ভাবসম্প্রসারণ “ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।”
ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।
মূলভাব: জ্ঞানী ব্যাক্তিরা কথনও অতীত বা বর্তমানকে আকঁড়ে ধরে থাকেন না। তারা সর্বদাই সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ ভাবনায় ব্যতিব্যস্ত থাকেন। সম্প্রসারিত ভাব: অনাগত ভবিষ্যতে কী ঘটবে তা মানুষের জানার বাইরে। যে কোনো মুহুর্তে ও কোনো ঘটনা ঘটে যেতে পারে। তবে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়েই মানব জীবন। অতীত মানুষকে দেয় শিক্ষা,বর্তমান দেয় প্রেরণা এবং ভবিষ্যৎ দেয় পরিপূর্ণ বিকাশের অবকাশ। আজকের সুখ, আজকের বেদনা ইত্যাদি সহজেই কালের অতল গর্ভে হারিয়ে রূপ নিজে অতীতে। তাই অতীতের অনুশোচনায়, আক্ষেপে বর্তমানকে বিষিয়ে তোলা বা আবেগাপ্লুত করা কোনোমতেই বুদ্ধিমানেরকাজ নয়। পন্ডিতরা বলেছেন, গতস্য সূচনা নাস্তি। ’ বর্তমানের অর্জন ও সঞ্চয় সুদূরপ্রসারী ভবিষ্যতেরই বহিঃপ্রকাশ। আজকের চারাগাছটি ভবিষ্যতে মহীরুহ হয়ে ফূলে পলে সমৃদ্ধ শোভন প্রকৃতি উপহার দেবে। তাই সকলকেই বর্তমানের পাখায় ভর করে অনাগত ভবিষ্যতের স্বাপ্নিক জগতে পদার্পণের স্বপ্ন দেখতে হবে। সাথে সাথে চালিয়ে যেতে হবে নিরলস চেষ্টা ও সাধনা। কিন্তু তা না করে যারা অতীত ও বর্তমানের ভাবনা ভেবে ব্যাকুল হয় উঠে তারা বুদ্ধিহীন ও অবিবেচক। তাদের অতীত ভাবনা, অনুশোচনা এবং ঘটমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সবই বোকাদের কাজ। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে দৃঢ়পদে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের তথা জ্ঞানীর কাজ। মন্তব্য: বর্তমান বা অতীতই চূড়ান্ত কিছু নয়। বর্তমান অতীতের পরিণতিই ভবিষ্যৎ আর ভবিষ্যৎই প্রধান।
Previus
Next
Share This Post