বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র


বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নিবেদক গাজী শরীফ

মাঝিরগাঁও গ্রামে বিদ্যুৎ চাই

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় আট হাজার লোক বাস করে। এখানকার প্রায় ৫০ ভাগ লোক শিক্ষিত। অধিকাংশই চাকরিজীবী ও ব্যবসায়ী। এ ছাড়াও প্রায় ৫০০ লোক চাকরি নিয়ে বিদেশে আছে। এ গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি ব্যাংক, একটি গভীর নলকুপ, পাচঁটি চালের কল ও একটি বাজার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে , এ গ্রামে কোন বিদ্যুৎ নাই । বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে এবং নলকূপ ও চালের কলগুলো ডিজেলে চালাতে গিয়ে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎতের অভাবে গ্রামবাসী টেলিভিশন, রেডিও প্রভৃতি বিনোদমূলক ব্যবস্থা থেকে বঞ্চিত। তা ছাড়া বিদ্যুৎ না থাকায় চোর-ডাকাতের উপদ্রব বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় এ গ্রামে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। ইতোপূর্বে বিদ্যুৎ সরবরাহের জন্য কয়েকবার কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোনো ফল পায়নি। উল্লেখ্য, পাশের গ্রামের বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। তাই এ গ্রাম পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে বিশেষ খরচ বা অসুবিধা কোনোটাই হবে না। নিবেদক গাজী শরীফ রামগঞ্জ, লক্ষ্মীপুর।

বিশুদ্ধ পানীয় জলের অভাব জানিয়ে সংবাদপত্রে পত্র 
Previus
ঘূর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকা সম্পাদকের নিকট পত্র 
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম