ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট পত্র 


ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতজ্ঞ থাকব। নিবেদক গাজী শরীফ

ঘূর্ণিদুর্গতদের জন্য সাহায্য চাই

গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় সহসা এক প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার ২০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। একদিকে ২২৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়, অন্যদিকে ১৫-২০ ফুট উচুঁ জলোচ্ছ্বাস । মাত্র ২০ মিনিটে স্থায়ী এ ঘূর্ণিঝড়ের তান্ডবে এলাকার মারাত্মক ক্ষতিসাধিত হয়। এ ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০০ জনের মতো প্রাণ হারিয়েছে, আহত হয়েছে সহস্রাধিক। মানুষের লাশ ও মরা গবাদি পশুর পচা গন্ধ এলাকার চারদিকে ছড়িয়ে পড়ছে। নিহতদের লাশ গণকবর দেওয়া হয়েছে। অধিকংশ ক্ষেত্রেই লাশ সাগরজলে ভেসে গেছে। এ ঘূর্ণিঝড়ে ১০ লাখ টন খাদ্যশস্য বিনষ্ট হয় এবং প্রায় এক লাখ লোকের বাসস্থান, ক্ষেতের ফসল, গবাদি ও পশু, আসবাবপত্র এবং গোলার ধান সম্পূর্ণ ধ্বংস হয়। এ অঞ্চলের গাছপালা ভেঙে যায় এবং প্রায় ৪০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে নিখোঁজ হয়। অনেক লোকের ঘরের চালা উড়ে যায়। তারা আজ খোলা আকাশের নিচে শোচনীয়ভাবে বসবাস করছে। ক্ষুধার তাড়নায় শিশুদের আর্তচিৎকারে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। স্বচক্ষে না দেখলে এ দুঃখ দুর্দশা অনুধাবন করা যাবে না। অনতিবিলম্বে দুর্গতদের জন্য খাদ্য, বস্ত্র ও চিকিৎসা প্রয়োজন। স্থানীয়ভাবে যে সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিবেদক গাজী শরীফ কুতুবদিয়া, কক্সবাজার

বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র
Previus
দাতব্য চিকিৎসালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ সংবাদপত্রে পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম