ধ্বনির পরিবর্তন - গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম-দশম শ্রেণি ও এসএসসি
ধ্বনির পরিবর্তন- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
১। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলা হয়?ক) ধ্বনি বিপর্যয়
খ) স্বরসঙ্গতি
গ) বিষমীভবন
ঘ) অপিনিহিতি উত্তরঃ গ) বিষমীভবন
২। পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার আ উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) অসমীকরণ
খ) অপিনিহিতিগ) স্বরসঙ্গতি
ঘ) সমীভবন
উত্তরঃ খ) অপিনিহিতি
৩। বিষমীভবনের উদাহারণ কোনটি?
ক) গ্রাম › গেরাম
খ) বিলাতি › বিলিতি
গ) পাকা › পাক্কা ঘ) লাল › নাল
উত্তরঃ খ) অপিনিহিতি
৪। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
ক) অন্তর্হতি
খ) স্বরলোপ
গ) অভিশ্রুতি
ঘ) বিষমীভবন
উত্তরঃ ক) অন্তর্হতি
৫। স্বরভক্তির অপর নাম কী ?
ক) অন্ত্যস্বরাগম
খ) অপিনিহিতি
গ) অভিশ্রুতি
ঘ) বিপ্রকর্ষ
উত্তরঃ ঘ) বিপ্রকর্ষ
৬। পাক্ক > পাক্কা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদহরণ?
ক) স্বরসঙ্গতি
খ) স্বরলোপ
গ) ব্যঞ্জনবিকৃতি
ঘ) দ্বিত ব্যঞ্জনৎ
উত্তরঃ ঘ) দ্বিত ব্যঞ্জনৎ
৭। জানালা > জানলা এটি কিসের উদাহারণ ?
ক) সমীভবন
খ) অসমীকরণ
গ) স্বরসংগতি
ঘ) সম্প্রকর্ষ
উত্তরঃ ঘ) সম্প্রকর্ষ
৮। কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ ?
ক) ফাগুন
খ) সক্কাল
গ) ধোপা
ঘ) শরীল
উত্তরঃ গ) ধোপা
৯। টপ + টপ > টপাটপ এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন ?
ক) অপিনিহিতি
খ) অসমীকরণ
গ) বিষমীভবন
ঘ) সমীভবন
উত্তরঃ খ) অসমীকরণ
১০। ‘বাকস্ > বাস্ক ’ ধ্বনি পরিবর্তনের কোন সূত্র অনুযায়ী হয়েছে ?
ক) আদি স্বরাগম
খ) প্রগত সমীভবন
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) বিষমীভবন
উত্তরঃ গ) ধ্বনি বিপর্যয়
১১। অপিনিহিতি এর উদাহরণ কোনটি?
ক) স্কুল › ইস্কুল
খ) সত্য › সত্যি
গ) রত্ন › রতন
ঘ) আজি ›আইজ
উত্তরঃ ঘ) আজি ›আইজ
১২। কোনটি অসমীকরণের উদাহরণ ?
ক) টপ + টপ › টপাটপ
খ) কাঁদনা › কান্না
গ) শুনিয়া › শুনে
ঘ) বদ্ + জাত › বজ্জাত
উত্তরঃ ক) টপ + টপ › টপাটপ
১৩। কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
ক) পক্ক › পক্ক, পদ্মা › পদ্দ
খ) পাকা › পাক্কা, সকাল › সক্কাল
গ) জন্ম › জম্ম, কাঁদনা › কান্না
ঘ) রাঁধনা › রান্না, গৃহিণী › গিন্নী
উত্তরঃ খ) পাকা › পাক্কা, সকাল › সক্কাল
১৪। অন্তর্হতির উদাহরণ নিচের কোনটি ?
ক) রিকসা-রিসকা
খ) ফলাহার-ফলার
গ) কবাট-কপাট
ঘ) বিলাতি-বিলিতি
উত্তরঃ খ) ফলাহার-ফলার
১৫। কোনটি ব্যঞ্জনচুত্যির উদাহরণ ?
ক) আলাহিদা › আলাদা
খ) তর্ক › তক্ক
গ) মেঝ কাকা › মেঝকা
ঘ) অলাবু › লাবু
উত্তরঃ গ) মেঝ কাকা › মেঝকা
১৬। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ ?
ক) টপাটপ
খ) বিলিতি
গ) দিশি
ঘ) রাইখ্যা উত্তরঃ ঘ) রাইখ্যা
১৭। আদিস্বর অনুযায়ী অস্ত্যস্বর পরিবর্তিত হলে, তাকে কী বলে?
ক) প্রগত সমীভবন
খ) পরাগত সমীভবন গ) প্রগত স্বরসঙ্গতি
ঘ) পরাগত স্বরসঙ্গতি
উত্তরঃ গ) প্রগত স্বরসঙ্গতি
১৮। ‘পিশাচ > পিশাচ’ কিসের উদাহরণ?
ক) অপিনিহিতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) সম্প্রকর্ষ
ঘ) অভিশ্রুতি
উত্তরঃ খ) ধ্বনি বিপর্যয়
১৯। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
ক) লাল › নাল
খ) শুনিয়া › শুনে
গ) লাফ › ফাল
ঘ) ফাল্গুন › ফাগুন
উত্তরঃ গ) লাফ › ফাল ২০। নিচের কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক) পিশাচ › পিচাশ খ) ক্লিপ › কিলিপ
গ) ফাল্গুন › ফাগুন ঘ) কবাট › কপাট
উত্তরঃ গ) ফাল্গুন › ফাগুন
২১। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে, তাকে কী বলে ?
ক) স্বরলোপ
খ) সমীকরণ
গ) অন্তঃস্বরলোপ
ঘ) স্বরসঙ্গতি
উত্তরঃ ঘ) স্বরসঙ্গতি
২২। কোনটি সম্প্রকর্ষের উদাহরণ ?
ক) জানালা › জানলা
খ) রত্ন › রতন
গ) বউদিদি › বউদি
ঘ) শরীর › শরীল
উত্তরঃ ক) জানালা › জানলা
২৩। আজি › আইজ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
ক) অপিনিহিতি
খ) মধ্যস্বরাগম
গ) স্বরসঙ্গতি
ঘ) অন্ত্য স্বরাগম
উত্তরঃ ক) অপিনিহিতি
২৪। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, তাকে কী বলে?
ক) সমীভবন
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) পরাগত উত্তরঃ গ) ধ্বনি বিপর্যয়
২৫। কোনটি স্বরাগমের উদাহরণ?
ক) পিরীতি
খ) বিলিতি
গ) বসতি
ঘ) উড়নি
উত্তরঃ ক) পিরীতি ২৬। ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি?
ক) মুড়া › মুড়ে
খ) বাক্স › বাস্ক
গ) মোজা › মুজো
ঘ) দেশি › দিশি
উত্তরঃ ক) পিরীতি ২৭। বিষমীভবন এর উআহরণ কোনটি?
ক) আজি › আজ
খ) বিলাতি ›বিলিতি
গ) শরীর › শরীল
ঘ) লাফ › ফাল
উত্তরঃ গ) শরীর › শরীল
২৮। শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কী বলে ?
ক) সমীভবন
খ) অসমীকরণ
গ) মধ্যস্বর লোপ
ঘ) পরাগত সমীভবন
উত্তরঃ ক) সমীভবন
২৯। ‘রিকসা > রিস্কা ’ কিসের উদাহরণ ?
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) বিষমীভবন
ঘ) বিপ্রকর্ষ
উত্তরঃ খ) ধ্বনি বিপর্যয়
৩০। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষে উদাহরণ ? ক) স্বপ্ন › স্বপন
খ) সত্য › সইত্য
গ) বিলাত › বিলিতি
ঘ) সত্য › সত্যি
উত্তরঃ ক) স্বপ্ন › স্বপন
৩১। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) স্বরসঙ্গতি
ঘ) সম্প্রকর্ষ
উত্তরঃ ঘ) সম্প্রকর্ষ
৩২। ‘লগ্ন › লগগ’ কোন সমীভবন?
ক) প্রগত
খ) পরাগত
গ) মধ্যগত
ঘ) অন্যোন্য
উত্তরঃ ক) প্রগত
৩৩। কোনটি স্বরভক্তির উদাহরণ?
ক) বিলিতি
খ) পিরীতি
গ) বসতি
ঘ) জানালা
উত্তরঃ খ) পিরীতি
৩৪। বিপ্রকর্ষের অপর নাম কী ?
ক) অসমীকরণ
খ) বিষমীকরণ
গ) মধ্য স্বরাগম
ঘ) সমীভবন
উত্তরঃ গ) মধ্য স্বরাগম
৩৫। কবাট › কপাট, ধোবা › ধোপা কিসের উদাহরণ ?
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) অভিশ্রুতি
ঘ) ব্যঞ্জনচ্যুতি উত্তরঃ
ক) ব্যঞ্জন বিকৃতি
৩৬। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ ?
ক) দেশি › দিশি
খ) ধ্বনি বিপর্যয়
গ) অভিশ্রুতি
ঘ) ব্যঞ্জনচ্যুতি
উত্তরঃ খ) ধ্বনি বিপর্যয়
৩৭। কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ ?
ক) রত্ন › রতন
খ) স্কুল › ইস্কুল
গ) দিশ্ › দিশা
ঘ) আজি › আইজ
উত্তরঃ ক) রত্ন › রতন ৩৮। ‘বউদিদি’ › বউদি’ কিসের উদাহরণ?
ক) সমীভবন
খ) অন্তর্হতি
গ) অভিশ্রুতি ঘ) ব্যঞ্জনচ্যুতি
উত্তরঃ ঘ) ব্যঞ্জনচ্যুতি
Previus
Next
Share This Post