ভাবসম্প্রসারণ “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।”


বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।

মূলভাব: সৌন্দর্য্য সর্বত্র বিকশিত হয় না । প্রাকৃতিক নিয়মে যার যথা স্থান সেখানেই তার সৌন্দর্য ফুটে উঠে।

সম্প্রসারিত ভাব: ‘সুন্দর’ শব্দটি আপেক্ষিক । সৌন্দর্যের গতি-প্রকৃতি স্থান-কাল-পাত্র ভেদে ভিন্নতর হয়। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দর জিনিসও অসুন্দর দেখায়। প্রত্যেকেরই একটি নিজস্ব পরিবেশ আছে। সে পরিবেশ ব্যতীত অন্য যে কোনো পরিবেশে সে তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। বন্যদের স্বাভাবিক সৌন্দর্য্য নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাতে মূর্ত হয়ে উঠে না। বনের মুক্ত বিহঙ্গকে সোনার খাাঁচায় ধরে রাখলেও অস্বাভাবিক মনে হয়। সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় আটকে রাখা হলে তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে শ্রীহীন হয়ে পড়ে। বনই এদের যথার্থ স্থান। বাগানই ফুলের অপরূপ সৌন্দর্যের আধার। বৃন্তচ্যুত ফুল ফুলদানিতে সাজালেও শুকিয়ে যায়। অগাধ জল মাছে আবাধ বিচরণক্ষেত্র। মাছকে ডাঙ্গায় তুললে তার নান্দনিক সৌন্দর্য ব্যাহত হয় এবং তার মৃত্যু অবশ্যম্ভায়ী। মানব শিশুর সুন্দরতম স্থান মাতৃক্রোড়। সেখানে তার সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে বিকশিত হয়। অন্যের কোলে শিশুর সে সৌন্দর্য ম্লান হয়ে যায়। এভাবে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হলে যে কোনো প্রাণীর স্বাভাবীকতা ক্ষুন্ন হয়। তাই জ্ঞানী ব্যাক্তির হৃদসিন্ধু মন্থনজাত উক্তি, যার যেখানে স্থান তাকে সেখানে থাকতে দাও”। মন্তব্য: আপন পরিবেশই সৌন্দর্যের নিয়ামক। যার যে পরিবেশ তাকে সে পরিবেশেই মানায়। তাই কোনো কিছুকে স্বরুপে উপলব্ধি করত হলে তার নিজের পরিবেশেই তাকে দেখতে হবে।
ভাবসম্প্রসারণ “নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশি ভাষা পুরে কি আশা?”
Previus
ভাবসম্প্রসারণ “প্রাণ থাকলে প্রণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম