বচন (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
বচন
১। ‘বচন’ অর্থ কী?ক) সংখ্যা ধারনা
খ) গণনার ধারনা
গ) ক্রমের ধারনা
ঘ) পরিমানের ধারনা
উত্তরঃ ক) সংখ্যা ধারনা।
২। ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে?
ক) নিকর
খ) নিচয়
গ) দাম
ঘ) রাশি
উত্তরঃ ক) নিকর
৩। কোন দুটি পদের বচনভেদ হয়?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) সর্বনাম ও ক্রিয়া
গ) বিশেষ্য ও সর্বনাম
ঘ) ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ গ) বিশেষ্য ও সর্বনাম।
৪। কিসের ভেলে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক) বচনভেদে
খ) পুরুষভেদে
গ) অর্থভেদে
ঘ) প্রয়োগভেদে
উত্তরঃ ক) বচনভেদে।
৫। কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ কোনটি?
ক) ফুল খ) মালা/রাজি/গুচ্ছ/পুঞ্জ
গ) সমাজ
ঘ) মন্ডলী
উত্তরঃ খ) মালা/রাজি/গুচ্ছ/পুঞ্জ।
৬। ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
ক) সাহেবান খ) সাহেবকুল
গ) সাহেবমন্ডলী
ঘ) সাহেবসমূহ
উত্তরঃ ক) সাহেবান।
৭। উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলি?
ক) বৃন্দ, মন্ডলী, বর্গ
খ) কুল, সকুল
গ) মালা, রাজি
ঘ) গুলা, রা
উত্তরঃ ক) বৃন্দ, মন্ডলী, বর্গ
৮। কোন বহুবচনবোধক শব্দটি জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) নিকর
খ) দাম
গ) পাল/যূথ ঘ) মালা
উত্তরঃ গ) পাল/যূথ।
৯। প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
ক) গণ, বর্গ
খ) বৃন্দ, মন্ডলী
গ) কুল, সমূহ
ঘ) রা,এরা
উত্তরঃ গ) কুল, সমূহ।
১০। কবিতা শব্দের বহুবচন-
ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ
উত্তরঃ ক) কবিতাগুচ্ছ।
১১। বিনয় প্রকাশে উত্তম পুরুষের একবচনে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক) দীন খ) আমার
গ) মম
ঘ) মোদের
উত্তরঃ ক) দীন।
১২। বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি?
ক) এটাই করিমদের বাড়ি
খ) সিংহ বনে থাকে
গ) লাল লাল ফুল
ঘ) লোকটি অঢেল সম্পত্তির মালিক
উত্তরঃ ক) এটাই করিমদের বাড়ি।
১৩। কেবল জন্তুর বহুবচনে কোনটি ব্যবহৃত হয়?
ক) বৃন্দ
খ) যূথ
গ) দাম
ঘ) পুঞ্জ
উত্তরঃ খ) যূথ।
১৪। প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক) আবলি
খ) সকল
গ) গুচ্ছ
ঘ) বৃন্দ
উত্তরঃ খ) সকল।
১৫। ‘দাম’ বহুবচনবাচক শব্দাংশটি কোন শব্দের সঙ্গে মানানসই?
ক) তারা
খ) বৃষ্টি
গ) সাগর
ঘ) শৈবাল
উত্তরঃ ঘ) শৈবাল
১৬। কোনটিতে বহুবচনের ব্যবহার সঠিক হয়নি?
ক) কমলনিকর
খ) কুসুমনিচয়
গ) বুজুর্গবৃন্দ
ঘ) কুসুমদাম
উত্তরঃ গ) বুজুর্গবৃন্দ।
১৭। কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক) মাতৃকুল
খ) জলরাজি
গ) মনুষবৃন্দ
ঘ) পক্ষীবৃন্দ
উত্তরঃ ক) মাতৃকুল।
১৮। কোন শব্দটি সংশ্লিষ্ট শব্দের পূর্বে বসে বহুবচনের অর্থ প্রকাশ করে?
