পদ-প্রকরণ - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পদ-প্রকরণ
১। নিচের কোন বাক্যটি অব্যয়ের বিশেষণ?
ক) ধীরে ধীরে বায়ু বয়
খ) এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত
গ) ধিক্ তারে, শত ধিক নির্লজ্জ যে জন
ঘ) রকেট অতি দ্রুত চলে।
উত্তরঃ গ) ধিক্ তারে, শত ধিক নির্লজ্জ যে জন
২। সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
ক) সব, সকল, তাবৎ
খ) এরা, ইহারা, ইনি খ নিজে, খোদ আপনি
ঘ) কোন, কেহ, কেউ উত্তর খ) এরা, ইহারা, ইনি
৩। বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?
ক) বিশেষ্যে পূর্বে
খ) বিশেষণের পূর্বে
গ) বিশেষ্যে পরে
ঘ) বিশেষণের পরে
উত্তরঃ ক) বিশেষ্যে পূর্বে
৪। ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?
ক) গুণবাচক
খ) ভাষাবাচক
গ) সমষ্টিবাচক
ঘ) বস্তুবাচক
উত্তরঃ খ) ভাষাবাচক
৫। ‘সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে’ এ বাক্যে ‘সুস্থ সবল’ কোন ধরনের বিশেষণ?
ক) ভাব বিশেষণ
খ) নাম বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) অব্যয়ের বিশেষণ
উত্তরঃ খ) নাম বিশেষণ
৬। ‘মুখ যেন পদ্ম ফুল’ বাক্যে ‘যেন’ অব্যয়টি কী অর্থে ব্যবহার হয়েছে?
ক) উপমার
খ) তুলনায়
গ) অনুমানে
ঘ) বিস্ময়ে
উত্তরঃ ক) উপমার
৭। ‘নদী ও পর্বত’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক) সংজ্ঞাবাচক
খ) বস্তবাচক
গ) জাতি বাচক
ঘ) সমষ্টিবাচক
উত্তরঃ গ) জাতি বাচক
৮। ‘রহিম কিংবা করিম এর জন্য দায়ী।’ - এখানে ‘কিংবা কোন অব্যয়?
ক) বিয়োজক অব্যয়
খ) সংযোজক অব্যয় গ) অনন্বয়ী অব্যয়
ঘ) সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ ক) বিয়োজক অব্যয়
৯। “সামাপ্য একটু দুধ দাও” এ বাক্যে “সামান্য” কোন পদ?
ক) বিশেষণীয় বিশেষণ
খ) সর্বনামের বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) অব্যয়ের বিশেষণ
উত্তরঃ ক) বিশেষণীয় বিশেষণ
১০। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক) শ্রেণি
খ) পর্বত
গ) মানুষ
ঘ) মাটি
উত্তরঃ ঘ) মাটি
১১। কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
ক) তাজা মাছ
খ) সবুজ মাঠ
গ) হাজার লোক
ঘ) চৌকর লোক
উত্তরঃ গ) হাজার লোক
১২। “আর কি বাজবে বাশিঁ।” কী অর্থে অব্যয় ব্যবহৃত হয়?
ক) নিরাশায়
খ) বাক্যলংকারে
গ) হতাশায়
ঘ) সংশয়
উত্তরঃ ঘ) সংশয়
১৩। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত?
ক) যায় যায়
খ) কে কে
গ) উচায় নিচায়
ঘ) ঢং ঢং উত্তরঃ
ঘ) ঢং ঢং
১৪। দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে- ‘দুর্ভাগ্যক্রমে’ কোন প্রকারের বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ে বিশেষণ
ঘ) বিশেষণীয় বিশেষণ
উত্তরঃ খ) বাক্যের বিশেষণ
১৫। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসেছে কোন বাক্যে?
ক) ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে?
খ) না চাইতে দানের মর্যাদা নেই
গ) লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই
ঘ) লোকটি ব্যবহারে খুবই ভদ্র
উত্তরঃ গ) লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই
১৬। ত-প্রত্যয়ান্ত অব্যয় ব্যবহার হয়নি কোন বাক্যে?
ক) ধর্মত বলছি
খ) স্বরচিত বাক্যে উদাহরণ দাও
গ) জ্ঞানত মিথ্যা বলিনি
ঘ) অন্তত তোমার যাওয়া উচিত
উত্তরঃ খ) স্বরচিত বাক্যে উদাহরণ দাও
১৭। “এ এক বিরাট সত্য” এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) বিশেষণের বিশেষণ
উত্তরঃ ক) বিশেষ্য
১৮।র্ ভাব বিশেষণ কয় প্রকার?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
উত্তরঃ খ) চার প্রকার
১৯। ‘যেমন কর্ম তেমন ফল।’ বাক্যে যেমন তেমন কোন অব্যয়?
ক) সমুচ্চয়ী অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) বাক্যালংকার অব্যয়
ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
উত্তরঃ খ) অনুসর্গ অব্যয়
২০। বাস্তবিকই আজ আমাদের কঠেঅর পরিশ্রম করা প্রয়োজনর্। এ বাক্যের ‘বাস্তবিকই’ কোন বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) বিশেষণীয় বিশেষণ
ঘ) অব্যয়ের বিশেষণ
উত্তরঃ খ) বাক্যের বিশেষণ
২১। কোনটি কৃদন্ত বিশেষণের উদাহরণ?
ক) হারানো সম্পত্তি
খ) অনাগত দিন
গ) অতীত কাল
ঘ) খাবার পানি
উত্তরঃ গ) অতীত কাল ।
২২। ‘তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন।’ এই বাক্যে কোন ধরণের অব্যয় ব্যবহৃত হয়েছে।
ক) সংযোজক অব্যয়
খ) বিয়োজক অব্যয়
গ) সংকোচক অব্যয়
ঘ) পদান্ব্য়ী অব্যয়
উত্তরঃ গ) সংকোচক অব্যয়।
২৩। নিচের কোনটি অন্যদিবাচক সর্বনাম?
ক) কোন
খ) ঐ
গ) খোদ
ঘ) অপর
উত্তরঃ ঘ) অপর।
২৪। নিচের কোনটি অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
ক) আলবত
খ) বটে
গ) যদিও
ঘ) কিন্তু
উত্তরঃ গ) যদিও।
২৫। কোন বাক্যে বিরক্তি প্রকাশে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক) উঃ! পায়ে বড্ড লেগেছে
খ) তুমি এত নীচ লোক জানতাম না
গ) হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী
ঘ) কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।
উত্তরঃ গ) হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী
২৬। কোনটি অংশবাচক নাম বিশেষণের উদাহরণ?
ক) বিঘাটের জমি
খ) হাজার টনী জাহাজ
গ) পাচঁ শতাংশ ভূমি
ঘ) ষোল আনা দখল
উত্তরঃ ঘ) ষোল আনা দখল
২৭। ‘আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব’ এই বাক্যে অনন্বয়ী অব্যয়ীট কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অনুমোদন বাচকতায়
খ) অসম্মতি প্রকাশে
গ) স্বীকৃতি প্রকাশে
ঘ) সমর্থন সূচক জাবাবে।
উত্তরঃ ক) অনুমোদন বাচকতায়
২৮। নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ?
ক) প্রথমা কন্যা
খ) তাজা মাছ
গ) নীল আকাশ
ঘ) পাথুরে মূর্তি উত্তরঃ ঘ) পাথুরে মূর্তি
২৯। নিচের কোনটি অনুকার অব্যয় ?
ক) ঝম ঝম
খ) মরি মরি
গ) ছি ছি
ঘ) হায় হায়
উত্তরঃ ক) ঝম ঝম
৩০। কোটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ ?
ক) আমরা
খ) আমার
গ) তাঁহা
ঘ) তাহার
উত্তরঃ গ) তাঁহা
৩১। ‘লোকটা যেন আমার পরিচিত মনে হলো’ বাক্যটিতে কী অর্থে অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক) বিস্ময়ে
খ) তুলনায়
গ) অনুমানে
ঘ) স্বীকৃতিজ্ঞাপনে
উত্তরঃ গ) অনুমানে
৩২। যাওয়ার কাজ-গমন, দেখার কাজ-দর্শন কোন প্রকারের বিশেষ্য?
ক) ভাববাচক
খ) সংজ্ঞা
গ) গুণবাচক
ঘ) সমষ্টিবাচক
উত্তরঃ ক) ভাববাচক
৩৩। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) দর্শন
খ) মধুর
গ) তরল
ঘ) তিক্ততা
উত্তরঃ ঘ) তিক্ততা
৩৪। ব্যাপ্তি অর্থে সদ্বন্ধ পদ কোনটি?
ক) রাজার রাজ্য
খ) বাটির দুধ
গ) দেশের লোক
ঘ) শরতের আকাশ
উত্তরঃ ক) রাজার রাজ্য
৩৫। ওকে বলাও যা, না বলাও তা, - এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনায়
খ) তুলনায়
গ) স্বীকৃতি জ্ঞাপনে
ঘ) হতাশা জ্ঞাপনে
উত্তরঃ খ) তুলনায়
৩৬। কোনটি আত্মাবাচক সর্বনাম?
ক) সব
খ) কেউ
গ) স্বয়ং
ঘ) পরস্পর
উত্তরঃ গ) স্বয়ং
৩৭। নিচের কোন বাক্যে সম্মতি প্রকাশে অনন্বয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক) আমি আজ আলবত যাব
খ) হ্যাঁ, আমি যাব
গ) আপনি যখন বলছেন , বেশ তো আমি যাবো
ঘ) আপনি যা জানেন তা তো ঠিকই বটে
উত্তরঃ ক) আমি আজ আলবত যাব
৩৮। নিচের কোনটি অন্যাদিবাচক সর্বনাম?
ক) কোন
খ) ঐ
গ) খোদ
ঘ) অপর
উত্তরঃ ঘ) অপর
৩৯। ‘সৌরভ’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
ক) নামবাচক
খ) সমষ্টিবাচক
গ) ভাববাচক
ঘ) গুণবাচক
উত্তরঃ ঘ) গুণবাচক
৪০। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) লন্ডন
খ) খাতা
গ) স্বাস্থ্য
ঘ) শয়ন
উত্তরঃ ক) লন্ডন
৪১। কোন পদকে ভাব বিশেষণ বিশেষায়িত করে না?
ক) বিশেষ্য পদকে
খ) বিশেষণ পদকে
গ) ক্রিয়া পদকে
ঘ) অব্যয়বাচক পদকে
উত্তরঃ ক) বিশেষ্য পদকে
৪২। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে-‘বিনা’ কী জাতীয় অব্যয়?
ক) সংযোজক অব্যয়
খ) সমুচ্চয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
উত্তরঃ ঘ) অনুসর্গ অব্যয়
৪৩। সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?
ক) যে, তারা, তা
খ) তিনি, তা, কারা
গ) তাঁরা, তাঁদের, তিনি
ঘ) তুই, তোরা, তারা
উত্তরঃ গ) তাঁরা, তাঁদের, তিনি
৪৪। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) সমিতি
খ) গরু
গ) বীরত্ব
ঘ) গীতাঞ্জলি
উত্তরঃ ঘ) গীতাঞ্জলি
৪৫। চাউল, চিনি, কাঠ এগুলো কী বাচক বিশেষ্য?
ক) ব্যক্তিবাচক
খ) জাতিবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
উত্তরঃ গ) বস্তুবাচক
৪৬। বাক্যের অপরিবর্তণীয় পদ কোনিট?
ক) ক্রিয়া পদ
খ) অনুক্ত ক্রিয়াপদ
গ) অব্যয় পদ
ঘ) সর্বনাম পদ
উত্তরঃ গ) অব্যয় পদ
৪৭। কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) মাইকেল
খ) লন্ডন
গ) তারল্য
ঘ) দর্শন/ভোজন
উত্তরঃ ঘ) দর্শন/ভোজন
৪৮। ‘জাতিবাচক’ বিশেষ্যের উদাহারণ কোনটি?
ক) মধুরতা
খ) শয়ন
গ) নদী
ঘ) চিনি
উত্তরঃ গ) নদী
৪৯। “এ এক বিরাট সত্য” কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য রূপে
খ) বিশেষণ রূপে
গ) অব্যয় রূপে
ঘ) বিশেষণের বিশেষণ রূপে
উত্তরঃ ক) বিশেষ্য রূপে
৫০। “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” এখানে ‘কিংবা’ অব্যয়ীট কোন অব্যয়?
ক) অনুকার অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) বিয়োজক অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
উত্তরঃ গ) বিয়োজক অব্যয়
৫১। “মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ।” এখানে অনন্বয়ী অব্যয়ে কী পকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা
খ) বিরক্তি
গ) সম্মতি
ঘ) উচ্ছ্বাস
উত্তরঃ ঘ) উচ্ছ্বাস
৫২। কোন অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে বাক্যের শোভা বর্ধন করে?
ক) তৎসম অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) বাক্যালংকার অব্যয়
ঘ) অনুগামী সমুচ্চায়ী অব্যয়ী
উত্তরঃ গ) বাক্যালংকার অব্যয়
৫৩। কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) গমণ/শয়ন
খ) মধুরতা
গ) লবণ
ঘ) মানুষ
উত্তরঃ ক) গমণ/শয়ন
৫৪। কোনটি খাঁটি বাংলা অব্যয় শব্দ?
ক) আর
খ) বহুত
গ) যদি
ঘ) সুতরাং
উত্তরঃ ক) আর
৫৫। কোন কোন পদে পুরুষ আছে?
ক) বিশেষ্য
খ) বিশেষ্য, বিশেষণ
গ) বিশেষণ, অব্যয়
ঘ) বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া
উত্তরঃ ঘ) বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া
৫৬। বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
ক) বাক্য
খ) পদ
গ) সমাস
ঘ) সন্ধি উত্তরঃ খ) পদ
৫৭। বিশেষ্য পদ কত প্রকার?
ক) ছয়
খ) পাঁচ
গ) সাত
ঘ) চার
উত্তরঃ ক) ছয়
৫৮। ‘এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।’ বাক্য কী ধরনের অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক) সংযোজক
খ) বিয়োজক
গ) সংকোচক
ঘ) অনুগামী সমুচ্চয়ী
উত্তরঃ ঘ) অনুগামী সমুচ্চয়ী
৫৯। নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
খ) পদ্মা দীর্ঘতম কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
গ) বাঘের চেয়ে সিংহ বলবান
ঘ) ধীরে ধীরে বায়ু বয়
উত্তরঃ খ) পদ্মা দীর্ঘতম কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
৬০। কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
ক) চলন্ত গাড়ি
খ) করুণাময় তুমি
গ) দ্রুত চল
ঘ) নীল আকাশ
উত্তরঃ গ) দ্রুত চল
৬১। কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক) বাঃ কী সুন্দর পাখি
খ) বেলা যে পড়ে এল
গ) ঝমঝম করে বৃষ্টি নামলো
ঘ) যত গর্জে তত বর্ষে না
উত্তরঃ ক) বাঃ কী সুন্দর পাখি
৬২। সর্বনামের বিশেষণ ব্যবহৃত হয়েছে কোনটি?
ক) করুণাময় তুমি
খ) বলিষ্ঠ মন
গ) চলন্ত গাড়ি
ঘ) গৃহী মানুষ
উত্তরঃ ক) করুণাময় তুমি
৬৩। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
ক) অতি ভক্তি চোরের লক্ষণ
খ) যথা ধর্শ তথা জয়
গ) ওদিকে আর যাব না
ঘ) এত চেষ্টাতেও হলো না
উত্তরঃ খ) যথা ধর্শ তথা জয়
৬৪। নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক) সততা
খ) হিমালয়
গ) গরু
ঘ) শ্রেণি
উত্তরঃ খ) হিমালয়
৬৫। ভাব বিশেষণ কয় প্রকার ?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
উত্তরঃ খ) চার প্রকার
৬৬। দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যজালে আবদ্ধ হয়ে পড়েছে- ‘দুর্ভাগ্যক্রমে’ কোন প্রকারের বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ
ঘ) বিশেষণীয় বিশেষণ
উত্তরঃ খ) বাক্যের বিশেষণ
৬৭। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
ক) বাক্যালংকার অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) অনুসর্গ অব্যয়
উত্তরঃ ঘ। অনুসর্গ অব্যয়
৬৮। কোনটি পরিমাণবাচক বিশেষণ?
ক) মেটে কলসি
খ) হাজার টনী জাহাজ
গ) দক্ষ কারিগর
ঘ) সিকি পথ
উত্তরঃ খ) হাজার টনী জাহাজ
৬৯। যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ ?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) মধ্যম ও নাম পুরুষ
ঘ) নাম পুরুষ
উত্তরঃ ঘ) নাম পুরুষ
৭০। “ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে”- ‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়?
ক) প্রশ্নবোধক
খ) উপসর্গ
গ) অনুকার
ঘ) সম্বোধন বাচক
উত্তরঃ গ) অনুকার
৭১। ব্যতিহারিক সর্বনাম নিচের কোনটি?
ক) যার-তার
খ) নিজে-নিজে
গ) বাড়ি-বাড়ি
ঘ) সমুদয়
উত্তরঃ খ) নিজে-নিজে
৭২। কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন করা হয়?
ক) গুণবাচক
খ) ভাববাচক
গ) সমষ্টিবাচক
ঘ) সংজ্ঞাবাচক
উত্তরঃ ক) গুণবাচক
৭৩। কোনটি বিশেষণের বিশেষণ?
ক) এই আমি আর নই একা
খ) বাতাস ধীরে বইছে
গ) অতিশয় মন্দ কথা
ঘ) মেঘনা বড় নদী
উত্তরঃ গ) অতিশয় মন্দ কথা
৭৪। স্বর্ণময় পাত্র- এ পদটি কোন ধরণের বিশেষণের উদাহরণ?
ক) রূপবাচক
খ) গুণবাচক
গ) অবস্থাবাচক
ঘ) উপাদানবাচক
উত্তরঃ ঘ) উপাদানবাচক
৭৫। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?
ক) নাম বিশেষণ
খ) ভাব বিশেষণ গ
) ক্রিয়া বিশেষণ
ঘ) বিশেষণের বিশেষণ
উত্তরঃ খ) ভাব বিশেষণ
৭৬। ‘তাকেও আসতে বলেছি।’ এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনায়
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) সংযোগ অর্থে
ঘ) হতাশা অর্থে
উত্তরঃ গ) সংযোগ অর্থে
৭৭। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ ‘টাপুর টুপুর’ কোন পদ ? ক) বিশেষ্য
খ) ক্রিয়া
গ) অব্যয়
ঘ) সর্বনাম
উত্তরঃ গ) অব্যয়
৭৮। নীল আকাশ, সবুজ মাঠ এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক) গুণবাচক
খ) রূপবাচক
গ) ভাববাচক
ঘ) অবস্থাবাচক
উত্তরঃ খ) রূপবাচক
৭৯। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদ সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কী বলে?
ক) ক্রিয়ার বিশেষণ
খ) বিশেষ্যের বিশেষণ
গ) নাম বিশেষণ
ঘ) সর্বনামের বিশেষণ
উত্তরঃ গ) নাম বিশেষণ
৮০। নবম শ্রেণি, প্রথমা কন্যা- এখানে ‘নবম’ ও ‘প্রথমা’ কোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক
খ) সমষ্টিবাচক
গ) পরিমাণবাচক
ঘ) সংখ্যাবাচক
উত্তরঃ ক) ক্রমবাচক
৮১। ‘শন শন বায়ূ বয়’ এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি-
ক) অনুসর্গ অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) সমুচ্চয়ী অব্যয় উত্তরঃ গ) অনুকার অব্যয়।
৮২। কন কনে শীত, শন শনে হাওয়া, ধিক ধিকে আগুন- এগুলো কোন জাতীয় বিশেষণ?
ক) তদ্ধিতান্তাজাত
খ) সর্বনামজাত গ) বীষ্পামূলকজাত
ঘ) অনুকার অব্যয়জাত
উত্তরঃ ঘ) অনুকার অব্যয়জাত
৮৩। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ ও অব্যয়ের বিশেষণ- এগুলো কোন বিশেষণের প্রকারভেদ?
ক) ভাব
খ) বিদেশি
গ) ক্রিয়াজাত
ঘ) উপসর্গযুক্ত
উত্তরঃ ক) ভাব
৮৪। ‘ধিক তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’ এ বাক্যে ‘নির্লজ্জ/শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ
ঘ) বিশেষণীয় বিশেষণ
উত্তরঃ গ) অব্যয়ের বিশেষণ
৮৫। পদ কত প্রকার?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
উত্তরঃ গ) পাঁচ প্রকার
৮৬। ‘নিশীথ রাতে বাজছে বাঁশি।’ এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
ক) ক্রিয়া
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ গ) বিশেষণ
৮৭। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
ক) কালো মেঘ
খ) মেটে কলসি
গ) তাজা মাছ
ঘ) ঠান্ডা হাওয়া
উত্তরঃ খ) মেটে কলসি
৮৮। ‘নিশ্চয়ই যাব’- বাক্যের ‘নিশ্চয়ই’ পদটি কোন শ্রেণির অব্যয়?
ক) সমুচ্চয়ী
খ) অনুসর্গ
গ) অনুকার
ঘ) অনন্বয়ী
উত্তরঃ ঘ) অনন্বয়ী
৮৯। কোনটি গুণাবাচক বিশেষ্য?
ক) দর্শন
খ) সৌরভ
গ) লবন
ঘ) ভোজন
উত্তরঃ খ) সৌরভ
৯০। ‘গীতাঞ্জলি’ ‘অগ্নিবীণা’ সোনার তরী’ - এগুলো কোন ধরণের বিশেষ্য পদ?
ক) সংজ্ঞাবাচক
খ) জাতিবাচক
গ) গুণবাচক
ঘ) ভাববাচক
উত্তরঃ ক) সংজ্ঞাবাচক
৯১। “সভ্য পথে থেকে সত্য কথা বল”। - এ বাক্যে ‘সত্য’ কোন পদে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ
ঘ) ভাববাচক বিশেষণ
উত্তরঃ খ) বিশেষণ
৯২। নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
ক) যথা-তথা
খ) অতি-পুনরায়
গ) আবার, ও
ঘ) এবং , কিন্তু উত্তরঃ ক) যথা-তথা
৯৩। মাহমুদ ভালো ছেলে- ‘ভালো’ কোন পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ খ) বিশেষণ
৯৪। অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
ক) এবং, ও, আর
খ) কিংবা, অথাব, নতুবা
গ) যে, যদি, যেন
ঘ) কিন্তু, পরন্তু, অথচ
উত্তরঃ গ) যে, যদি, যেন
৯৫। ছেলে তো নয়, যেন ননীর পুতুল- ‘যেন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রর্থনায়
খ) আদর প্রকাশে
গ) অনুমানে
ঘ) ব্যঙ্গ প্রকাশে
উত্তরঃ ঘ) ব্যঙ্গ প্রকাশে
৯৬। ‘আপনি যা জানেন তা তো ঠিকই বটে।’ বাক্যটিতে অনন্বয়ী অব্যয় কোনটি?
ক) যা
খ) তা
গ) আপনি
ঘ) তো
উত্তরঃ ঘ) তো
৯৭। বিশেষ্যের পরির্বতে যে পদ ব্যবহৃত হয়, তাকে বলে-
ক) নাম বিশেষণ
খ) সর্বনাম পদ
গ) ভাব বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ খ) সর্বনাম পদ
৯৮। অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?
ক) অনুকার অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
ঘ) পদান্বয়ী অব্যয়
উত্তরঃ ঘ) পদান্বয়ী অব্যয়
৯৯। ‘বিশ্বনবি’ কোন ধরণের বিশেষ্য পদ?
ক) সংজ্ঞাবাচক
খ) গুণবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
উত্তরঃ ক) সংজ্ঞাবাচক
১০০। করুণাময় তুমি- এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?
ক) বিশেষ্যের বিশেষণ
খ) বাক্যের বিশেষণ
গ) সর্বনামের বিশেষন
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ গ) সর্বনামের বিশেষন
১০১। অভিযাত্রী, মানুষ, রাজ্য, কোন পদ?
ক) বিশেষ্য পদ
খ) অব্যয় পদ
গ) ক্রিয়া পদ
ঘ) বিশেষণ পদ
উত্তরঃ ক) বিশেষ্য পদ ১০২। ‘আপন ভালো সবাই চায়’- বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
ক) বেশেষণ
খ) বিশেষ্য
গ) সর্বনাম
ঘ) অব্যয়
উত্তরঃ খ) বিশেষ্য
১০৩। কোন বাক্যে বিশেষ্যণের বিশেষণ রয়েছে?
ক) ধীরে চল
খ) সে গুণবান
গ) ঘোড়া খুব দ্রুত চলে
ঘ) মেটে কলসি
উত্তরঃ গ) ঘোড়া খুব দ্রুত চলে
১০৪। কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ?
ক) অতএব, সুতরাং
খ) পুনশ্চ, নিমিত্ত
গ) আলবত
ঘ) হঠাৎ, দৈবৎ
উত্তরঃ গ) আলবত
১০৫। কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ?
ক) রোগা ছেলেটি
খ) সত্তর পৃষ্ঠা
গ) মেটে কলসি
ঘ) কেমন অবস্থা
উত্তরঃ ক) রোগা ছেলেটি
১০৬। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) দর্শন
খ) ভোজন
গ) সমিতি
ঘ) মধুরতা উত্তরঃ
খ) ভোজন
১০৭। “ঝম ঝম বৃষ্টির তুমুল শব্দ” - এই বাক্যটিতে ‘ঝম ঝম’ কী ধরনের অব্যয়?
ক) অনুসর্গ অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ ঘ) সমুচ্চয়ী অব্যয়
১০৮। কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ?
ক) পরে একবার এসো
খ) এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত
গ) ধীরে ধীরে বায়ু বয়
ঘ) রকেট অতি দ্রুত চলে
উত্তরঃ গ) ধীরে ধীরে বায়ু বয়
১০৯। সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়?
ক) কবিতা প্রকাশে
খ) বিনয় প্রকাশে
গ) ভাবভঙ্গি প্রকাশে
ঘ) অভিনন্দন প্রকাশে
উত্তরঃ খ) বিনয় প্রকাশে
১১০। আর, আবার, ও- এগুলো কোন প্রকারের অব্যয় শব্দ?
ক) দেশি অব্যয় শব্দ
খ) সমুচ্চয়ী অব্যয় শব্দ
গ) খাঁটি বাংলা অব্যয় শব্দ
ঘ) অনুকার অব্যয় শব্দ
উত্তরঃ গ) খাঁটি বাংলা অব্যয় শব্দ ১১১। আলবত, বহুত, খুব এগুলো কোন প্রকারের অব্যয় শব্দ?
ক) তৎসম
খ) বাংলা
গ) বিদেশি
ঘ) সংযোজক
উত্তরঃ গ) বিদেশি
১১২। কোন বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ আছে?
ক) হ্যাঁ আমি যাব
খ) আবার যেতে হবে
গ) যথা ধর্ম তথা জয়
ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
উত্তরঃ গ) যথা ধর্ম তথা জয়
১১৩। সুন্দর পুষ্প, সুনীল আকাশ- ‘সুন্দর’ ও ‘সুনীল’ কোন শ্রেণির বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ
খ) বিশেষ্যের বিশেষণ
গ) নাম বিশেষণের বিশেষণ
ঘ) বিশেষণের বিশেষণ
উত্তরঃ খ) বিশেষ্যের বিশেষণ
১১৪। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) অন
খ) আই
গ) আল
ঘ) অন্ত
উত্তরঃ ক) অন
১১৪। ‘ঠিক যেন সেই মুখ।’ বাক্যটিতে ‘ঠিক’ শব্দটি-
ক) ক্রিয়া বিশেষণের বিশেষণ
খ) অব্যয় বিশেষণ
গ) নাম বিশেষণ
ঘ) ভাব বিশেষণ
উত্তরঃ গ) নাম বিশেষণ
১১৫। “হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ - এখানে ‘হে’ অব্যয়টি কোন ধরণের অব্যয়?
ক) অনুকার
খ) সম্বোধনবাচক
গ) সমুচ্চয়ী
ঘ) বাক্যালঙ্কার
উত্তরঃ খ) সম্বোধনবাচক
১১৬। ছি ছি, তুমি এত নীচ! - এ বাক্যে ছি ছি অনুন্বয়ী অব্যয় দ্বারা কী অর্থ প্রকাশ পেয়েছে?
ক) উচ্ছ্বাস
খ) বিরক্তি
গ) ঘৃনা
ঘ) যন্ত্রণা
উত্তরঃ গ) ঘৃনা
১১৭। বেলে মাটি, মেটে কলসি - কোন ধরণের নাম বিশেষণ?
ক) ক্রমবাচক
খ) গুণবাচক
গ) অংশবাচক
ঘ) উপাদান বাচক
উত্তরঃ ঘ) উপাদান বাচক
১১৮। দেখা, শোনা কোন পদ?
ক) ক্রিয়া
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) অব্যয়
উত্তরঃ ক) ক্রিয়া
১১৯। ‘ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে? - এখানে ‘ওগো’ কোন অব্যয় পদ?
ক) সমুচ্চয়ী
খ) অনন্বয়ী
গ) অনুসর্গ
ঘ) অনুকার
উত্তরঃ খ) অনন্বয়ী
১২০। পদ প্রধানথ কত প্রকার ?
ক) পাঁচ
খ) দুই
গ) চার
ঘ) ছয়
উত্তরঃ খ) দুই
১২১। বিদেশি অব্যয় শব্দ কোনটি?
ক) আবার
খ) পুত্রশ্চ
গ) খুব
ঘ) এবং
উত্তরঃ গ) খুব
১২২। ‘ঠান্ডা হওয়া’ কী বাচক বিশেষ্য?
ক) গুণবাচক
খ) নির্দিষ্টতাবাচক
খ) রূপবাচক
ঘ) অবস্থাবাচক
উত্তরঃ ক) গুণবাচক
১২৩। সমুচ্চয়ী অব্যয় কত প্রকার?
ক) পাঁচ প্রকার
খ) চার প্রকার
গ) তিন প্রকার
ঘ) দুই প্রকার
উত্তরঃ গ) তিন প্রকার
১২৪। কোনটি সমাসসিদ্ধ বিশেষণ ?
ক) কবেকার কথা
খ) আচ্ছা মানুষ
গ) নৈতিক বল
ঘ) চৌচালা ঘর
উত্তরঃ ঘ) চৌচালা ঘর
১২৫। বাংলা অব্যয় শব্দ কোনটি?
ক) হঠাৎ
খ) আবার
গ) বরং
ঘ) মাইরি
উত্তরঃ খ) আবার
১২৬। ‘পাথুরে মূর্তি’ - এ পদটি কোন ধরণের বিশেষণের উদাহরণ?
ক) উপাদানবাচক
খ) রূপবাচক
গ) অবস্থাবাচক
ঘ) গুণবাচক
উত্তরঃ ক) উপাদানবাচক
১২৭। ‘পঞ্চায়েত’ কোন পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) ক্রিয়া
উত্তরঃ ক) বিশেষ্য
১২৮। কোনটি বিদেশি অব্যয়?
ক) শাবাশ
খ) বেশ বেশ
গ) কন কন
ঘ) অতএব উত্তরঃ ক) শাবাশ ১২৯। সর্বনাশের বিভক্তিগ্রাহী রূফ কোনটি?
ক) আমার
খ) যাহার
গ) তাহার
ঘ) ইহার উত্তরঃ
ক) আমার
১৩০। সমান্যতহা বুঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
ক) কালো কালো চেহারা
খ) কবি কবি ভাব
গ) রাশি রশি ধান
ঘ) গরম গরম জিলাপি
উত্তরঃ ক) কালো কালো চেহারা
১৩১। আত্মবাচক সর্বনাম পদ কোনটি?
ক) খোদ
খ) আমরা
গ) এরা
ঘ) তারা
উত্তরঃ ঘ) তারা
১৩২। ক্রিয়া বিশেষণের বিশেষণ ব্যবহার হয়েছে কোন বাক্যে?
ক) সামান্য একটু দুধ দাও
খ) ধিক্ তারে শত ধিক্
গ) রকেট অতি দ্রুত চলে
ঘ) ধীরে ধীরে বায়ূ বয়
উত্তরঃ গ) রকেট অতি দ্রুত চলে
১৩৩। ‘তিতাস একটি নদীর নাম।’ - বাক্যে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য?
ক) নামবাচক
খ) জাতিবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
উত্তরঃ খ) জাতিবাচক
১৩৪। কোনটি রূপবাচক বিশেষণ?
ক) সবুজ মাঠ
খ) ঠান্ডা হাওয়া
গ) বেলেমাটি
ঘ) চৌচালা ঘর উত্তরঃ ক) সবুজ মাঠ ১৩৫। তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে- এখানে ‘তাই অব্যয়টি-
ক) সংযোজক অব্যয়
খ) সমুচ্চয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) সংকোচক অব্যয়
উত্তরঃ ক) সংযোজক অব্যয়
১৩৫। ‘বেকার’ কোন জাতীয় বিশেষণ?
ক) উপসর্গযুক্ত
খ) সর্বনামজাত
গ) অব্যয়জাত
ঘ) সমাসসিদ্ধ
উত্তরঃ ঘ) সমাসসিদ্ধ
১৩৬। অথচ, কিন্তু, বরং - এগুলো কোন অব্যয়ের উদাহরণ?
ক) সংযোজক অব্যয়
খ) বিয়োজক অব্যয়
গ) সংকোচন অব্যয়
ঘ) অনুকার অব্যয়
উত্তরঃ খ) বিয়োজক অব্যয়
১৩৭। ‘অগ্নিবীণা’ কোন প্রকারের বিশেষ্য?
ক) জাতিবাচক
খ) ভাববাচক
গ) গুনবাচক
ঘ) সংজ্ঞাবাচক
উত্তরঃ ঘ) সংজ্ঞাবাচক
১৩৮। সর্বনাম পদ কয় প্রকার?
ক) দশ
খ) আট
গ) নয়
ঘ) সাত
উত্তরঃ ক) দশ
১৩৯। অব্যয় পদ কয় প্রকার?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয় উত্তরঃ খ) চার
১৪০। কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম?
ক) যারা-তারা
খ) তোরা
গ) এরা
ঘ) কারা
উত্তরঃ ক) যারা-তারা
১৪১। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ক) ধীরে চলে
খ) সে গুণবান
গ) ঘোড়া খুব দ্রুত চলে
ঘ) মেটে কলসি
উত্তরঃ গ) ঘোড়া খুব দ্রুত চলে
১৪২। কোনটিতে বস্তুবাচকে বিশেষ্য রয়েছে?
ক) সবুজ মাঠ
খ) তাজা মাছ
গ) বেলে মাট
ঘ) অর্ধেক মাছ
উত্তরঃ গ) বেলে মাট
১৪৩। কোন গুচ্ছের সবগুলো ধাতু ‘উঠ্’ আদিগনের অন্তর্ভুক্ত ?
ক) সহ্, কহ্, বস্,
খ) লিখ্, কিন্, বাহ্
গ) কিহ্, ডুব্, লিখ্
ঘ) অর্ধেক পথ্
উত্তরঃ ঘ) অর্ধেক পথ্
১৪৪। কোনগুলো খাঁটি বাংলা শব্দের অতিশায়ন?
ক) ধীরে, ধীরে
খ) হইতে, হতে
গ) কিন্তু, এবং
ঘ) নরম, গরম
উত্তরঃ ক) ধীরে, ধীরে
১৪৫। তৎসম শব্দের অতিশায়নে দু‘য়ের মধ্যে তুলনায় কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) ইস্ট,
খ) ঈয়ান
গ) তম
ঘ) ঈয়স
উত্তরঃ ঘ) ঈয়স
১৪৬। “যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।’’- এখানে ‘তারাই’ কোন পদ?
ক) বিশেষ্য রূপ
খ) বিশেষণ পদ
গ) সর্বনাম পদ
ঘ) অব্যয় পদ
উত্তরঃ খ। বিশেষণ পদ
Share This Post