বাংলা অনুচ্ছেদ “শীতের সকাল”
শীতের সকাল
প্রকৃতির পালাবদলের হাওয়ায় শীত আসে রিক্ততা আর শূন্যতার ডালি নিয়ে। ফসলহীন মাঠে, পাতাঝরা শূন্য গাছ-প্রকৃতি যেন শূন্যতার বসন পড়েছে। কতটা বেলা হলো বোঝার উপায় নেই। কেননা সূর্য দেখা যায় না। যতদূর দৃষ্টি যায় ধোঁয়াটে আবছা অন্ধকার। মনে হয় রাত বুঝি বা শেষ হয়নি এখনও। সচ্ছল আরাম প্রিয় মানুষ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে নরম বিছানার উষ্ণতায়। শীতের সকালে পাতায় পাতায় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু ঝলমল করে মুক্তো দানার মত। গ্রামের চেয়ে শহরে শীতের দাপট কম। তারপরও শীত-সকালের আবেদন কারো কাছেই নিতান্ত তুচ্ছ নয়। শীতের সকালের স্থায়িত্ব ক্ষনিকের। অল্প সময়ের জন্য এসে মানুষের মনে তার পরশ বুলিয়ে যায়, রেখে যায় কোমল কঠিন স্পর্শ। তাই শীত সকল বাঙ্গালির জীবনে স্মৃতিময় হয়ে থাকে।
Share This Post