ভাবসম্প্রসারণ “হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে।”
হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে।
মূলভাব: অতীতকে ছোট করে দেখার বা অস্বীকার করার কোনো অবকাশ নেই। মানব জীবনে অতীতের প্রভাব সুদূরপ্রসারী। সম্প্রসারিত ভাব: মহাকাল অনাদি, অনন্ত এবং নিরবচ্ছিন্ন। তাকে ক্ষুদ্র বা খন্ড করে দেখলে সত্য দর্শন হয় না। কিন্তু সাধানণ মানুষ মহাকলের নিরবচ্ছিন্ন গতি উপলব্ধি করতে সক্ষম নয় বিধায় অভন্ড কাল প্রবাহকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এ তিনটি ভাগে ভাগ করে দেখে । মানুষ বর্তমান কালের সাক্ষী - অনাগত ভবিষ্যৎ তার কাছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আবার সে কাল লোকচক্ষুর অন্তরালে বিলীন হয়ে গেছে সে সম্পর্কেও মানুষ নিষ্ক্রিয়্ অতীত যেন মূক- সে কিছু বলে না। অতীত যেন মৃত মানুষের মতোই স্থির ও অচঞ্চল। এমনিভাবে চলছে কালচক্রের বিবর্তন। লৌকিক দৃষ্টিতে অতীত অতীতই, কি›তু কবির কাছে অতীত মানে অবলুপ্তি নয়। অতীত বিরাট মহীরুহের ন্যায় কর্ম, জ্ঞান ও কৃষ্টি নিয়ে মানুষের ওপর ধীর মন্থর গতিতে তার কাজ করে যাচ্ছে। অতীতকে নির্ভর করে গড়ে উঠছে বর্তমান সভ্যতা ইতিহাসের শিক্ষা মানুষকে সঠিক পথ চলার নির্দেশনা দেয়। তাই বর্তমান সভ্যতা অতীতের উত্তরাধিকার। এ উত্তরাধিকার ভবিষ্যতের মধ্যে বর্তাবেই। অতীত নীরব কর্মী, বর্তমানের ন্যয় মুখর নয়। তার সাধনা নীরব। অতীত বর্তমান ও ভবিষ্যৎ এ জননী; আর অতীত বর্তমান ও ভবিষ্যৎ মিলেই মানবের অখন্ড সাধনা। মন্তব্য: অতীত মানব জীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। অতীত নীরবে মানুষের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের ওপর তার প্রভাব রাখে।
Previus
Next
Share This Post