ভাবসম্প্রসারণ “ইচ্ছা থাকলে উপায় হয়।”
ইচ্ছা থাকলে উপায় হয়।
মূলভাব: ইচ্ছাশক্তির দ্বারা যে কোনো অসাধ্য সাধন করা যায়। সম্প্রসারিত ভাব: মানুষের অন্তরে এমন এক শক্তি নিহতি যার জাগরণ ঘটাতে পারলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব । আর এ শক্তির নামই ইচ্ছাশক্তি। এটিই সকল কর্মের মূল প্রেরণা। মানষের ইচ্ছাশক্তির নিকট সকল প্রতিকূলতাই নতি স্বীকারে বাধ্য্ সাধনায় বাধা এলে তা অতিক্রম করা সম্ভব। এ জন্য প্রয়োজন আত্মশক্তিতে বলীয়ান হওয়া এবং প্রাণোত্তাপে জ্বলন্ত হয়ে উঠা। ইচ্ছাশক্তি মানুষের রক্তবাহী ধমণীর ন্যায়। পৃথিবীতে যারা কর্মী , গুনী , জ্ঞানী বলে পরিচিত হয়েছেন তারা সকলেই অদম্য ইচ্ছার অধিকারী ছিলেন। মানুষের ইচ্ছাশক্তির কাছে পর্বতও নতি স্বীকার করতে বাধ্য। হোমারের ইলিয়াডের কাহিনী শুনতে শুনতে জার্মান বালক হেননিস ক্লিম্যানের ট্রয়নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কারের বাসনা জেগেছিল। কঠোর সাধনায় তিনি সফলকাম হন। সম্রাট নেপোলিয়ন তার সোনাবাহিনীসহ আল্পস্ পর্বতের নিকট গিয়ে অসীম উৎসাহে বলে উঠে "There will be no Alps' অর্থাৎ আমার বিজয় অভিযানের মুখে আল্পস্ পর্বত থাকবে না। আত্মশক্তি সম্বন্ধে নেপোলিয়নের এ বোধ বা বিশ্বাসই দৃঢ় ইচ্ছা শক্তির অভিব্যক্তি ইচ্ছা শক্তি মানুসের মাঝে নব নব সুষ্টির বাসনা জাগায়। আকাশে উড়ন্ত পাখি দেখে একদিন মানুষের মনেও পাখির মতো আকাশে উড়ার বাসনা জেগেছিল। সেই বাসনার ফলশ্রুতিই আজকের উড়োজাহাজ বা বিমান। প্রবল ইচ্ছাশক্তির দ্বারাই মানুষ একের পর এক জয় করে চলেছে বিস্তৃত নীল আকাশ, সুগভীর সমুদ্রতল এবং প্রকৃতির গূঢ় রহস্য। এ ইচ্ছাশক্তি পূরণের জন্য কায়মনোবাক্যে চেষ্টা করতে হবে। মানুষ অপরাজেয় ইচ্ছাশক্তির ধারক বলেই সে সাফল্য লাভ করে। সে যা ইচ্ছা করে তাই পেতে পারে। মন্তব্য: মানুষের সকল কাজের মূল হচ্ছে ইচ্ছাশক্তি। আজকের পৃথিবীর সকল সুন্দর সৃষ্টিই মানুষের ইচ্ছাশক্তির ফলশ্রুতি।
Previus
Next
Share This Post