গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র
গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র
তোমার এলাকায় গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখ। বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, ঢাকা-১২১৫। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্থনামধণ্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় নি¤œলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ
দাসপাড়ায় গ্রন্থাগার চাই
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় দশ হাজার লোক বাস করে। এখানকার অধিকাংশ লোকই শিক্ষিত ও জ্ঞানপিপাসু। এখানে একটি মহাবিদ্যালয় , দুটি মাধ্যমিক বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। জ্ঞানলাভের তৃষ্ণা নিবারণ ও আধুনিক তথ্যবিশ্বে প্রবেশের আকাঙ্খা এ এলাকার প্রায় সকল বয়সের মানুষের মনে বিরাজমান। কি›তু দুঃখজনক হলেও সত্য যে এই গ্রামে কোন গণপাঠাগার নেই। একটি গণপাঠাগারের অভাবে এ গ্রামের লোকজন তাদের ইচ্ছা অনুযায়ী বই ও সাময়িকী পাঠ করতে পারছে না । এ এলাকার ছাত্র-ছাত্রীরা দেশ - বিদেশের বিখ্যাত গ্রন্থাবলি পাঠের কোনো সুযোগ পাচ্ছে না। এ এলাকায় একটি গণপাঠাগার স্থাপন করা হলে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকায় বসবাসকারী চাকরিজীবী , ডাক্তার, শিক্ষক, সাহিত্যনুরাগীসহ সকলেই উপকৃত হবে বলে মনে করি। তাই এ গ্রামের অধিবাসীদের জ্ঞান পিপাসা মিটানোর সুবিধার্থে একটি পাঠাগার স্থাপন করা প্রয়োজন। অতএব, এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে এখানে একটি গণপাঠাগার স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ দাসপাড়া গ্রামবাসীর পক্ষে।
Previus
Next
Share This Post