বাংলা অনুচ্ছেদ “টেলিভিশন”


টেলিভিশন

টেলিভিশন শব্দটি ল্যাটিনটেলি এবং ভিসিও শব্দ দুটি হতে এসেছে। টেলি শব্দের অর্থ দূরত্ব এবং ভিসিও শব্দের অর্থ দেখা। অর্থ দূর থেকে যা দেখা যায়। দেশ-বিদেশে যেসব ঘটনা ঘটছে তা আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই। ১৯২৪ খীষ্টাব্দে ইংল্যান্ডে বেয়ার্ড নামক একজন বিজ্ঞানী এই যন্ত্র উদ্ভাবন করেন। টেলিভিশন থেকে আমরা বহু উপকার পেয়ে থাকি। আমাদের দেশে নিরক্ষরতা দূরীকরনের ক্ষেত্রে দরকারী ক্ষেত্রে টেলিভিশনের উপকারিতা অনস্বীকার্য। এক্ষেত্রে কৃষকদের উন্নতমানের কৃষিকার্য শিক্ষা দানের ব্যবস্থা করা হয়। টেলিভিশনে খারাপ জিনিষ থেকে ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে। তাই আমরা টেলিভিশনে সবসময় ভালো জিনিষ দেখব।

বাংলা অনুচ্ছেদ “সংবাদপত্র”
Previus
বাংলা অনুচ্ছেদ “ইন্টারনেট ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম