ধ্বনি ও বর্ণপ্রকরণ -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর, নবম ,দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী
বাংলা ভাষার ধ্বনি ও বর্ণপ্রকরণ
বাংলা ভাষার ধ্বনি ও বর্ণপ্রকরণ থেকে মোট ১২৮ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হল। প্রাকটিস করঃ-১। ভাষার মূল উপাদান কী ?
ক) শব্দ
খ) ধ্বনি
গ) অক্ষর
ঘ) বাক্য
উত্তরঃ খ) ধ্বনি ২। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক) এগারটি
খ) পঁচিশটি
গ) উনচল্লিশটি
ঘ) পঞ্চাশটি
উত্তরঃ খ) পঁচিশটি
৩। কোন স্রবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অথবা কোনটির বিকৃত উচ্চারণ হয় না?
ক) অ
খ) আ
গ) ই
ঘ) এ
উত্তরঃ ক) অ
৪। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবহরে উচ্চারণে মূল উপকারিতা হলো-
ক) জিহবা ও ওষ্ঠ
খ) দন্ত ও ওষ্ঠ
গ) জিহবা ও কন্ঠ
ঘ) জিহবা ও তাল
উত্তরঃ ক) জিহবা ও ওষ্ঠ
৫। ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে ?
ক) ধ্বনি
খ) বর্ণ
গ) অক্ষর
ঘ) কার
উত্তরঃ খ) বর্ণ
৬। শ, ষ, স, হ-এ বর্ণগুলোকে বলা হয়-
ক) অঘোষ ধ্বনি
খ) ঘোষ ধ্বনি
গ) অল্পপ্রাণ ধ্বনি
ঘ) উম্মধ্বনি
উত্তরঃ ঘ) উম্মধ্বনি
৭। কোনগুলো অনুনাসিক বর্ণ ?
ক) ক, খ, চ, ছ
খ) গ, ঘ, জ, ঝ
গ) ঙ, ঞ, ণ, ন
ঘ) ট, ঠ, থ, ফ
উত্তরঃ গ) ঙ, ঞ, ণ, ন
৮। শ, ষ, স, হ- এ চারটি বর্ণকে কী বলে?
ক) স্পর্শবর্ণ
খ) উম্মবর্ণ
গ) দন্ত্যবর্ণ
ঘ) ওষ্ঠবর্ণ
উত্তরঃ খ) উম্মবর্ণ
৯। বিসর্গ ( ঃ )
এর উচ্চারণ কেমন ?
ক) ঘোষ
খ) অঘোষ
গ) দীর্ঘ
ঘ) হ্রস্ব উত্তরঃ
খ) অঘোষ
১০। নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
ক) ঙ, ঞ, ন
খ) ং, ঃ, ঁ
গ) শ, ষ, স
ঘ) র, ড়, ঢ়
উত্তরঃ খ) ং, ঃ, ঁ
১১। ক-বগীয় দ্বনির উচ্চারণ স্থান কোনটি ?
ক) পশ্চাৎ দন্তমূল খ)অগ্রতালু
গ) জিহবামূল
ঘ) অগ্র দন্তমূল
উত্তরঃ গ) জিহবামূল
১২। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি ?
ক) সাতটি
খ) নয়টি
গ) দশটি
ঘ) এগারটি
উত্তরঃ ঘ) এগারটি
১৩। ‘কম্পনজাত’ ধ্বনির উদাহারণ কোনটি?
ক) ল
খ) র
গ) ড়
ঘ) ঢ়
উত্তরঃ খ) র
১৪। পরাশ্রয়ী বর্ণ কয়টি ?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর ঃ খ) র
১৫। ‘ক্ষ’ সংযুক্ত বর্ণটি বিশ্লেষিত রূপ কোনটি সঠিক ?
ক) ষ্ + ক
খ) খ + ষ
গ) ক + ষ
ঘ) ক + খ
উত্তরঃ খ) খ + ষ
১৬।‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক) শেষে
খ) মধ্যে
গ) আদিতে
ঘ) আদি- অন্তে
উত্তরঃ গ) আদিতে
১৭। বাংলা বর্ণমালায় ফলা কয়টি ?
ক) পাঁচটি
খ) আটটি
গ) দশটি
ঘ) এগারটি
উত্তরঃ ক) পাঁচটি
১৮। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক) কার
খ) ফলা
গ) মাত্রা
ঘ) কৃষি
উত্তর খ) ফলা
১৯। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ?
ক) ৭ টি
খ) ৮ টি
গ) ১০ টি
ঘ) ৯ টি
উত্তরঃ গ) ১০ টি
২০। বাংলা ভাষার যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ২৪টি
ঘ) ২৫টি
উত্তর ঃ ক) ২টি
২১। ধ্বনি নির্দেশক চিহৃকে কী বলে ?
ক) অক্ষর
খ) ফলা
গ) বর্ণ
ঘ) কার
উত্তরঃ গ) বর্ণ
২২।কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অর্গ্রদন্তমূল ?
ক) ন, ল, স
খ) শ, ষ, ঝ
গ) য, র, ঢ়
ঘ) ম, ব, প
উত্তর ঃ ক) ন, ল, স
২৩। অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্যবর্ণ কোনটি?
ক) ট খ) ব গ) ফ ঘ) ধ
উত্তরঃ গ) ফ
২৪। কোন ধ্বনি উচ্চারণে জিহবা সাধারণত শায়িত থাকে?
ক) ‘অ’ ধ্বনি
খ) ‘আ’ ধ্বনি
গ) ‘ই’ ধ্বনি
ঘ) ‘উ’ ধ্বনি
উত্তরঃ খ) ‘আ’ ধ্বনি
২৫। বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ এবং ঘোষধ্বনি ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ ঘ) চতুর্থ
২৬। বাক্প্রত্যঙ্গজাত ধ্বনির একককে কী বলে ?
ক) ধ্বনিমূল
খ) শব্দ
গ) পদ
ঘ) ধাতু
উত্তরঃ ক) ধ্বনিমূল
২৭। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলে ও উচ্চারণের পার্থক্যের জন্য-
ক) অর্থের তারতম্য ঘটে
খ) অর্থ বোধগম্য হয় না
গ) অর্থের তারতম্য ঘটে না
ঘ) অর্থ সম্পুণ বদলে যায়।
উত্তরঃ গ) অর্থের তারতম্য ঘটে না
২৮। কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি কোনটি ?
ক) অ
খ) আ
গ) এ
ঘ) অ্যা
উত্তরঃ খ) আ
২৯। র-কোন ধ্বনি?
ক) কম্পনজাত
খ) শিস
গ) তাড়নাজাত
ঘ) স্পর্শ
উত্তরঃ ক) কম্পনজাত
৩০। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক) ষ + ণ = ষ্ণ
খ) ঙ + ণ = ঙ্গ
গ) ন + ড = ন্ড
ঘ) জ + ঞ = ঞ্জ
উত্তরঃ ক) ষ + ণ = ষ্ণ
৩১। হ-বর্ণে দ্যোতিত ধ্বনিটি কন্ঠনালিতে উৎপন্ন হয় বলে এটিকে বলা হয়-
ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
খ) জিহবামূলীয় ঘোষ ধ্বনি
গ) উম্ম ঘোষধ্বনি
ঘ) কন্ঠমূলীয় অঘোষ ধ্বনি
উত্তরঃ গ) উম্ম ঘোষধ্বনি
৩২। কোন বর্ণগুলো স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না ?
ক) এ, ঐ, ঔ
খ) শ, ষ, স
গ) ং, ঃ,
ঘ) য, র, ড়
উত্তরঃ গ) ং, ঃ
৩৩। উচ্চারণ বৈশিষ্ট অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তরঃ ক) দুই ৩৪। বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে কী হয় ?
ক) মূর্ধন্য শিশ
খ) দন্ত শিশ
গ) ঘোষ মহাপ্রাণ
ঘ) তালব্য শিশ
উত্তরঃ ঘ) তালব্য শিশ
৩৫। সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হলে কোন স্বর হয় ?
ক) মৌলিক স্বর
খ) যৌগিক স্বর
গ) তাড়নাজাত স্বর
ঘ) নাসিক্য স্বর ।
উত্তরঃ খ) যৌগিক স্বর
৩৬। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো----------
ক) অঘোষ ধ্বনি
খ) ঘোষধ্বনি
গ) অল্পধ্বনি
ঘ) মহাপ্রাণ ধ্বনি
উত্তরঃ ঘ) মহাপ্রাণ ধ্বনি
৩৭। পদের অন্ত্যে ‘এ’ ধ্বনির উচ্চারণ কী রূপ হয়?
ক) সংবৃত খ) বিবৃত গ) হ্রস্ব ঘ) দীর্ঘ
উত্তরঃ ক) সংবৃত
৩৮। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি ?
ক) ত
খ) ব
গ) দ
ঘ) ভ
উত্তরঃ খ) ব
৩৯। উচ্চারণের দিক দিয়ে নি¤œবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি ?
ক) ও
খ) উ
গ) ঐ
ঘ) অ
উত্তরঃ ঘ) অ
৪০। ত, থ, ধ- এর উচ্চারণ স্থান কোনটি ?
ক) অগ্রতালু
খ) অগ্রদন্তমূল
গ) জিহবামূল
ঘ) পশ্চাৎ দন্তমূল
উত্তরঃ ক) অগ্রতালু
৪১। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি ?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি
উত্তরঃ গ) ১০টি
৪২। ‘হ’ কোন ধরনের ধ্বনি ?
ক) অল্পপ্রাণ
খ) অঘোষ
গ) ঘোষ মহাপ্রাণ
ঘ) অঘোষ ধ্বনি
উত্তরঃ গ) ঘোষ মহাপ্রাণ
৪৩। ‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক) সংবৃত
খ) বিবৃত
গ) হ্রস্ব
ঘ) দীর্ঘ
উত্তরঃ ক) সংবৃত
৪৪। কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহবার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
ক) ন
খ) ম
গ) স
ঘ) ল
উত্তরঃ ঘ) ল
৪৫। কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ?
ক) শ
খ) ষ
গ) স
ঘ) হ
উত্তরঃ খ। ষ
৪৬। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষতম মৌলিক অংশ বা এককে কী বলা হয় ?
ক) ভাষা
খ) ধ্বনি
গ) ধ্বনি
ঘ) শব্দ
উত্তরঃ খ) ধ্বনি
৪৭। ‘ব্রাহ্মণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত ?
ক) হ্ + ম
খ) হ্ + ন
গ) ক্ + ষ
ঘ) ক্ + ম
উত্তরঃ ক।
৪৮। কোন ধ্বনির উচ্চারণে সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক) অঘোষ
খ) ঘোষ
গ) অল্পপ্রাণ
ঘ) মহাপ্রাণ
উত্তরঃ ঘ) মহাপ্রাণ
৪৯। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী ?
ক) ই এবং উ
খ) অ এবং এ
গ) আ এবং ও
ঘ) ঐ এবং ঔ
উত্তরঃ ঘ) ঐ এবং ঔ
৫০। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কিসের দুটো বর্ণ কী কী ?
ক) অর্থের
খ) কালের
গ) ভাবের
ঘ) সর্বনামের
উত্তরঃ ঘ) সর্বনামের
৫১। নিচের কোন শব্দটি ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে ?
ক) মেঘ খ) খেলা গ) পথে ঘ) তেনা
উত্তরঃ ক) মেঘ
৫২। ‘চ’ বর্গীয় আগে ‘ঞ’ থাকলে, এর উচ্চারণ বৈশিষ্ট্য কী রকম থাকে?
ক) সহজ হয়
খ) বজায় থাকে
গ) হারিয়ে যায়
ঘ) জীবন্ত থাকে
উত্তরঃ খ) বজায় থাকে
৫৩। যুগ্ন স্বরধ্বনির প্রতীক কী কী ?
ক) এ এবং ঐ
খ) ও এবং ঔ
গ) ই এবং ঈ
ঘ) ঐ এবং ঔ
উত্তরঃ ঘ) ঐ এবং ঔ।
৫৪। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহারণ?
ক) শাপলা খ) শিউলি
গ) শেফালি
ঘ) গোলাপ
উত্তরঃ খ) শিউলি
৫৫। যে কোনো ভাষার ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক) বর্ণ
খ )বর্ণমালা
গ) ব্যঞ্জনবর্ণ
ঘ) স্বরবর্ণ
উত্তরঃ খ। বর্ণমালা
৫৬। কে প্রথম বাংলা লিপি তৈরী করেন?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রাজা রামমোহন রায়
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) পঞ্চানন কর্মকার
উত্তরঃ ঘ) পঞ্চানন কর্মকার ।
৫৭। ‘ঝঞ্ঝা’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক) ঞ্ + চ
খ) ঝ্ + ঞ
গ) ঞ্ + ঝ
ঘ) চ্ + ঞ
উত্তরঃ গ) ঞ্ + ঝ ।
৫৮। ক থেকে ম পযর্ন্ত ২৫ টি বর্নকে একত্রে কী বলে ?
ক) ঘোষ ধ্বনি
খ) স্পর্শধ্বনি
গ) অল্পধ্বনি
ঘ) উম্ম বর্ণ
উত্তরঃ খ) স্পর্শধ্বনি ।
৫৯। বাংলায় কোন ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না ?
ক) ঈ
খ) ঊ
গ) উ
ঘ) ঋ
উত্তরঃ ঘ) ঋ ।
৬০। স্পর্শ বর্ণ মোট কয়টি ?
ক) বিশটি
খ) পঁচিশটি
গ) ত্রিশটি
ঘ) ঊনচল্লিশ
উত্তরঃ খ) পঁচিশটি ।
৬১। বাংলা ব্যঞ্জনবর্ণে কোন স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক) অ খ) ঋ
গ) ই
ঘ) ও
উত্তরঃ খ) ঋ।
৬২। নিচের কোন দুটো যৌগিক স্বরধ্বনি ?
ক) অ, আ
খ) এ, ও
গ) ই, উ
ঘ) ঐ, ঔ
উত্তরঃ ঘ) ঐ, ঔ।
৬৩। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো ?
ক) ই, ঈ
খ) উ, ঊ
গ) ই, ঋ
ঘ) উ, ঋ
উত্তরঃ ক) ই, ঈ ।
৬৪। শ, ষ, স, হ-এ চারটি উম্ম বা শিশ ধ্বনির মধ্যে ব্যতিক্রম কোনটি ?
ক) শ খ) ষ
গ) হ ঘ) স
উত্তরঃ গ) হ । ৬৫। ‘জ’ এর উচ্চারণ স্থান কোনটি?
ক) কন্ঠ
খ) তালু
গ) ওষ্ঠ
ঘ) দন্ত
উত্তরঃ খ) তালু ।
৬৬। বাংলায় কার কয়টি ?
ক) সাতটি
খ) আটটি
গ) নয়টি
ঘ) দশটি
উত্তরঃ খ) আটটি
৬৭। পরবতী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক) সংবৃত
খ) বিবৃত
গ) স্বাভাবিক
ঘ) অবিবৃত
উত্তরঃ ক) সংবৃত
৬৮। বাংলা বর্ণমালায় কয়টি মৌলিক স্বরধ্বনি রয়েছে?
ক) পাঁচটি
খ) ছয়টি
গ) সাতটি
ঘ) এগারটি
উত্তরঃ গ) সাতটি
৬৯। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয় ?
ক) চ-বর্গ
খ) ট-বর্গ
গ) ত-বর্গ
ঘ) ক-বর্গ স
উত্তরঃ খ) ট-বর্গ
৭০। কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহারণ?
ক) ঙ, ঞ, ব, স
খ) ঙ, ঞ, ণ, ন, ম
গ) ট, ন, ম, ং
ঘ) ঞ, চ, ঙ, ণ, য়
উত্তরঃ খ) ঙ, ঞ, ণ, ন, ম
৭১। কোন শব্দের ‘অ’ ধ্বনির উচ্চারণ সংবৃত ?
ক) কলম
খ) নোলক
গ) তৃণ
ঘ) অতি
উত্তরঃ ঘ) অতি
৭২। কোন শব্দটির আদি ‘এ’ এর উচ্চারণ বিবৃত ?
ক) হেন
খ) পথে
গ) প্রেম
ঘ) দেহ
উত্তরঃ ক) হেন
৭৩। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক) ৩১, ৯, ১০
খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১২
ঘ) ৩২, ৮, ১০
উত্তরঃ ঘ) ৩২, ৮, ১০
৭৪। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক) ঘোষ ধ্বনি
খ) অঘোষ ধ্বনি
গ) মহাপ্রাণ ধ্বনি
ঘ) অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ ক) ঘোষ ধ্বনি
৭৫। নিচের কোনটির আদি ‘অ’ ধ্বনি সংবৃত ?
ক) অরুণ
খ) অজগর
গ) অসময়
ঘ) অনাহার
উত্তরঃ ক) অরুণ
৭৬। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক ?
ক) ঙ + গ =ঙ্গ
খ) হ + ণ = হৃ
গ) জ + ঞ = জ্ঞ
ঘ) ক + ষ = ক্ষ
উত্তরঃ ঘ) ক + ষ = ক্ষ
৭৭। কোন গুলো স্পর্শধ্বনি ?
ক) ‘অ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ) ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ) ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ) ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ) ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
৭৮। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
ক) সম্মুখ ধ্বনি
খ) পশ্চাৎ ধ্বনি
গ) স্বরধ্বনি
ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি
উত্তরঃ ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি
৭৯। নিচের কোন শব্দটিতে ‘অ’ এর উচ্চারণ সংবৃত হয়েছে?
ক) অমল
খ) অনেক
গ) অটল
ঘ) অতুল
উত্তরঃ ঘ) অতুল
৮০। ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক) ঘোষধ্বনি
খ) শিশধ্বনি
গ) কম্পনজাত ধ্বনি
ঘ) তাড়নজাত ধ্বনি।
উত্তরঃ ঘ) তাড়নজাত ধ্বনি।
৮১। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? ক) ক, খ, গ
খ) চ, ছ, ঝ
গ) ট, ঠ, ড
ঘ) প, ফ, ব
উত্তরঃ খ) চ, ছ, ঝ
৮২। উচ্চারণ স্থান অনুসারে ট বগীয় ধ্বনিসমূহের নাম কী ?
ক) কন্ঠধ্বনি
খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি
ঘ) দন্ত্যধ্বনি
উত্তরঃ ক) কন্ঠধ্বনি
৮৩। কোন শব্দে ব্যঞ্জনগুলোতে যুক্তরূপে আছে?
ক) স্পর্শ
খ) পওন
গ) রাষ্ট্র
ঘ) ইত্যাদি
উত্তরঃ খ) পওন
৮৪। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৭ টি।
উত্তরঃ খ) ৪ টি
৮৫। কোনটি কম্পনজাত ধ্বনি ?
ক) র
খ) ড়
গ) গ
ঘ) ণ
উত্তরঃ গ) গ
৮৬। সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল?
ক) শ, ষ, স
খ) র, ড়, ঢ়
গ) ন, ণ, ল
ঘ) স, ষ, হ
উত্তরঃ গ) ন, ণ, ল
৮৭। ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হলো-
ক) অগ্রতালু
খ) জিহবামূল
গ) পশ্চাৎ দন্তমূল
ঘ) অগ্র দন্তমূল
উত্তরঃ গ) পশ্চাৎ দন্তমূল
৮৮। যে ধ্বনি উচ্চারণে সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
ক) ঘাষ ধ্বনি
খ) অঘোষ
গ) উম্মধ্বনি
ঘ) পার্শ¦ধ্বনি
উত্তরঃ গ) উম্মধ্বনি
৮৯। কোন চারটি বর্ণকে উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে ?
ক) ক, চ, ট, ত
খ) খ, ছ, ঠ, থ
গ) শ, ষ, স, হ
ঘ) গ, ঘ, ঙ, চ
উত্তরঃ ক) ক, চ, ট, ত
৯০। কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?
ক) কে
খ) বেলুন
গ) কেশব
ঘ) দেওর
উত্তরঃ ঘ) দেওর
৯১। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক) ঐ
খ) ঋ
গ) ঈ
ঘ) অ
উত্তরঃ ক) ঐ ৯২। কোনটি স্বরবর্ণের উদাহারণ ?
ক) উদ্ধার
খ) পরিচ্ছদ
গ) অতীত
ঘ) পুরষ্কার
উত্তরঃ গ) অতীত
৯৩। ‘সঞ্চয়’ শব্দের যুক্ত বর্ণের বর্নগুলো কী কী ?
ক) চ, ঞ খ) ঞ, জ
গ) ঞ, চ
ঘ) ঞ, ছ
উত্তরঃ গ) ঞ, চ
৯৪। বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি ?
ক) ঊনচল্লিশ খ) এগারোটি
গ) চল্লিশটি
ঘ) পঞ্চাশটি
উত্তরঃ ঘ) পঞ্চাশটি
৯৫। কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই?
ক) আ
খ) অ
গ) ই
ঘ) এ্যা
উত্তরঃ ঘ) এ্যা
৯৬। বাংলা ভাষার অক্ষরযুক্ত / যৌগিক স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক) এগারটি
খ) পঁচিশটি
গ) চল্লিশটি
ঘ) পঞ্চাশটি
উত্তরঃখ) পঁচিশটি
ক) এগারটি
খ) পঁচিশটি
গ) চল্লিশটি
ঘ) পঞ্চাশটি
উত্তরঃ খ) পঁচিশটি
৯৭। ঢ, ড়, ঢ়-এ তিনটির উচ্চারণ স্থান কোনটি?
ক) ওষ্ঠ্য
খ) পশ্চাৎ দন্তমূল
গ) অগ্রতালু
ঘ) অগ্রদন্ত মূল
উত্তরঃ খ) পশ্চাৎ দন্তমূল
৯৮। ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়?
ক) ‘অ’ ধ্বনি
খ) স্বরধ্বনি
গ) হস্ চিহৃ
ঘ) ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ ক) ‘অ’ ধ্বনি
৯৯। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়- অথবা স্বরবর্ণ সংক্ষিপÍ কারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক) ফলা
খ) আদিস্বর
গ) ঈ-কার
ঘ) কার
উত্তরঃ ঘ) কার
১০০। খন্ড ত (ৎ) প্রকৃত কোন বর্ণের খন্ড রূপ?
ক) ‘খ’ বর্ণের
খ) ‘দ’ বর্ণের
গ) মধ্যস্বর
ঘ) ‘ধ’ বর্ণের
উত্তরঃ গ) মধ্যস্বর
১০১। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুযা শব্দগুলো মধ্যে যুক্তবর্ণটির রূপ কী ?
ক) ন + জ
খ) ণ + জ
গ) ঞ + জ
ঘ) ঙ + জ
উত্তরঃ গ) ঞ + জ
১০২। কোনগুলো কন্ঠ্য ধ্বনি ?
ক) ক খ গ ঘ ঙ
খ) চ ছ জ ঝ ঞ
গ) ট ঠ ড ঢ ণ
ঘ) ত থ দ ধ ন
উত্তরঃ ক) ক খ গ ঘ ঙ
১০৩। এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময়-
ক) হ্রস্ব হয়
খ) দীর্ঘ হয়
গ) হ্রস্ব হয় না
ঘ) দীর্ঘ হয় না
উত্তরঃ খ) দীর্ঘ হয়
১০৪। কোনটি অক্ষর বিশিষ্ট শব্দ সব সময়-
ক) ক্ষ
খ) ঃ
গ) ং
ঘ) ঁ
উত্তরঃ খ) ঃ
১০৫। কোন ধ্বনিতে উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক) অল্পপ্রাণ
খ) অঘোষ প্রাণ
গ) মহাপ্রাণ
ঘ) শ্বাস ধ্বনি
উত্তরঃ গ) মহাপ্রাণ
১০৬। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
ক) ষ এবং স
খ) শ এবং হ
গ) ন এবং ম
ঘ) য এবং ব
উত্তরঃ ঘ) য এবং ব
১০৭। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য ‘অ’ কী হয়?
ক) বিবৃত হয়
খ) প্রকৃত হয়
গ) সংবৃত হয়
ঘ) অপ্রকৃত হয়
উত্তরঃ গ) সংবৃত হয়
১০৮। জিহবামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী ?
ক) মূর্ধন্য ধ্বনি
খ) দন্ত্য ধ্বনি
গ) কন্ঠ্য ধ্বনি
ঘ) তালব্য ধ্বনি
উত্তরঃ গ) কন্ঠ্য ধ্বনি ১০৯। য, র, ল, ব- এ চারটি বর্ণকে বলে-
ক) স্পর্শ বর্ণ
খ) উম্ম বর্ণ
গ) অন্তঃস্থ বর্ণ
ঘ) তালব্য ধ্বনি
উত্তরঃ গ) অন্তঃস্থ বর্ণ
১১০। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক) ক, চ
খ) খ, ছ
গ) গ, জ
ঘ) ঘ, ঝ
উত্তরঃ ঘ) ঘ, ঝ
১১১। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক) কন্ঠ
খ) শ্বাসনালি
গ) স্বরতন্ত্রী
ঘ) ফুসফুস
উত্তরঃ ঘ) ফুসফুস
১১২। ‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণের দ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
ক) ঞ + জ
খ) জ্ + ঞ
গ) গ্ + গ
ঘ) গ্ + ঞ
উত্তর ঃ খ) জ্ + ঞ
১১৩। ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক) ষ + ণ
খ) ষ + ন
গ) ষ + ঙ
ঘ) ষ + ঞ
উত্তরঃ ক) ষ + ণ
১১৪। অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি ?
ক) খ
খ) ঝ
গ) ষ + ঙ
ঘ) ষ + ঞ
উত্তর ঃ গ) ষ + ঙ
১১৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি?
ক) ৩২ টি
খ) ১০ টি
গ) ৮ টি
ঘ) ৯ টি
উত্তরঃ গ) ৮ টি
১১৬। কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
ক) ‘অ’ ধ্বনি
খ) ‘ও’ ধ্বনি
গ) ‘ই’ ধ্বনি
ঘ) ‘ ঐ’ ধ্বনি
উত্তরঃ ক) ‘অ’ ধ্বনি ১১৭। পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন এর উচ্চারণ কেমন হয়?
ক) সংবৃত
খ) বিবৃত
গ) দ্বিত্ব
ঘ) দ্রুত
উত্তরঃ গ) দ্বিত্ব
১১৮। ম্ এর পরে যে কোন বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহারণ কোনটি?
ক) যজ্ঞ
খ) তন্মধ্যে
গ) সঞ্চয়
ঘ) রাজ্ঞী
উত্তরঃ গ) সঞ্চয়
১১৯। ‘ব্রক্ষপুত্র’ শব্দের ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ ?
ক) ম্ + হ
খ) হ্ + ম
গ) ক্ + ষ
ঘ) ষ্ + ম
উত্তরঃ গ) ক্ + ষ
১২০। ষ্ণ যুক্তাক্ষরটি কোন বর্ণগুলো দিয়ে গঠিত হয়েছে ?
ক) ষ + ণ
খ) ষ + ন
গ) ষ + ঞ
ঘ) ষ + ম
উত্তরঃ ক) ষ + ণ
১২১। পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত ‘অ’ এর উদাহারণ কী?
ক) কলম, যত
খ) অধীর, অতুল
গ) অমর, অনেক
ঘ) অমানিশা, অনাচার
উত্তরঃ ক) কলম, যত
১২২। ন, ল, স এর উচ্চারণ স্থান হলো-
ক) জিহবামূল
খ) অগ্রতালু
গ) পশ্চাৎ দন্তমূল
ঘ) অগ্র দন্তমূল
উত্তরঃ ঘ) অগ্র দন্তমূল
১২৩। কোনটি নাসিক্য ধ্বনি ?
ক) জ
খ) গ
গ) ম
ঘ) ঘ
উত্তরঃ গ) ম
১২৪। ‘ঝ’ ধ্বনির নাসিক্য ধ্বনি ?
ক) ওষ্ঠ
খ) কন্ঠ
গ) মূর্ধা
ঘ) তালু উত্তরঃ
ঘ) তালু
১২৫। চ ও জ- এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?
ক) তালব্য
খ) দন্ত্য
গ) মূর্ধনা
ঘ) ওষ্ঠ্য
উত্তরঃ খ) দন্ত্য
১২৬। পরাশ্রয়ী বর্ণ কোনগুলো ?
ক) ঙ, ণ, ৎ
খ) ঞ, ঃ, ৎ
গ) ং, ঃ ঁ
ঘ) ঞ, ঙ, ৎ
উত্তরঃ গ) ং, ঃ ঁ
১২৭। তর, তম, তন প্রত্যায়যুক্ত বিশেষণ পদের অন্ত্র ‘অ’ কী হয় ?
ক) হ্রস্ব
খ) দীর্ঘ
গ) বিবৃত
ঘ) সংবৃত
উত্তরঃ ঘ) সংবৃত ১২৮। নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি ?
ক) অ
খ) আ
গ) ই
ঘ) উ
উত্তরঃ ক) অ
Previus
Next
Share This Post