ভাবসম্প্রসারণ “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।”
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
মূলভাব: আজকের শিশুরাই আগামী স্বর্ণ সম্ভাবনাময় দিনের কর্ণধার। তারাই হবে দেশ ও জাতির পথদর্শক। সম্প্রসারিত ভাব: সমগ্র জাতিসত্তার ধারক ও বহক হচ্ছে বর্তমানের শিশু। আজকের শিশুরাই শতদলের মতো বিকশিত হয়ে জাতিকে দিকনির্দেশনা দেবে-দেশকে করে তুলবে গরীয়ান মহীয়ান। শিশুর মধ্যে নিহিত থাকে অফুরান সম্ভাবনাময় প্রতিশ্রুতি। বীজের মধ্যে যেমন ফসলের সম্ভাবনা তেমনি শিশুর মধ্যে রয়েছে দেশ মাতৃকার উন্নতি,সমৃদ্ধি ও প্রগতির সম্ভাবনা। একটি শিশু একটি জাতির উৎকৃষ্ট বীজ। তাই শিশুকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে দরকার উপযুক্ত শিক্ষা ও পরিবেশ। প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে। আমাদের দেশে বহু শিশু অনাদর ও অবহেলায় বেঁচে থেকেও মানবেতর জীবনযাপন করছে। শিশুদেরকে এ রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। তবেই জাতি হবে সার্থক। দেশ পাবে যথার্থ সন্তান। মন্তব্য: আজকের শিশুরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তাই প্রতিটি শিশুকে উপযুক্ত ভাবে গড়ে তোলা জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
Previus
Next
Share This Post