বাংলা অনুচ্ছেদ “সংবাদপত্র”


সংবাদপত্র

সংবাদপত্র সারাবিশ্বের একটি দর্পন স্বরূপ। যে পত্র-পত্রিকায় মানুষের জন্য নানারকমের সংবাদ বহন করে তাকে আমরা সংবাদপত্র বলে থাকি। আধুনিক সভ্যতারর শ্রেষ্ঠ বাহন হচ্ছে সংবাদপত্র। প্রথম একাদশ শতাব্দীতে চীনে সর্বপ্রথম সংবাদপত্র প্রচলন হয়। মোগল শাসনামলে হাতের লেখার সংবাদপত্র প্রচলন ছিল। ইউরোপের প্রথম সংবাদপত্রের প্রচলন হয় ভ্যানিসে। বাংলাদেশে ও সমাচার দর্পণ নামে প্রথম সংবাদপত্র প্রকাশ হয়। সংবাদপত্র নানারকম হতে পারে- দৈনিক, মাসিক, সাপ্তাহিক ইত্যাদি। বাংলাদেশে অনেক সংবাদপত্র আছে। যেমন; প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর ইত্যাদি। সংবাদপত্রের খবর সংগ্রহ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেমন, রয়েটার, বিবিসি, সি.এন.এন নিউজ মিডিয়া ইত্যাদি। আধুনিক যুগে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।এর মাধ্যমে আমরা পৃথিবীর যাবতীয় সংবাদ জানতে পারি। শিক্ষা, ব্যবসা-বানিজ্য ইত্যাদি সম্বেদ্ধ আমরা জানতে পারি। সংবাদপত্রে অনেক অপকারিতা ও করে থাকে। কখনও মিথ্যা গুজব ছড়ায়ে দেশের ক্ষতিসাধন করে থাকে। অনেক সময় সংবাদপত্র তিলকে তাল বানিয়ে থাকে। সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। জনগণের দু:খের কথা এটা সরকারের কাছে তুলে ধরে।

বাংলা অনুচ্ছেদ “ফেসবুক”
Previus
বাংলা অনুচ্ছেদ “টেলিভিশন”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম