ভাবসম্প্রসারণ “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।”
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
মূলভাব: এ পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে মানুষের স্থান সবার উর্ধ্বে। সম্প্রসারিত ভাব: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দেহ-মনে-প্রাণে মানুষ অপূর্ব। বাইবেলে উল্লেখ আছে, "God made man After his own image” পরম করুনাময় আল্লাহ মানুষকে অন্তর্শক্তিতে বলীয়ান করে তার মধ্যে ও বুদ্ধির সমন্বয় ঘটিয়ে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ করেছেন। মানুষ অদম্য অপরিসীম ইচ্ছাশক্তির অধিকারী। মানুষ বুদ্ধিবলে জল-স্থল-অন্তরীক্ষে স্বীয় বিজয় পতাকা উড্ডীন করেছে। মানুষের শক্তি, জ্ঞান ও কর্মের সীমানা অফুরান। কিন্তু দুর্ভাগ্রক্রমে স্বার্থান্বেষী ও ক্ষমতাদর্পী কিছু মানুষ হীন উদ্দেশ্যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। ফলে সমাজে ও দেশে দেখা দেয় সংঘাত, সংঘর্ষ ও হানাহানি। তবে শক্তির দম্ভে মানুষ যদি তার স্বীয় কর্তব্য ভুলে দারিদ্রে ভাগ্যাহত মানুষকে তুচ্ছ জ্ঞান করে ,তাহলে সে দাম্ভিক এবং অরিণামদর্শীর ওপর স্রষ্টার অভিশাপ নেমে আসবে। মানুষই মানুষের সুখ দুঃখের সাথি। মানুষের চোখের পানি মুছে দিতে মানুষই পালন করবে অগ্রণী ভূমিকা। প্রত্যেক মানুষে স্রষ্টা বিরাজমান। শক্তি সামর্থ্যে, বিদ্যা বুদ্ধিতে সকল মানুষ সমান না হলেও মানুষের সাথে ব্যবহারের সময় স্মরণ রাখতে হবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। মানুষ সৃষ্টির সেরা- আশরাফুল মাখলুকাত।’ তাই সৃষ্টির যে দিকেই তাকাই না কেন, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছুই দেখি না। মন্তব্য: মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। মানুষের সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। দেশে দেশে কালে কালে মহামানবরা এ মানবতারই জয়গানে মুখর ছিলেন। তাঁরা প্রমাণ করেছেন, সব কিছুর ঊর্ধ্বে মানুষ, মানুষের জন্য মানুষ।
Previus
Next
Share This Post