ক) বা
খ) পুঞ্জ
গ) বহু
ঘ) মালা
উত্তরঃ গ) বহু।
১৯। কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
খ) লাল লাল ফুল
গ) সকলে সব জানে না
ঘ) বাগানে ফুল ফুটছে
উত্তরঃ গ) সকলে সব জানে না।
২০। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) মানুষেরা মরণশীল
খ) সকল মানু্েযষরাই মরণশীল
গ) সব মানুষেরাই মরণশীল
ঘ) সকল মানুষগণ মরণশীল
উত্তরঃ ক) মানুষেরা মরণশীল।
২১। “হাঁড়ি হাঁড়ি সন্দেশ” এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
ক) বিশেষ্য ও বিশেধ্য
খ) বিশেষণ ও বিশেষণ
গ) বিশেষ্য ও বিশেষণ
ঘ) বিশেষণ ও ক্রিয়া
উত্তরঃ গ) বিশেষ্য ও বিশেষণ
২২। বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি?
ক) লাল লাল ফুল
খ) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
গ) সিংহ বনে থাকে
ঘ) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে
উত্তরঃ খ) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না।
২৩। ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক) তৎসম
খ) পরিভাষিক
গ) অর্ধ-তৎসম
ঘ) বিদেশি
উত্তরঃ খ) পরিভাষিক।
২৪। কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) ফুল
খ) দাম
গ) বৃন্দ
ঘ) গুচ্ছ
উত্তরঃ
গ) বৃন্দ।
২৫। কোনটি একবচনের উদাহরণ?
ক) মানুষ মরণশীল
খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে
ঘ) বনে বাঘ থাকে
উত্তরঃ খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন।
২৬। বহুবছন করতে কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) সকল
খ) রাজি
গ) আবলি
ঘ) মালা
উত্তরঃ ক) সকল।
২৭। ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক) রাশি
খ) রাজি
গ) গণ
ঘ) গুলো
উত্তরঃ ঘ) গুলো।
২৮। “শৈবাল” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মাননসই?
ক) নিকর
খ) মালা
গ) দাম
ঘ) রাজি
উত্তরঃ গ) দাম ২৯। বচনবাচক শব্দের আগে কী বসে?
ক) গোটা
খ) খানা
গ) টুকু
ঘ) পাটি
উত্তরঃ ক) গোটা।
৩০। ‘কুসুম’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) বর্গ
খ) নিচয়
গ) মালা
ঘ) রাজি
উত্তরঃ খ) নিচয়।
৩১। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) বৃন্দ
খ) কুল
গ) বর্গ
ঘ) দাম
উত্তরঃ খ) কুল।
৩২। কোনটি প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) বর্গ
খ) নিচয়
গ) নিকর
ঘ) কুল
উত্তরঃ ঘ) কুল
৩৩। নিচের কোন শব্দটির সাথে ‘মন্ডলী’ ব্যবহৃত হয়?
ক) পাখি
খ) বৃক্ষ
গ) শিক্ষক
ঘ) পর্বত উত্তরঃ
গ) শিক্ষক।
৩৪। প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক) মেঘমালা
খ) গল্পগুচ্ছ
গ) রচনাবলি
ঘ) শিক্ষকবৃন্দ
উত্তরঃ ঘ) শিক্ষকবৃন্দ
৩৫। কোন বহুবচনগুলো সঠিক?
ক) তরুরাজি, পুষ্পদাম
খ) মানুষগন, মানুষবৃন্দ
গ) সভ্যসকল, সভ্যসমূহ
ঘ) ছাত্রীমন্ডলী, শিক্ষকবর্গ
উত্তরঃ ক) তরুরাজি, পুষ্পদাম।
৩৬। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক) বহুবচনর
খ) একবচন্
গ) সন্ধি
ঘ) লিঙ্গ
উত্তরঃ ক) বহুবচনর।
৩৭। ‘বৃন্দ’ এর সঠিক প্রয়োগ হবে কোনটি?
ক) পক্ষী
খ) টাকা
গ) শিক্ষক
ঘ) পর্বত
উত্তরঃ গ) শিক্ষক।
৩৮। কোন বহুবাচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) কুল, সমূহ, বৃন্দ, সকল, মালা,
খ) বর্গ, বৃন্দ, মালা, কুল, রাশি
গ) কুল, নিচয়, সকল, দাম, বর্গ
ঘ) আবলি, পুঞ্জ, রাশি, দাম, নিকর
উত্তরঃ ঘ) আবলি, পুঞ্জ, রাশি, দাম, নিকর।
৩৯। নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে?
ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
খ) বাগানে ফুল ফুটেছে
গ) অঢেল টাকা পয়সা
ঘ) অজস্র
উত্তরঃ ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
৪০। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারনা প্রকাশের উপায়কে বচন বলে?
ক) বিশেষ্য এবং সর্বনাম
খ) সর্বনাম এবং ক্রিয়া
গ) বিশেষ্য এবং বিশেষণ
ঘ) সর্বনাম এবং বিশেষণ
উত্তরঃ ক) বিশেষ্য এবং সর্বনাম।
৪১। কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক) মনুষ্যযূথ
খ) পক্ষীরূপ
গ) জলরাজি
ঘ) মাতৃরূপ
উত্তরঃ ঘ) মাতৃরূপ।
৪২। কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
ক) অজস্র লোক
খ) লাল লাল ফুল
গ) দেখে দেখে যাও
ঘ) বাগানে ফুল ফুটেছে
উত্তরঃ খ) লাল লাল ফুল।
৪৩। কোনটি একবচন বোঝায়?
ক) লোকে বলে
খ) মাঠে মাঠে ধান
গ) শুনবে যদি গল্পটি
ঘ) পাখি সব করে রব
উত্তরঃ গ) শুনবে যদি গল্পটি।
৪৪। কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বাগানে ফুল ফুটেছে
খ) মানুষ মরণশীল
গ) আকাশে চাঁদ উঠেছে
ঘ) বনে বাঘ আছে
উত্তরঃ গ) আকাশে চাঁদ উঠেছে।
৪৫। পর্বত শব্দের বহুবচন
ক) পর্বতগুচ্ছ
খ) পর্বতমালা
গ) পর্বতপুঞ্জ
ঘ) পর্বতসমূপ
উত্তরঃ খ) পর্বতমালা।
৪৬। কোনটি সঠিক বহুবচন ?
ক) হস্তিযূথ, মন্ত্রিবর্গ
খ) মন্ত্রিসকল
গ) তারকাবৃন্দ
ঘ) কবিতারাজি
উত্তরঃ ক) হস্তিযূথ, মন্ত্রিবর্গ।
৪৭। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক) হিন্দি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা উত্তরঃ গ) সংস্কৃত।
৪৮। ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) প্রাণিবাচক
খ) সমষ্টিবাচক
গ) ইতর প্রাণিবাচক
ঘ) প্রাণি ও অপ্রাণিবাচক
উত্তরঃ ঘ) প্রাণি ও অপ্রাণিবাচক।
৪৯। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) বিভক্তিযোগে
খ) বিশেষ নিয়মে
গ) দ্বিত্ব প্রয়োগে
ঘ) প্রত্যয়যোগে
উত্তরঃ খ) বিশেষ নিয়মে
৫০। ‘হস্তি’ এর বহুবচন কী?
ক) হস্তিরা
খ) হস্তির পাল
গ) হস্তিরগল
ঘ) হস্তিযূথ
উত্তরঃ ঘ) হস্তিযূথ।
৫১। প্রাণিবাচক ও অপ্রাণিভবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
ক) কুল, সকল, সব, বর্গ
খ) কুল, সকল, সব, সমূহ
গ) সকল, সব, গণ, বৃন্দ
ঘ) গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ
উত্তরঃ খ) কুল, সকল, সব, সমূহ।
৫২। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক) একবচন
খ) সন্ধি
গ) লিঙ্গ
ঘ) বহুবচন
উত্তরঃ ঘ) বহুবচন।
৫৩। কোনটিতে বহুবচনের ব্যবহার সঠিক হয়নি?
ক) কমলনিকর
খ) কুসুমনিচয়
গ) বুজুর্গবৃন্দ
ঘ) কুসুমদাম
উত্তরঃ গ) বুজুর্গবৃন্দ
Share This Post