বাক্যে পদ সংস্থাপনার ক্রম -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


বাক্যে পদ সংস্থাপনার ক্রম

১। বাক্য কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে ?

ক) প্রথমে

খ) বিশেষ্যের পূর্বে

গ) শেষে

ঘ) বিশেষণের আগে

উওরঃ ঘ) বিশেষণের আগে



২। বাক্যের অন্তভূর্ক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই হলো-

ক) উক্তি

খ) বাক্য প্রকরণ

গ) বাচ্য

ঘ) বাক্যে পদ সংস্থাপনার ক্রম

উওরঃ ঘ) বাক্যে পদ সংস্থাপনার ক্রম

৩। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?

ক) প্রথমে

খ) শেষে

গ) বিশেষণের পূর্বে

ঘ) বিশেষণের পরে

উওরঃ ঘ) বিশেষণের পরে

৪। সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে ?

ক) বিশেষ্যের পূর্বে

খ) বিশেষ্যের পরে

গ) বিশেষণের পূর্বে

ঘ) বিশেষণের পরে

উওরঃ ক) বিশেষ্যের পূর্বে

৫। ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’ বাক্যটিতে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে ?

ক) ক্রিয়া বিশেষণ

খ) বিধেয় বিশেষণ

গ) কারকাদি

ঘ) ক্রিয়া বিশেষণীয় বিশেষণ

উওরঃ গ) কারকাদি

৬। বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?

ক) প্রথমে

খ) সর্বনামের পূর্বে

গ) বিশেষ্যের পূর্বে

ঘ) শেষে

উওরঃ গ) বিশেষ্যের পূর্বে

৭। বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে?

ক) প্রথমে

খ) বিশেষ্যের পূর্বে

গ) শেষে ঘ) বিশেষণের আগে

উওরঃ ঘ) বিশেষণের আগে

৮। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?

ক) বিশেষণের পূর্বে

খ) বিশেষণের পরে

গ) বিশেষ্যের পূর্বে

ঘ) বিশেষণের আগে

উওরঃ ঘ) বিশেষণের আগে

৯। সম্বন্ধ পথ বাক্য কোথায় বসে ?

ক) বিশেষ্যের পূর্বে

খ) বিশেষণের পূর্বে

গ) বিশেষণের পরে

ঘ) বিশেষ্যের পরে

উওরঃ ক) বিশেষ্যের পূর্বে

১০। সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে?

ক) বিশেষ্যের পরে

খ) বিশেষ্যের পূর্বে

গ) বিশেষণের পূর্বে

ঘ) বিশেষণের পরে

উওরঃ খ) বিশেষ্যের পূর্বে

১১। বাক্যে পদ সংস্থাপনার ক্রমকে সংক্ষেপে কী বলা হয় ?

ক) পদ সংকোচন

খ) পদক্রম

গ) শব্দক্রম

ঘ) পদবিন্যাস

উওরঃ খ) পদক্রম




১২। নিচের কোন বাক্যটিতে পদক্রমের নিয়মের ব্যত্যয় ঘটেছে ?

ক) লোকটি অত্যন্ত চতুর ছিল

খ) লোকটি ব্যবহারে খুবই ভদ্র

গ) জানি, তোমার মুরোদ কতটুকু

ঘ) লোকটি যাবে না

উওরঃ ক) লোকটি অত্যন্ত চতুর ছিল

১৩। তুমি যাবে, না আমি যাব?-বাক্যটিতে ‘না’ অর্থে ব্যবহৃত হচ্ছে ?

ক) নঞ অর্থে

খ) বিকল্পার্থে

গ) অনুরোধ অর্থে

ঘ) আদেশ অর্থে

উওরঃ খ) বিকল্পার্থে

১৪। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে ?

ক) প্রথমে

খ) শেষে

গ) উদ্দেশ্যের পূর্বে

ঘ) বিশেষ্যের পর

উওরঃ খ) শেষে

১৫। অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে ?

ক) প্রথমে

খ) শেষে

গ) বিশেষণের পূর্বে

ঘ) বিশেষ্যের পর

উওরঃ গ) বিশেষণের পূর্বে

১৬। ‘না’ শব্দটি বাক্যে কোথায় বসে?

ক) সমাপিকা ক্রিয়ার পূর্ব

খ) সমাপিকা ক্রিয়ার পরে

গ) অসমাপিকা ক্রিয়ার পরে

ঘ) বিশেষণের পরে

উওরঃ খ) সমাপিকা ক্রিয়ার পরে

রচনা(প্রবন্ধ)“আমার জীবনের স্মরণীয় ঘটনা”
Previus
বিরাম/ যতি চহ্নি - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম