ভাবসম্প্রসারণ “যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।”


যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

মূলভাব: কোনো জাতির উন্নতির মূল সোপান হচ্ছে তার চেতনা ও আদর্শ। আদর্শচ্যুত জাতি কখনো লক্ষ্যে পোঁছাতে পারে না, বরং নানা বিপর্যয়ের সম্মুখীন হয়। সম্প্রসারিত ভাব: গতিই জীবন, আর জীবনহীনতা বা স্থিতিতে মৃত্যু। এই বিশ্বজগতে যতদিন গতি থাকবে, ততদিন জীবন থাকবে। যেদিন এই গতি স্তব্ধ হয়ে যাবে সেইদিনই আসবে ধ্বংস। নদী তার আপন ধারায় প্রতিনিয়ত ধেয়ে চলে। সে কোনো বাধা মানে না, কোনো বিপত্তি এসে তার পথ রোধ করতে পারে না। কিন্তু যদি প্রাকৃতিক কোনো কারণে ঐ নদীর অবিরত জলধারা বন্ধ হয়ে যায় তবে নদীর বুকে জমে উঠে অজস্র জঞ্জাল স্তুপ। তার গতি তো রুদ্ধ হয়ই, তার শ্রী সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। মানবসমাজেও তদ্রুপ নদীর মতো আপন গতিবেগে উৎস থেকে মোহনার দিকে চলে, অতীত থেকে ভবিষ্যতের দিকে। কোথাও তার বিরাম নেই, বিশ্রাম নেই। তার গতি চিরচঞ্চল। যে জাতি গতির সাধনা করে সে জাতির যাত্রা হয় পূর্ণতার দিকে, সে জাতির বিরামহীন বিকাশের পথেই যাত্রা করে। কিন্তু কোনো জাতি যদি তাদের আদর্শের পথ হারিয়ে ফেলে, অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ থেকে অন্ধ অনুকরণ বা পুরাতন সংস্কারকে আঁকড়ে ধরে, সে জাতি প্রগতির ধারা থেকে বিছিন্ন হয়ে পড়ে। চারদিকের নানা বিপদ ও বিপর্যয় এসে তাদের আঘাত করে । রুদ্ধ হয়ে যায় তার উন্নতির সকল কথ। তখন সে- জাতির একরূপ মৃত্যুই হয় বলা যেতে পারে। তখন এ জাতি প্রকৃত উন্নতির পথ ত্যাগ করে শুষ্ক ও জীর্ণ লোকাচারের প্রতি আসক্ত হয়। জাতির চলার পথ শেষ পর্যন্ত একবারে অবনুদ্ধ হয়ে উঠে কুসংস্কারের প্রকোপে, লোকাচারের প্রাচুর্যে এবং দেশাচারের যুক্তিহীন প্রয়োগ্ অর্থহীন গোঁড়ামি প্রতি পদে তার উন্নতির অন্তরায় হয়ে উঠে এবং জাতির অগ্রগতি চিরকালের জন্য ব›ধ হয়ে যায়, জাতি তখন বিকৃত ও শাস্ত্রবাণীসর্বস্ব এক জড় পদার্থে পরিণত হয়। মন্তব্য: কোনো দেশের প্রতিটি নাগরিকের প্রকৃত দেশপ্রেম থাকলে কোনো রূপ জড়তা বা কুসংস্কার তাদের গ্রাস করতে পারে না। ফলে প্রাণপণ প্রচেষ্টা ও স্বকীয়তার অনুশীলনের মাধ্যমে জাতির অনায়াসে পৌঁছে যেতে পারে উন্নতির শীর্ষে হতে পারে অনুকরণীয় আদর্শ।

ভাবসম্প্রসারণ “ইচ্ছা থাকলে উপায় হয়।”
Previus
ভাবসম্প্রসারণ “পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনো ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম