বিরাম/ যতি চহ্নি - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
বিরাম/ যতি চহ্নি
১। সম্বোধনের পরে কোন বিরাম চিহ্ন বসে ?ক) দাড়ি
খ) কোলন
গ) বিস্ময়
ঘ) কমা
উত্তরঃ ঘ) কমা
২। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝতে কোন চিহ্ন বসে ? অথবা, একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
ক) ড্যাশ
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) পূর্ণচ্ছেদ
উত্তরঃ খ) কোলন
৩। কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
ক) হাইফেন (-)
খ) উদ্ধরণ (‘‘ ’’)
গ) ড্যাস (-)
ঘ) ইলেক (’)
উত্তরঃ ঘ) ইলেক (’)
৪।বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতি চিহ্ন বসে ?
ক) হাইফেন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) লোপচিহ্ন
উত্তরঃ খ) কমা
৫। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানো জন্য কোন যতি চিহ্নের ব্যবহার করা হয় ?
ক) দাঁড়ি
খ) কমা
গ) হাইফেন
ঘ) ইলেক
উত্তরঃ গ) হাইফেন
৬। হৃদয়াবেগ প্রকাশ করতে কোনচিহ্ন লাগে ?
ক) বন্ধনী
খ) হাইফেন
গ) প্রশ্নবোধক
ঘ) বিস্ময়সূচক
উত্তরঃ ঘ) বিস্ময়সূচক
৭। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে বসে ?
ক) সেমিকোলন
খ) কোলন
গ) ড্যাস
ঘ) হাইকেন
উত্তরঃ ক) সেমিকোলন
৮। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে ?
ক) কোলন
খ) দাঁড়ি
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
উত্তরঃ গ) সেমিকোলন
৯। বক্তার প্রত্যক্ষ উক্তিতে কোন চিহ্নের অন্তর্ভুক্ত করতে হবে?
ক) সম্বোধন
খ) উদ্ধরণ
গ) ইলেক
ঘ) বন্ধনী
উত্তরঃ খ) উদ্ধরণ
১০। বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?
ক) ১ (এক) বলতে যে সময় লাগে
খ) ১ বলার দ্বিগুন সময়
গ) এক সেকেন্ড
ঘ) ‘এক’ উচ্চারণে যে সময় লাগে
উত্তরঃ খ) ১ বলার দ্বিগুন সময়
১১। বাক্যে কোন যতি চিহ্নে প্রয়োগ থামার প্রয়োজন নেই ?
ক) কমা
খ) হাইফেন
গ) উদ্ধরণ চিহ্ন
ঘ) কোলন
উত্তরঃ খ) হাইফেন
১২। পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) -
খ) ঃ
গ) ,
ঘ) ›
উত্তরঃ ঘ) ›
১৩। উদ্ধরণ চিহ্নে কতটুকু থামতে হয়?
ক) এক সেকেন্ড খ) এক বলার দ্বিগুণ
গ) থামার প্রয়োজন নেই
ঘ) এক উচ্চারণে যে সময় লাগে
উত্তরঃ ঘ) এক উচ্চারণে যে সময় লাগে
১৪। ব্যাকরণিক চিহ্ন কোনটি ?
ক) ১১টি
খ) ৭টি
গ) ৪টি
ঘ) ৩টি
উত্তরঃ গ) ৪টি
১৫। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পর কোন চিহ্ন বসে?
ক) কমা
খ) সেমিকোলন
গ) কোলন
ঘ) ড্যাস
উত্তরঃ ক) কমা
১৬। কোন যতিচিহ্নে ১ বলার দ্বিগুণ থামতে হয়?
ক) দাঁড়ি
খ) বিস্ময়
গ) জিজ্ঞাসা
ঘ) সেমিকোলন
উত্তরঃ ঘ) সেমিকোলন
১৭। লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যে সব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
ক) দাঁড়ি
খ) হাইফেন
গ) ছেদ/যতি/বিরাম
ঘ) উদ্ধরণ চিহ্ন
উত্তরঃ গ) ছেদ/যতি/বিরাম
১৮। বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
উত্তরঃ গ) ১১টি
১৯। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বোঝাতে যে চিহ্নের ব্যবহার করতে হয় তার নাম কী?
ক) উদ্ধরণ চিহ্ন
খ) ড্যাস
গ) কমা
ঘ) লোপ চিহ্ন
উত্তরঃ খ) ড্যাস
২০। বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
ক) বাক্য সংকোচনের জন্য
খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ) বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ) বাক্যকে অলঙকৃত করার জন্য
উত্তরঃ খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
২১। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
খ) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ খ) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর
২২। কোন যতিচিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
ক) কমা
খ) হাইফেন
গ) কোলন/দাঁড়ি
ঘ) সেমিকোলন
উত্তরঃ গ) কোলন/দাঁড়ি
২৩। কোনটির বিরতিকাল কোলন ড্যাস এর বিরতিকালের সময়?
ক) কমা
খ) হাইফেন
গ) সেমিকোলন
ঘ) কোলন
উত্তরঃ ঘ) কোলন
২৪। বন্ধনী খ) চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
ক) ধাতু বোঝাতে
খ) অর্থমূলক
গ) ব্যাখ্যামূলক
ঘ) উৎপন্ন বোঝাতে
উত্তরঃ গ) ব্যাখ্যামূলক
২৫। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক) ড্যাস
খ) কোলন ড্যাস
গ) প্রশ্নবোধক
ঘ) বিস্ময়সূচক
উত্তরঃ খ) কোলন ড্যাস
২৬। ব্যাকরণিক চিহ্ন কোনটি?
ক) ঃ-
খ) ” গ) ( )
ঘ) >
উত্তরঃ ঘ) >
২৭। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) কমা
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) দাঁড়ি/পূর্ণচ্ছেদ
উত্তরঃ ঘ) দাঁড়ি/পূর্ণচ্ছেদ
২৮। কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক) কমা
খ) সেমিকোলন
গ) দাঁড়ি
ঘ) উদ্ধরণ চিহ্ন
উত্তরঃ খ) সেমিকোলন
২৯। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
ক) এক বলতে যে সময় প্রয়োজন
খ) এক সেকেন্ড
গ) এক বলার দ্বিগুণ সময়
ঘ) থামার প্রয়োজন নেই
উত্তরঃ খ) এক সেকেন্ড
৩০ সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
ক) কোলন
খ) ড্যাস
গ) কোলন ড্যাস
ঘ) হাইফেন
উত্তরঃ খ) ড্যাস
৩১। ‘কোলন ড্যাসে’ কতটুকু থামতে হয়?
ক) ১ বলার দ্বিগুণ
খ) এক সেকেন্ড
গ) থামার প্রয়োজন নেই
ঘ) এক উচ্চারণে যে সময় লাগে
উত্তরঃ খ) এক সেকেন্ড
৩২। ইলেক বা লোপ (’) যতিচিহ্নটিতে কতক্ষণ থামতে হয়?
ক) এক সেকেন্ড
খ) থামার প্রয়োজন নেই
গ) এক উচ্চারণ করতে যে সময় লাগে
ঘ) এক বলার দ্বিগুণ সময়
উত্তরঃ খ) থামার প্রয়োজন নেই
৩৩। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতিচিহ্ন বসবে?
ক) হাইফেন
খ) কমা
গ) ড্যাস
ঘ) সেমিকোলন
উত্তরঃ ক) হাইফেন
৩৪। কোন বন্ধনীর (ব্রাকেট) চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক কী অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে?
ক) { }
খ) “--”
গ) [ ]
ঘ) ( )
উত্তরঃ খ) “--”
৩৫। ‘কমা’ -এ কত সময় থামতে হয়?
ক) এক বলতে যে সময় লাগে
খ) এক বলার দ্বিগুণ সময়
গ) এক সেকেন্ড
ঘ) থামার প্রয়োজন নেই
উত্তরঃ ক) এক বলতে যে সময় লাগে ৩৬। হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়?
ক) ১ সেকেন্ড
খ) থামার প্রয়োজন নেই
গ) ২সেকেন্ড
ঘ) সেকেন্ড
উত্তরঃ খ) থামার প্রয়োজন নেই
৩৭। বাক্যের শেষে দাঁড়ির পর কতক্ষণ থেকে পরের বাক্য পড়তে হয়?
ক) ১ সেকেন্ড
খ) সেকেন্ড
গ) ২ সেকেন্ড
ঘ) সেকেন্ড
উত্তরঃ ক) ১ সেকেন্ড
৩৮। ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে?
ক) >
খ) -
গ)
ঘ) <
উত্তরঃ গ)
৩৯। পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন বসে?
ক) >
খ) <
গ)
ঘ) ঃ
উত্তরঃ ক) >
Previus
Next
Share This Post