বাংলা অনুচ্ছেদ “ইন্টারনেট ”


ইন্টারনেট

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ।ইন্টারনেট বর্তমান বিশ্বের এক বিস্ময়কর আবিস্কার। ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস যা বর্তমানে ইন্টারনেট নামে পরিচিত। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহকে অন্যান্য নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলাই এর কাজ।আমেরিকার সামরিক বাহিনী সর্বপ্রথম ১৯৬৯ সালে গোপনে শক্রদের দেখাশোনার জন্য প্রথম ইন্টানেটের ব্যবহার শুরু করেন। ১৯৯৩ সালে ইন্টারনেটকে মানুয়ের কাজে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য সংগ্রহ করতে পারি। ব্যবসা-বাণিজ্যের লেনদেন করতে পারি।অনেক সময় ইন্টারনেট আমাদের ভুল তথ্য ও দিয়ে থাকে।ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে কম্পিউটারের অনেক ক্ষতি সাধন করে। ইন্টারনেটের খারাপ ছবি দেখে অনেকে খারাপ পথে চলে যায়। এত অসুবিধার ইন্টারনেট পুরো পৃথিবীটাকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আমাদের জীবনকে করেছে সহজ ও সুন্দর।

বাংলা অনুচ্ছেদ “টেলিভিশন”
Previus
বাংলা অনুচ্ছেদ “কম্পিউটার”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম