ভাবসম্প্রসারণ “ফুলের বাগান সবার মনেরই আছে, ফুল ফোটাতে সবাই নাহি পারে।”


ফুলের বাগান সবার মনেরই আছে,- ফুল ফোটাতে সবাই নাহি পারে।

মূলভাব: সকল মানুষই সদগুণাবলির অধিকারী। কিন্তু প্রত্যেক এ বিকাশ ঘটাতে পারে না। সম্প্রসারিত ভাব: প্রকৃতির রাজ্যে ফুল তার স্বীয় গুণাবলি ও বৈশিষ্ট্যের জন্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সৌন্দর্যের আকর হিসেবে একান্ত শখ করে মানুষ গড়ে তোলে ফুলের বাগান। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মন ও ফুলের বাগানের মতো। ফুলের বাগানের বিভিন্ন ফুল যেমন বিভিন্নভাবে মানুষকে আনন্দ দান করে থাকে, তেমনি মানুষের বিভিন্ন গুনও অপরকে আনন্দ দান করতে পারে। প্রেম-প্রীতি, ভালোবাসা, মায়া-মমতা, পরোপকার, সহমর্মিতা , সহানুভূতি, সমবেদনা প্রভৃতি গুনাবলির অনুশীলনে ও ব্যবহারে মানুষ স্বীয় মনোরাজ্যে গড়ে তুলতে পারে ফুলের বাগান অর্থাৎ সদগুনাবলির ভান্ডার। ফূলের মতো সৌরখ ছড়াবে তার কাজকর্ম ও আচার - ব্যবহার। প্রেম- প্রীতিতে বেঁধে নিবে সে বিশ্ব সংসারকে। কি›তু অনেক মানুষ রিপুর তাড়নায় বিভোর হয়ে নিজ নিজ ক্ষমতা ও গুনাবলিকে ভুলে যায় এবং পশূর মতো জীবনযাপন করে। তাদের পক্ষে মনের সুকুমার বৃত্তিগুলোকে পরিস্ফুটিত করে মনে ফুলের বাগান সৃষ্টি করা অর্থাৎ মহান এবং উদার হওয়া সম্ভব হয়ে উঠে না । ফলে ফুলের বাগান সকলের মধ্যে থাকা সত্ত্বেও সবাই ঐ বাগানে ফুল ফোটাতে পারে না; অর্থাৎ বহু সদগুণের অধিকারী হয়েও মনুষ তার গুণের বিকাশ ঘটাতে পারে না। মন্তব্য: মানুষকে স্বীয় কর্ম ওসাধনা দিয়েই প্রতিভার প্রতিফলন ঘটাতে হয়। কিন্তু সকল মানুষই স্বীয় প্রতিবার প্রতিফলন ঘটাতে সক্ষম হয় না। প্রতিটি মানুষের মনের কোমল বৃত্তিগুলো যখন বাগানের অসংখ্য ফুলের মতো প্রস্ফুটিত হবে তখনই পৃথিবী হয়ে উঠবে সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ।

ভাবসম্প্রসারণ “সবুরে মেওয়া ফলে।”
Previus
ভাবসম্প্রসারণ “পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে, মানুষ ইহতে দাও তোমার সন্তানে।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম