পরীক্ষার দিন সকালে - অনুচ্ছেদ


পরীক্ষার দিন সকালে

পরীক্ষা শব্দটার মধ্যেই যেন এক ভয় লুকিয়ে আছে। পরীক্ষার নামে অল্প বিস্তার সবার মনেই ভয়ের সঞ্চার হয়। পরীক্ষার দিন সকাল এক বিশাল সংকটময় সময়। দশটায় আমার পরীক্ষা। উঠেছি সকাল ছয়টায়। রাতে ভাল ঘুম হয়নি। মাথার মধ্যে সকল পড়া গদ্য-পদ্য তালগোল পাকিয়ে রয়েছে। এত যে পড়েছি তাও মনে হচ্ছে কিছুই যেন মনে থাকছে না। আবার যদি কয়েকটা দিন সময় পেতাম। উত্তর কী যে আলসেমি করেছি, বছরের শুরু থেকে কেন যে সারা দিন রাত পড়লাম না। টেনশনে মাথার চুল ছিড়ে ফেলতে ইচ্ছে করছে। আটটা বেঝে গেল। আম্মা এসে বললেন নাস্তা খেয়ে নাও। আমার তো কিছুই ক্ষুধা নেই। তাও একটু খানি খেলাম। এখন মনে হচ্ছে যদি নিয়মিত প্রহরগুলো সদ্ব্যবহার করতাম, বিষয়বস্তুর গভীরে গিয়ে সবকিছু হৃদয়ঙ্গম করতাম, যে সব নিয়ে চিন্তা করে একটা স্পষ্ট ধারণা গড়ে তুলতাম এবং নিয়মিত লিখে লিখে আত্মপ্রকাশের শক্তি অর্জন করতে পারতাম তবে আজ এত দুশ্চিন্থা হত না। ভাবতে ভাবতে আর ভাল লাগছে না। তখন দেখি নয়টার কাছাকাছি বাজে। প্যান্ট শার্ট পরে পরীক্ষার হলে চলে আসলাম। এভাবেই অতিবাহিত হলো আমার পরীক্ষার দিন সকাল বেলা।

বাংলা অনুচ্ছেদ “কম্পিউটার”
Previus
বাংলা অনুচ্ছেদ “শীতের সকাল”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম