ভাবসম্প্রসারণ “বিশ্রাম কাজের অঙ্গএক সঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা।”


বিশ্রাম কাজের অঙ্গএক সঙ্গে গাঁথা নয়নের অংশ যেন নয়নের পাতা।

মূলভাবঃ কাজ এবং বিশ্রাম একে অন্যের পরিপূরক। কাজ আনে জীবনে সমৃদ্ধি আর বিশ্রাম আনে কাজের শক্তি ও প্রেরণা। সম্প্রসারিত ভাবঃ কাজ ও বিশ্রাম আপাত দৃষ্টিতে বিপরীত বলে মনে হলেও প্রকৃত অর্থে তা একই প্রক্রিয়ার দুটি দিক। কাজের পাশাপাশি বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য । চোখের পাতা যেমন চোখেরই একটা অংশ. তেমনী বিশ্রামও কাজের একটা অংশ । চোখের কাজ দেখা কিন্তু চোখের পাতা সেই দেখার কাজ কখনও কখনও বন্ধ রেখে চোখকে অবসর দেয়। এতে চোখকে আরও বেশি কাজ করার সুযোগ দেওয়া হয়। আমরা যদি কিছু সময় একটানা কাজ করি, তবে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং কর্মক্ষমতা লোপ পায়, একঘেয়েমির ফলে আসে গভীর অবসাদ ও ক্লান্তি। এ ধরণের পরিস্থিতি উত্তরণের জন্য আমরা বিশ্রামের প্রয়োজন অনুভব করি। কিছুক্ষন বিশ্রাম করলে আমাদের ক্লান্তি দূর হয়,মন প্রশান্ত হয় এবং আমাদের কর্মশক্তি ফিরে আসে। আমরা তখন নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হই। আর বিশ্রাম ছাড়া যদি আমরা ক্রমাগত কাজ করতে থাকি. তাহলে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তাই কাজের সফলতার জন্য এবং বেশি শক্তি অর্জনের জন্য কাজের সাথে উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। মন্তব্যঃ কাজ ও বিশ্রাম একে অপরের সাথে জড়িত। এককে বাদ দিয়ে অন্যকে ভাবা যায় না। তাই কাজের সাথে সাথে বিশ্রামের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।

ভাবসম্প্রসারণ “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।”
Previus
ভাবসম্প্রসারণ “কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম