ভাবসম্প্রসারণ “মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই।”
মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
মূলভাব: এ ধুলি ধারার প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম । তাই মৃত্যু অবধারিত জেনেও মানুষ এ পৃথিবী থেকে বিদায় নিতে চায় না। সম্প্রসারিত ভাব: মৃত্যু অমোঘ সত্য জেনেও মানুষ পৃথিবীর রূপ-রস-বর্ণ-গন্ধ-স্পর্শ ছেড়ে যেতে চায় না। এ অমরত্বের প্রার্থনা মানুষের চিরন্তর। পৃথিবীর ধূলিকণা মধূময়। মধূময় পৃথিবীর ধূলিকণা গায়ে মেখে সবাই অমৃতের স্বাদ লাভ করতে চায়। সকলের কাছেই পৃথিবী সুন্দর । মৃত্যুর মধ্যে দিয়ে কেউ পৃথিবী থেকে চির বিদায় নিতে চায় না। পৃথিবী মানবের এক অপূর্ব লীলাক্ষেত্র। এখানে সকল মানুষ মিলে মিশে পৃথিবীকে নান্দনিক সৌন্দর্যে ভরিয়ে রেখেছে। সে সৌন্দর্যে অবগাহনের মাধ্যমে সমস্ত মানবের মাঝে বিলীন হওয়ার অদম্য বাসনা সর্বজনীন । মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কিছু মহীয়ান। এ মানুষের মাঝে থেকে মানুষের সুখে দুঃখে নিজেকে উজাড় করে ঢেলে দিয়ে অমরত্ব লাভের বাসনা অনেকের থাকে। সে লক্ষ্যে মানুষ নিরন্তর কাজ করে যায়। ¯্রষ্টার সৃষ্টি সব কিছুর হিতার্থে নিয়োজিত থাকে এ কর্ম প্রচেষ্টা। সমাজের কল্যাণে, দেশের কল্যাণে নিয়োজত ব্যক্তিরা অনায়াসে মৃত্যূকে জয় করতে পারে। অর্থাৎ মরেও তাঁরা অমর হয়ে থাকে কর্মের মধ্যে দিয়ে। কারণ বহমান কালের নৌকায় মহৎ কর্ম সম্পাদনকারী নয় কর্মই যাত্রী হতে পারে। কবির ভাষায়-
“ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি।”
ব্যক্তিসত্তা মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার হলেও কর্মের বদৌলতে মানুষ অমরত্ব লাভ করতে পারে। মানুষের মনের মন্দিরে দীপ হয়ে জ্বলতে পারে অনন্তকাল। মন্তব্য: মহাকালের চিরন্তর স্রোতে অনিবার্য বিষয়কে এড়াতে পারে না। কেবল টিকে থাকে তার সৃষ্টিকর্ম। আর এ মহৎ সৃষ্টি কর্মের জন্যই মানুষ মরেও সকলের মধ্যে বেঁচে থাকে চিরকাল।Previus
Next
Share This Post