ভাবসম্প্রসারণ “এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।”


এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।

মূলভাব: বিত্তবানদের সম্পদের তৃষ্ণা অত্যন্ত প্রবল। তারা যত পয় ততই চায়। গরিবের ধন কু্িক্ষগত করে তারা আরো ধনী হয়। সম্প্রসারিত ভাব: সম্পদের তৃষ্ণা বিত্তবানদেরই বেশি। তারা যত পায় ততই চায়। এ সীমাহীন লোভ ও অন্তহীন চাওয়ার ফলে বিত্তবানরা দারিদ্রকে বঞ্চিত করে বেশি বেশি সম্পদ আহরণ করছে। তারা চায় ছলে - বলে , কৌশলে স্বীয় ঐশ্বর্যের ভান্ডার স্ফীত করতে। পক্ষান্তরে, যারা অভাবগ্রস্ত ও দীন-দরিদ্র, সম্পদ সম্পর্কে তাদের মোহ বিত্তবানদের মতো সর্বগ্রাসী নয়। দুর্দমনীয় লোভ, আকাক্সক্ষা ও ঐশ্বর্যের মোহ মানুষকে কোথায় নিয়ে যায়, তার প্রমাণ ইতিহাসে অজস্র। ক্ষমতালিপ্সু হিটলার, মুহম্মদ-বিদ তুঘলক-এর মতো ব্যক্তিরা সাধারণ মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে। ইতিহাস তার নীরব সাক্ষী। ক্ষমতা লিপ্সু উদ্ধত সম্রাটগন একের পর এক রাজ্য জয় করে দারিদ্রের শেষ সম্বলটুকুর দিকে দৃষ্টি দিতে কসুর করেনি। বিংশ শতাব্দির শেষতম প্রান্তে এসেও আমরা দেখি, বিত্তবানদের আগ্রাসী মনোভাবের আজও কোনো পরিবর্তন হয়নি। স্বার্থসিদ্ধির পদ্ধতি বদল হয়েছে মাত্র। পৃথিবীর একদিকে বুভুক্ষু মানুষের হাহাকার, অপাদিকে বিত্তবানদের পেট্রোডলারের প্রতিযোগিতা। একদিকে শোষণে স্টিমরোলার , অন্যদিকে শোষিত ও নিপীড়িতের বুকফাটা আর্তনাদ। এ সত্যই সুন্দর বানীরূপে উদ্ধৃত চরণদ্বয়ে মূর্তে হয়ে উঠেছে।

ভাবসম্প্রসারণ “অর্থই অনর্থের মূল।”
Previus
ভাবসম্প্রসারণ “আলস্য এক ভয়ানক ব্যাধি।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম