ভাবসম্প্রসারণ “প্রাণ থাকলে প্রণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না।”


প্রাণ থাকলে প্রণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না।

মূলভাব: প্রাণ বা আত্মা থাকলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না। ব্যক্তিত্ব, মননশীলতা ও মানুষ্যত্বের শক্তিতেই মানুষ প্রকৃত মানুষ হয়। সম্প্রসারিত ভাব: যার সাথে প্রাণ আছে তাকেই প্রাণী বলে। সেদিক থেকে মানুষের প্রাণ আছে বলে মানুষও এক ধরনের প্রণী। কিন্তু অন্যান্য প্রাণীর সাথে মানুষের বৃহৎ পার্থক্য রয়েছে। মানুষ মনসম্পন্ন প্রাণী । মানুষের মনে যে বিশেষ সত্তা রয়েছে তা এই পার্থক্যেও কারণ । অন্য প্রাণীর মধ্যে এই মনের পরিচয় অনুপস্থিত। মানুষ তার মান দিয়ে সাধনা করে জীবনের বিচিত্র বিকাশ ঘটায়। মানুষ মন থেকে তার চিন্তা-ভাবনা , বুদ্ধি-বিবেক আবেগ-অনুভুতি ইত্যাদি প্রকাশ করে এবং জীবনে সেগুলোর সুন্দর প্রতিফলন ঘটায় । মনের কার্যকলাপ থেকে সভ্যতা সং¯কৃতি, জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটেছে। মানুষের এ বৈশিষ্ট্যটি প্রাণিজগতের আর কারও নেই। তাই সকল প্রাণীর উপর মানুষের স্থান ও মর্যাদা । এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষকে মননশীলতার উন্নয়ন ঘটাতে হবে। যে মানুষ পশুসুলভ আচরণ করে, যার মধ্যে মানবতাবোধ নেই তাকে সত্যিকার অর্থে মানুষ বলা যায় না । কেননা মানুষ কেবল প্রাণের অধিকারীই নয়, মনেরও অধিকারী । সে মন অন্যকে ভালোবাসবে, অন্যের ভালোবাসা পাবে। তাই মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলেই চলবে না, শিক্ষা সাধনা ও অনুশীলনের মাধ্যমে মানবিক গুনাবলি আয়ত্ত করে সত্যিকারের মনসম্পন্ন মানুষ হতে হবে। মন্তব্য: মনই মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে রূপায়িত করে। তাই মানুষ হতে হলে তাকে সুস্থ মনের অধিকারী হতে হবে।

ভাবসম্প্রসারণ “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।”
Previus
ভাবসম্প্রসারণ “কত বড় আমি, কহে নকল হীরাটি তাইত সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম