সংখ্যাবাচক শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্ন)


সংখ্যাবাচক শব্দ

১। দ্বিতীয় লোকটিকে ডাক’ – এ বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা ?

ক) ক্রমবাচক

খ) তারিখবাচক

গ) গণনাবাচক

ঘ) অঙ্কবাচক

উত্তরঃ ক) ক্রমবাচক


২। ‘ঊনবিংশ শব্দটি কোন ধারণের সংখ্যাবাচক শব্দ?

ক) অঙ্ক

খ) গণনা

গ) তারিখ

ঘ) পূরণ

উত্তরঃ ঘ) পূরণ

৩। ‘সপ্তাহ’ কোন ধরণের শব্দ ?

ক) অঙ্ক বাচক

খ) তারিখ বাচক

গ) পরিমাণ বাচক

ঘ) পূরণ বাচক

উত্তরঃ গ) পরিমাণ বাচক

৪। নিচের কোনটি তারিখ বাচক শব্দ?

ক) চার

খ) দ্বাদশ

গ) চৌদ্দ

ঘ) একুশে

উত্তরঃ ঘ) একুশে

৫। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?

ক) আরবি

খ) ফারসি

গ) হিন্দি

ঘ) বাংলা

উত্তরঃ গ) হিন্দি

৬। এক এককের চার ভাগের এক ভাগকে বলা হয়-

ক) চৌঠা

খ) তেহাই

গ) আধা

ঘ) পৌনে

উত্তরঃ ক) চৌঠা

৭) ‘একবিংশ’ কোন জাতীয় শব্দ ?

ক) অঙ্ক বা সংখ্যা বাচক

খ) গণনা বাচক

গ) পূরণ বাচক

ঘ) তারিখ বাচক

উত্তরঃ গ) পূরণ বাচক

৮। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?

ক) দশই

খ) একুশে

গ) তেইশে

ঘ) তেসরা

উত্তরঃ ঘ) তেসরা

৯। কোনটি ক্রমবাচক সংখ্যা ?

ক) নবম

খ) সাত

গ) ৫

ঘ) চৌঠা

উত্তরঃ ক) নবম

১০। হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?

ক) দশই

খ) তেইশে

গ) একুশে

ঘ) চৌঠা

উত্তরঃ ঘ) চৌঠা

১১) একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে বলে-

ক) পরিমাণবাচক সংখ্যা

খ) অঙ্কবাচক সংখ্যা

গ) পূরণবাচক সংখ্যা

ঘ) তারিখবাচক সংখ্যা

উত্তরঃ ক) পরিমাণবাচক সংখ্যা

১২। ‘সপ্তাহ’ শব্দটি কোন ধরণের সংখ্যাবাচক শব্দ ?

ক) অঙ্কবাচক

খ) গণনাবাচক

গ) ক্রমবাচক

ঘ) তারিখবাচক

উত্তরঃ খ) গণনাবাচক

১৩। নিচের কোনটিপ ক্রমবাচক সংখ্যা ?

ক) পহেলা

খ) আট

গ) পনেরই

ঘ) অষ্টম

উত্তরঃ ঘ) অষ্টম

১৪। নিচের কোনটি ন্যুনতাজ্ঞাপক সংখ্যাবাচক শব্দ?

ক) তেহাই

খ) সওয়া

গ) দেড়

ঘ) আড়াই

উত্তরঃ ক) তেহাই

১৫। এক কথায় .. কে পরবর্তী সংখ্যা কী বলা হয়?

ক) পোয়া

খ) পৌনে

গ) সিকি

ঘ) সাড়ে

উত্তরঃ খ) পৌনে

১৬। ‘একুশে ফেব্রুয়ারি’- এখানে তারিখ বাচক শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে?

ক) বাংলার

খ) হিন্দির

গ) সংস্কৃতের

ঘ) আরবির

উত্তরঃ ক) বাংলার

১৭। ‘নবম’ শব্দটি কোন ধরণের সংখ্যাবাচক শব্দ ?

ক) অঙ্ক

খ) গণনা

গ) তারিখ

ঘ) পূরণ

উত্তরঃ ঘ) পূরণ

১৮। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার ?

ক) চার প্রকার

খ) তিন প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) দুই প্রকার

উত্তরঃ ক) চার প্রকার 

১৯। ক্রমবাচক সংখ্যা কোনটি?

ক) ষোড়শ/চর্তুদশ/দ্বাদশ

খ) পনেরই

গ) উনিশ

ঘ) ১৮



উত্তরঃ ক) ষোড়শ/চর্তুদশ/দ্বাদশ

২০। ক্রমবাচক শব্দ কোনটি?

ক) তিন

খ) দ্বাদশ

গ) পনেরই

ঘ) দোসরা

উত্তরঃ খ) দ্বাদশ

২১। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?

ক) পাঁচই

খ) ছয়

গ) সপ্তম/নবম/দ্বাদশ/পঞ্চদশ

ঘ) আট

উত্তরঃ গ) সপ্তম/নবম/দ্বাদশ/পঞ্চদশ

২২। কোন পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?

ক) দেড়

খ) আড়াই

গ) সাড়ে

ঘ) সপাদ

উত্তরঃ গ) সাড়ে

২৩। দোসরা তারিখবাচক সংখ্যাটি কোন বিশেষ নিয়মে সাধিত হয়েছে?

ক) হিন্দি নিয়মে

খ) র্ফাসি নিয়মে

গ) আরবি নিয়মে

ঘ) উর্দু নিয়মে

উত্তরঃ ক) হিন্দি নিয়মে

২৫। সংখ্যা গণনার মূল একক কী?

ক) শূন্য

খ) এক

গ) এক + এক

ঘ) একগুণ

উত্তরঃ খ) এক

২৫। তারিখবাচক সংখ্যা কোনটি ?

ক্য ১৫

খ) পঞ্চাদশ

গ) পঞ্চম

ঘ) পনেরই

উত্তরঃ ঘ) পনেরই

২৬। দশম কী বাচক শব্দ?

ক) সংখ্যাবাচক

খ) গণনাবাচক

গ) পূরণবাচক

ঘ) তারিখবাচক

উত্তরঃ গ) পূরণবাচক

২৭। তের-এর ক্রমবাচক শব্দ কোনটি?

ক) ১৩

খ) ত্রয়োদশ

গ) তের

ঘ) তেরই

উত্তরঃ খ) ত্রয়োদশ ২৮। ‘একাদশ’ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?

ক) অঙ্কবাচক

খ) পরিমাণ বা গণনাবাচক

গ) ক্রমবাচক

ঘ) তারিখবাচক

উত্তরঃ গ) ক্রমবাচক

২৯। কোনটি গণনাবাচক শব্দ ?

ক) বার

খ) দ্বাদশ

গ) ১২

ঘ) বারই

উত্তরঃ ক) বার

৩০। নিচের কোনটি তারিখবাচক সংখ্যা?

ক) প্রথম

খ) এগার

গ) পহেলা/দোসরা

ঘ) পনের

উত্তরঃ গ) পহেলা/দোসরা

বচন (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
Previus
দ্বিরুক্ত শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্ন)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম