দ্বিরুক্ত শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্ন)
দ্বিরুক্ত শব্দ
১। ‘অনুভূতি’ বোঝাতে কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে?ক) আমি জ্বর বোধ করছি
খ) ভালো ভালো আম নিয়ে এসো
গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
ঘ) ফোঁড়াটা টনটন করছে।
উত্তরঃ ঘ) ফোঁড়াটা টনটন করছে।
২। ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’- কোন অর্থে দ্বিরুক্তি হয়েছে?
ক) বিশেষণ বোঝাতে
খ) ভাবের গভীরতা
গ) বিশেষ্য বোঝাতে
ঘ) পৌনঃপুনিকতা বোঝাতে
উত্তরঃ ক) বিশেষণ বোঝাতে
৩। ‘রাশি রাশি’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক) আধিক্য
খ) সামান্য
গ) তীব্রতা
ঘ) ধারাবাহিকতা
উত্তরঃ ক) আধিক্য
৪। “থেকে থেকে শিশুটি কাঁদছে” - এখানে থেকে থেকে দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
ক) সতর্কতা
খ) ভাবের প্রগাঢ়তা
গ) কালের বিস্তার
ঘ) আধিক্য
উত্তরঃ গ) কালের বিস্তার
৫। ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল’ এখানে “হায় হায়” অব্যয়ের দ্বিরুক্তিতে কী বোঝানো হয়েছে?
ক) ভাবের গভীরতা
খ) অনভূতি
গ) আধিক্য
ঘ) সামান্যতা
উত্তরঃ ক) ভাবের গভীরতা
৬। ভিন্নর্থক শব্দযোগে যুগ্মরীতির দ্বিরুক্তি কোনটি?
ক) বনজঙ্গল
খ) ডালভাত
গ) জন্ম-মৃত্যু
ঘ) ভাতটাত
উত্তরঃ খ) ডালভাত
৭। পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
খ) ভয়ে গা ছম ছম করছে
গ) দেখ দেখ যেও
ঘ) থেকে থেকে শিশুটি কাঁদছে
উত্তরঃ ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
৮। ‘অনুভ্রুতিজাত’ ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক) মিউমিউ
খ) টুপটাপ
গ) সাঁ সাঁ
ঘ) ঝিমঝিম
উত্তরঃ ঘ) ঝিমঝিম
৯। ‘ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে’ এ বাক্যে ঘুমিয়ে ঘুমিয়ে দ্বিরুক্ত শব্দটি কোন পণরূপে ব্যবহৃত হয়েছে?
ক) ক্রিয়া বিশেষণ
খ) ভাব বিশেষণ
গ) বিশেষ্যরূপে
ঘ) বিশেষণরূপে
উত্তরঃ ক) ক্রিয়া বিশেষণ
১০। ধ্বনিব্যঞ্জনা প্রকাশ পেয়েছে কোন বাক্যে?
ক) বারবার সে কামান গর্জে উঠল
খ) ফোঁড়াটা ব্যথায় টনটন করছে
গ) নামিল নভে বাদল ছলছল বেদনায়
ঘ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উত্তরঃ ঘ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
১১। মেয়েটির বকবকানি আর ভালো লাগে না। - এ বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তির কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়াবিশেষণ
ঘ) ক্রিয়া
উত্তরঃ ক) বিশেষ্য
১২। নিচের কোনটি ভিন্নর্থক দ্বিরুক্তি?
ক) চালচলন
খ) অলিগলি
গ) ভাতটাত
ঘ) আদান-প্রদান
উত্তরঃ খ) অলিগলি
১৩। ছোট ছোট ডাল কেটে ফেল। এই বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কী বোঝাচ্ছে?
ক) অবজ্ঞা
খ) তাচ্ছিল্য
গ) ক্ষুদ্রতা
ঘ) আধিক্য
উত্তরঃ ঘ) আধিক্য
১৪। পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে?
ক) বারাবার সে কামান গর্জে উঠল
খ) ভয়ে গা ছমছম করছে
গ) ও দাদা দাদা বলে কাঁদছে
ঘ) দেখে দেখে যেও
উত্তরঃ ক) বারাবার সে কামান গর্জে উঠল
১৫। ‘রবিনের কবি কবি ভাব’ এখানে ‘কবি কবি’ কোন অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক) আধিক্য বোঝাতে
খ) সঠিকতা বোঝাতে
গ) সামান্য বোঝাতে
ঘ) তীব্রত বোঝাতে
উত্তরঃ গ) সামান্য বোঝাতে
১৬। ‘ঝন ঝন’ শব্দটি যে ধরনের দ্বিরুক্তি-
ক) অব্যয়ের
খ) পদাত্মক
গ) ধ্বন্যাত্মক
ঘ) ক্রিয়ার
উত্তরঃ গ) ধ্বন্যাত্মক
১৭। অনুভূতি বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক) ছি ছি, তুমি কী করেছ
খ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গ) ভয়ে গা ছম ছম করছে
ঘ) ঝিরঝির করে বাতাস বইছে
উত্তরঃ গ) ভয়ে গা ছম ছম করছে
১৮। নিচের কোন বাক্যে ক্রিয়াবাচন শব্দের দ্বিরুক্ত হয়েছে?
ক) ফোঁড়াটা টন টন করছে
খ) ছোট ছোট ডাল কেটে ফেল
গ) ফিরে ফিরে চায় ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি
উত্তরঃ ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি
১৯। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’- বাক্যে ‘টাপুর টুপুর কোন ধরণের দ্বিরুক্তি?
ক) অব্যয়ের
খ) ক্রিয়ার
গ) সর্বনামের
ঘ) বিশেষণের
উত্তরঃ ক) অব্যয়ের
২০। “চিক চিক করে বালি কোথা নাই কাদা”- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরুপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্যের বিশেষণ
খ) অব্যয়ের বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ ঘ) ক্রিয়া বিশেষণ
২১। কোনটি যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ?
ক) চুপচাপ খ) ঝিরঝির
গ) উড়–উড়–
ঘ) ছি ছি
উত্তরঃ ক) চুপচাপ
২২। ‘দ্বিরুক্ত’ শব্দের অর্থ কী?
ক) দু‘বার উক্ত
খ) তিনবার উক্ত
গ) চারবার উক্ত
ঘ) পাঁচবার উক্ত
উত্তরঃ ক) দু‘বার উক্ত
২৩। ‘মেয়েটিকে চোখে চোখে রেখ’ এখানে ‘চোখে চোখে’ দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সামান্য
খ) সতর্কতা
গ) কালের বিস্তার
ঘ) ভাবে প্রগাঢ়তা
উত্তরঃ খ) সতর্কতা
২৪। দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে- এ নিয়মের উদাহরণ কোনটি?
ক) ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে
খ) ফোটা ফোটা পানি পড়ছে
গ) আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
ঘ) চোর হাতে নাতে ধরা পড়েছে
উত্তরঃ ক) ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে
২৫। ‘সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক) ভালোমন্দ
খ) তোড়জোড়
গ) ধন-দৌলত
ঘ) আমীন-ফকির
উত্তরঃ গ) ধন-দৌলত
২৬। ‘লাল লাল ফুল’ বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক) ভালোমন্দ
খ) একবচন
গ) ধন-দৌলত
ঘ) ঈষৎ
উত্তরঃ ক) ভালোমন্দ
২৭। নুসরাত গরম গরম হালিম পছন্দ করে- এখানে ‘গরম গরম’ কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
ক) আধিক্য
খ) কল্পনা
গ) সামান্য
ঘ) তীব্রতা
উত্তরঃ ঘ) তীব্রতা
২৮। ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
ক) চোখে চোখে
খ) ঘেউ ঘেউ
গ) কেউ কেউ
ঘ) চুপ চাপ
উত্তরঃ খ) ঘেউ ঘেউ
২৯। ‘রাশি রাশি ধান’ কোনে অর্থে দ্বিরুক্ত ? ক) সামান্য অর্থে
খ) আধিক্য অর্থে
গ) তীব্রতা অর্থে
ঘ) ধারাবাহিকতা অর্থে
উত্তরঃ খ) আধিক্য অর্থে
৩০। নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
ক) টন-টন
খ) ঝম-ঝম
গ) মিট-মিট
ঘ) লেন-দেন
উত্তরঃ খ) ঝম-ঝম
৩১। সামান্যতা বোঝাতে নিচের কোন দ্বিরুক্তটি ব্যবহৃত হয়েছে?
ক) তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ
খ) আমি আজ জ্বর জ্বর বোধ করছি
গ) তার সঙ্গীসাথী কেউ নেই
ঘ) ও দাদা দাদা বলে ডাকছে
উত্তরঃ খ) আমি আজ জ্বর জ্বর বোধ করছি
৩২। আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
ক) জ্বর জ্বর ভাব
খ) শীত শীত লাগছে
গ) ধামা ধামা ধান
ঘ) ঝির ঝির হাওয়া
উত্তরঃ গ) ধামা ধামা ধান
৩৩। “লোকটা হাড়ে হাড়ে বদমায়েশ/শয়তান” এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
ক) সতর্কতা
খ) কালের বিস্তার
গ) আধিক্য
ঘ তীব্রতা
উত্তরঃ গ) আধিক্য
৩৪। ‘বার বার সে কামান গর্জে উঠল।’ এখানে ‘বার বার’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) পৌনঃপুনিকতা
খ) প্রতিধ্বনিত
গ) অনুরনিত
ঘ) ক্ষণস্থায়িত্ব
উত্তরঃ ঘ) ক্ষণস্থায়িত্ব
৩৫। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়
ক) ধ্বন্যত্মক দ্বিরুক্তি
খ) অনুকার দ্বিরুক্তি
গ) পদাত্মক দ্বিরুক্তি
ঘ) বাক্যের দ্বিরুক্তি
উত্তরঃ গ) পদাত্মক দ্বিরুক্তি
৩৬। কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ গ) ক্রিয়া
৩৭।কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ক) দিন দিন
খ) রোজ রোজ
গ) হাতে নাতে
ঘ) শুনশান
উত্তরঃ গ) হাতে নাতে
৩৮। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
খ) পিলসুজে বাতি জ্বলে
গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘ) গা ছমছম করছে
উত্তরঃ গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৯। কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্তি হয়েছে?
ক) কালো কালে চেহারা
খ) তোমার নেই নেই ভাব গেল না
গ) ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে
ঘ) ফোড়াটা টনটন করছে
উত্তরঃ গ) ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে
৪০। কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক?
ক) শনশন/ মিউমিউ
খ) শীতশীত
গ) পড়োপড়ো
ঘ) হাতে নাতে
উত্তরঃ ক) শনশন/ মিউমিউ
৪১। কোন দ্বিরুক্তিটিতে আধিক্য বোঝায়?
ক) ছেলেটিকে চোখে চোখে রেখ
খ) থেকে থেকে শিশুটি কাঁদছে
গ) লোকটি হাড়ে হাড়ে শয়তান
ঘ) ভয়ে ভয়ে এগিয়ে গেলাম
উত্তরঃ গ) লোকটি হাড়ে হাড়ে শয়তান
৪২। কোন দ্বিরুক্তিটি অস্তস্বরের পরবর্তন করে গঠিত হয়েছে?
ক) মারামারি
খ) মিটমাট
গ) ডর-ভয়
ঘ) জারিজুরি
উত্তর ক) মারামারি
৪৩। দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
ক) মারামারি
খ) ছটফট
গ) চুপচাপ
ঘ) চাল-চলন
উত্তরঃ গ) চুপচাপ
৪৪। ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’ এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) সামান্য
খ) আধিক্য
গ) আতিশণ্য
ঘ) ধারাবাহিকতা
উত্তরঃ ক) সামান্য
৪৫। কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্তি?
ক) হেসে হেসে
খ) কাকে কাকে
গ) ভাইয়ে ভাইয়ে
ঘ) ভালোয় ভালোয়
উত্তরঃ ঘ) ভালোয় ভালোয়
৪৬। কোন দ্বিরুক্তিটি অব্যয় বাচক?
ক) উড়– উড়–
খ) কেউ কেউ
গ) নেই নেই
ঘ) মিটির মিটির
উত্তরঃ ঘ) মিটির মিটির
৪৭। ‘ডেকে ডেকে হয়রান হয়েছি।’ কোন পদের দ্বিরুক্তি?
ক) অব্যয়
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া
উত্তরঃ ঘ) ক্রিয়া
৪৮। কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
ক) ভালোভালো
খ) দোন-পাওনা
গ) মনে মনে
ঘ) মিটির মিটির
উত্তরঃ খ) দোন-পাওনা
৪৯। ‘ছোট ছোট ডাল কেটে ফেল’ বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?
ক) আধিক্য
খ) সামান্যতা
গ) তীব্রতা
ঘ) বিশেষ্য
উত্তরঃ ক) আধিক্য
৫০। ‘ডালভাত’ কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
ক) সমার্থক
খ) মিলনার্থক
গ) বিপরীতার্থক
ঘ) ভিন্নার্থক
উত্তরঃ ঘ) ভিন্নার্থক
৫১। দ্বিরুক্তি নির্ণয়ে কোনটি ঠিক? ক) ‘আবার আবার নেই কামান গর্জন’ ভাবের গভীরতা
খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির- ধ্বনির ব্যঞ্জনা
গ) কাদা কাদা মাঠ- সামান্য
ঘ) লোকটি হাড়ে হাড়ে শয়তান- সতর্কতা
উত্তরঃ গ) কাদা কাদা মাঠ- সামান্য
৫২। কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তরূপে ব্যবহার হয়েছে?
ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খ) শিশুটি ধীরে ধীরে যায়
গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
ঘ) চিকমিক করে বালি
উত্তরঃ গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
৫৩। “তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ’- বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করছে?
ক) আগ্রহ
খ) সামান্যতা
গ) ভাবের গভীরতা
ঘ) ধারাবাহিকতা
উত্তরঃ ঘ) ধারাবাহিকতা
৫৪। যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আধিস্বর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে?
ক) ডালভাত, তালাচাবি, অলিগলি
খ) চুপচাপ, মিটমিট, জারিজুরি
গ) মারামারি, হাতাহাতি, সরাসরি
ঘ) চালচলন, রীতিনীতি, বনজঙ্গল
উত্তরঃ খ) চুপচাপ, মিটমিট, জারিজুরি
৫৫। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি?
ক) যায় যায়
খ) কে কে
গ) উঁচায় নিচায়
ঘ) ঢং ঢং উত্তরঃ
ঘ) ঢং ঢং
৫৬। কোনটি বস্তুর ধ্বনির অনুকার ?
ক) ঠা ঠা
খ) ট্যা ট্যা
গ) হু হু
ঘ) হি হি
উত্তরঃ
গ) হু হু
৫৭। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
ক) জন্ম-মৃত্যু
খ) বনজঙ্গল
গ) হাতাহাতি
ঘ) ডালভাত
উত্তরঃ ঘ) ডালভাত
৫৮। “আমার জ্বর জ্বর লাগছে।” কোন শব্দের উদাহরণ?
ক) দ্বিরুক্ত শব্দ
খ) দেশি শব্দ
গ) তদ্ভব শব্দ
ঘ) তৎসব শব্দ
উত্তরঃ ক) দ্বিরুক্ত শব্দ
৫৯। সামান্যতা বোঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
ক) কালো কালো চেহারা
খ) কবি কবি ভাব
গ) রাশি রাশি ধন
ঘ) গরম গরম জিলাপি
উত্তরঃ খ) কবি কবি ভাব
৬০। তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল- এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে?
ক) ভাবের গভীরতা
খ) অনুভূতি
গ) আধিক্য
ঘ) সামান্যতা
উত্তরঃ ক) ভাবের গভীরতা
৬১। যুগ্নরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক) হাতে-হাতে
খ) ভয়ে ভয়ে
গ) রীতি-নীতি/টুপটাপ/চুপচাপ ঘ) চাল-চলন
উত্তরঃ গ) রীতি-নীতি/টুপটাপ/চুপচাপ
৬২। ভিন্নর্থক শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে?
ক) চালচলন
খ) ছটফট
গ) বনজঙ্গল
ঘ) আসা যাওয়া
উত্তরঃ ঘ) আসা যাওয়া
৬৩। ‘দেখেছ তার কবি কবি ভাব।’ এ বাক্যে কী বোঝাতে দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে?
ক) আধিক্য
খ) আগ্রহ
গ) সঠিকতা
ঘ) সামান্যতা
উত্তরঃ ঘ) সামান্যতা
৬৪। অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে?
ক) আমি জ্বর জ্বর বোধ করছি
খ) ভালো ভালো আম নিয়ে এস
গ) দেখতে দেখতে আকাশ কাল হয়ে গলে
ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
উত্তরঃ ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
৬৫। নিচের কোন বাক্যে দ্বিরুক্ত শব্দ ভাবের গভীরতা প্রকাশ করেছে?
ক) গরম গরম জিলাপি নিয়ে এস
খ) ছিঃ ছিঃ তুমি কি করেছ
গ) রোগী দেখছি যায় যায় অবস্থা
ঘ) ভয়ে গা ছমছম করছে
উত্তরঃ খ) ছিঃ ছিঃ তুমি কি করেছ
৬৬। দ্বিরুক্তি নির্ণয়ে কোনটি সঠিক?
ক) বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলছে-ভাবের গভীরতা
খ) নামির নভে বাদল ছলছল বেদনায়-বিশেষ্য
গ) চিকচিক করে বালি কোথা নাহি কাদা- ক্রিয়া
ঘ) থেকে থেকে শিশুট কাঁদছে-কালের বিস্তার
উত্তরঃ ঘ) থেকে থেকে শিশুট কাঁদছে-কালের বিস্তার
৬৭। ভাবের গভীরতা বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক) ছি ছি. তুমি কী করেছ?
খ) ঝির ঝির করে বাতাস বইছে
গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
ঘ) বারবার কামান গর্জে উঠল
উত্তরঃ ক) ছি ছি. তুমি কী করেছ?
৬৮। কোনটি ধ্বন্যত্মক দ্বিরুক্তি?
ক) ঝিকিমিকি
খ) মারামারি
গ) ছটফট
ঘ) চালচলন
উত্তরঃ ক) ঝিকিমিকি
৬৯। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি ঘটেছে?
ক) কাকে কাকে
খ) যার যার
গ) কেমন কেমন
ঘ) হেসে হেসে
উত্তরঃ ঘ) হেসে হেসে
Previus
Next
Share This Post