পদাশ্রিত নির্দেশক (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
পদাশ্রিত নির্দেশক
১। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?ক) উৎকৃষ্ট
খ) সুনির্দিষ্ট
গ) নির্দিষ্ট
ঘ) অস্পষ্ট
উত্তরঃ খ) সুনির্দিষ্ট।
২। ‘ন্যাকািিমটা এখন রাখ’ একানে ‘পদাশ্রিত নির্দেশক’ কী অর্থে ব্যবহৃত ?
ক) নিরর্থকতা
খ) বাহুল্যভাব
গ) অনির্দিষ্টতা
ঘ) নির্দিষ্টতা
উত্তরঃ ক) নিরর্থকতা।
৩। নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
ক) সেইটেই আমার প্রিয় কলম
খ) গোটা দেশই ছারখার হয়ে গেছে
গ) সবটুকু ওষুধই খেয়ে ফেলো
ঘ) ন্যাকামিটা এখন রাখ
উত্তরঃ ঘ) ন্যাকামিটা এখন রাখ।
৪। কবিতায় নির্দিষ্টার্থে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
ক) গোটা
খ) পাটি
গ) খানা
ঘ) খানি
উত্তরঃ ঘ) খানি।
৫। নিচের কোনটিকে অনির্দিষ্টতা বোঝাতে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়েছে?
ক) সবটুকু ঔষধ খেয়ে ফেল
খ) ন্যাকামিটা এখন রাখ
গ) ওটি যেন কার তৈরি
ঘ) গোয়াটাক দুধ দাও
উত্তরঃ ঘ) গোয়াটাক দুধ দাও।
৬। নির্দিষ্টতা বোঝাতে নিচের কোনটি পদাশ্রিত নির্দিশক?
ক) একখানা বই কেনে নিও
খ) গোটাদুই কমলালেবু আছে
গ) পোয়াটাক দুধ দাও
ঘ) সবটুকু দুধই খেয়ে ফেল
উত্তরঃ ঘ) সবটুকু দুধই খেয়ে ফেল।
৭। কেতা, তা পাটি বসে-
ক) নির্দিষ্ট অর্থে
খ) নিরথ্র্ক অর্থে
গ) বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে
ঘ) সুনির্দিষ্ট অর্থে
উত্তরঃ ঘ) সুনির্দিষ্ট অর্থে।
৮। ওটি যেন কার তৈরি” এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
ক) নির্দিষ্টতা
খ) অনির্দিষ্টতা
গ) বিশিষ্টতা
ঘ) সুনির্দিষ্টতা
উত্তরঃ ঘ) সুনির্দিষ্টতা
৯। কোন বাক্যে পদা্িযশ্রত নির্দেশক আছে?
ক) দশ তা কাগজ দাও
খ) কাক উড়ে
গ) গাছ নড়ে
ঘ) পাতা উড়ে
উত্তরঃ ক) দশ তা কাগজ দাও।
১০। “আমি অভগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি।” এ বাক্যে খানি পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়েছে-
ক) অনির্দিষ্ট অর্থে
খ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
গ) নিরর্থক অর্থে
ঘ) নির্দিষ্ট অর্থে
উত্তরঃ খ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে।
১১। কিসের ভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?
ক) অর্থভেদে
খ) লিঙ্গভেদে
গ) বচনভেদে
ঘ) কারকভেদে
উত্তরঃ গ) বচনভেদে।
১২। বচনবাচক শব্দটি আগে বসে কোনটি?
ক) গোটা
খ) খানা
গ) খানি
ঘ) টা
উত্তরঃ ক) গোটা।
১৩। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
ক) গোটা
খ) টুকু
গ) পাটি
ঘ) গাছা
উত্তরঃ গ) পাটি।
১৪। যে প্রত্যয় পদের পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?
ক) সংখ্যা খ) পদাশ্রিত নির্দেশক
গ) লিঙ্গ ঘ) উপসর্গ
উত্তরঃ খ) পদাশ্রিত নির্দেশক।
১৫। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়-
ক) A কে
খ) An কে
গ) The কে
ঘ) An ও The কে
উত্তরঃ গ) The কে।
১৬। ‘নির্দিষ্টতা’ বোঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
ক) এক
খ) গোটা
গ) টাক
ঘ) টি
উত্তরঃ ঘ) টি।
১৭। ‘ন্যাকামিটা এখন রাখ’ বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
ক) নিরর্থকতা
খ) সার্থকতা
গ) স্বার্থকতা
ঘ) ভিন্নর্থকতা
উত্তরঃ ক) নিরর্থকতা।
১৮। ‘ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা’ এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক) ছুঁয়ো না
খ) ওটি
গ) লজ্জাবতী
ঘ) লতা
উত্তরঃ খ) ওটি।
১৯। এক, একজ যে, গোটা-ইত্যাদি শব্দ আগে বসে কী প্রকাশ করে?
ক) নির্দিষ্টতা
খ) অনির্দিষ্টতা
গ) বিশেষ অর্থ
ঘ) বিশেষ অর্থ নির্দিষ্টতা
উত্তরঃ খ) অনির্দিষ্টতা।
২০। অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?
ক) গোটা দুই কমলা আছে
খ) দু‘খানা কম্বল দরকার
গ) সবটুকু ঔষুধই খেয়ে ফেল
ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম
উত্তরঃ ক) গোটা দুই কমলা আছে।
২১। ‘এক যে ছিল রাজা’ – এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অনির্দিষ্টতা
খ) নির্দিষ্টতা
গ) নিরর্থকতা
ঘ) সার্থকতা
উত্তরঃ ক) অনির্দিষ্টতা।
২২। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
ক) কেতা
খ) টো
গ) গাছি
ঘ) গুলিন
উত্তরঃ খ) টো। ২৩। এক এর সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক) নির্দিষ্টতা
খ) অনির্দিষ্টতা
গ) পরিমাণ
ঘ) সংখ্যা
উত্তরঃ খ) অনির্দিষ্টতা।
২৪। পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
ক) টুকু/টুকুম
খ) টা
গ) গুলো
ঘ) এক
উত্তরঃ ক) টুকু/টুকুম।
২৫। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’- এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করছে?
ক) নিরর্থক ভাব
খ) অনির্দিষ্টতা
গ) নির্দিষ্টতা
ঘ) সামান্যতা
উত্তরঃ ক) নিরর্থক ভাব।
২৬। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?
ক) ন্যকামিটা এখন রাখ
খ) দশ তা কাগজ দাও
গ) এক যে ছিল রাজা
ঘ) দশটি বছর
উত্তরঃ খ) দশ তা কাগজ দাও।
২৭। পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে?
ক) প্রথমে
খ) মাঝে
গ) শেষে
ঘ) কোথাও না
উত্তরঃ গ) শেষে।
২৮। ‘সেইটেই ছিল আমার প্রিয় কলম’- বাক্যে ‘টেই’ পদাশ্রিত নির্দেশক কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অনির্দিষ্টতা
খ) সুনির্দিষ্টতা
গ) নিরর্থকতা
ঘ) সার্থকতা
উত্তরঃ খ) সুনির্দিষ্টতা।
২৯। ছেলেটা অঙ্কে কাঁচা- এ বাক্যে ‘টা’ কী প্রকাশ করছে?
ক) সমার্থক
খ) নিরর্থকতা
গ) নির্দিষ্টতা
ঘ) অনির্দিষ্টতা
উত্তরঃ গ) নির্দিষ্টতা।
৩০। পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কোনটি?
ক) অনন্বয়ী অব্যয়
খ) পদাশ্রিত অব্যয়
গ) পাদন্বয়ী অব্যয় ঘ) সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ খ) পদাশ্রিত অব্যয়।
৩১। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
ক) কেতা, তা, পাটি
খ) গোটা, টা
গ) খানা, টুকু
ঘ) গুলো, গুলি
উত্তরঃ ক) কেতা, তা, পাটি।
৩২। ‘এক’ ব্যতীত অন্য কোনো সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক) নির্দিষ্টতা খ) অনির্দিষ্টতা
গ) সুনির্দিষ্টতা
ঘ) সংখ্যা
উত্তরঃ ক) নির্দিষ্টতা।
৩৩। তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
ক) নিরর্থকভাবে
খ) অনির্দিষ্টতা জ্ঞাপনে
ক) নির্দিষ্টতা জ্ঞাপনে
গ) দ্ব্যর্থকতা জ্ঞাপনে
উত্তরঃ ক) নির্দিষ্টতা জ্ঞাপনে।
৩৪। নিরর্থকতা পদাশ্রিত নির্দেশক টা, টি-এর ব্যবহার কোনটি?
ক) তিনটি টাকা দাও
খ) এটা নয় ওটা আন
গ) এইটাই ছিল প্রিয় বই
ঘ) সারাটি বিকাল বসে আছি
উত্তরঃ ঘ) সারাটি বিকাল বসে আছি।
৩৫। টা, টি খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
ক) একবচনে
খ) বহুবচনে
গ) উভয় বচনে
ঘ) স্বল্পতার্থে
উত্তরঃ ক) একবচনে। ৩৬। ‘পোয়াটাক দুধ খাও’ এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক) নির্দিষ্টতা
খ) সুনির্দিষ্টতা
গ) অনির্দিষ্টতা
ঘ) নিরর্থকতা
উত্তরঃ গ) অনির্দিষ্টতা।
Share This Post