবে না
খ) মেলা দেখতে ঢাকা যাব
গ) এদিকে চেয়ে দেখ
ঘ) পদ্মফুল দেখতে সুন্দর
উত্তরঃ গ) এদিকে চেয়ে দেখ
৮৮। কোন কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ সাধারণত বাক্যে অনুক্ত বা উহ্য থাকে ?
ক) র্ক, আছ
খ) আছ্, গড়
গ) হ্, চল
ঘ) আছ্, হু
উত্তরঃ ঘ) আছ্, হু
৮৯। সমধাতুর কর্মের অন্য নাম কী ?
ক) ধাতার্থক খ) উদ্দেশ্য কর্ম
গ) বিধেয় কর্ম
ঘ) গৌণ কর্ম
উত্তরঃ ক) ধাতার্থক
৯০। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে কী বলে ?
ক) দ্বিকর্মক ক্রিয়া
খ) গৌণ ক্রিয়া
গ) মুখ্য কর্ম
ঘ) সমধাতুজ কর্ম
উত্তরঃ ঘ) সমধাতুজ কর্ম ৯১। কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে ?
ক) বেশ এক ঘুম ঘুমিয়েছি
খ) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন
গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ) শিক্ষক ছাত্রটি বেতাচ্ছেন
উত্তরঃ খ) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন
৯২। কোনটি মিশ্র ক্রিয়া ?
ক) গোল্লায় যাও
খ) কনকনাচ্ছে
গ) বেজে ওঠা
ঘ) দেখাচ্ছেন
উত্তরঃ ক) গোল্লায় যাও
Share This Post