ভাবসম্প্রসারণ “যার তুমি নিচে ফেল, সে তোমারে বাঁধিছে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।”


যার তুমি নিচে ফেল, সে তোমারে বাঁধিছে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।

মূলভাব: কাউকে নিচে ফেলে উপরে উঠার চেষ্টা অথবা কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা কখনই নিষ্কন্টক হয় না। কারণ, ডাকে পেছনে ফেলে, পদদলিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয় , পেছন থেকে সেই টেনে ধরে পিছিয়ে আসতে বাধ্য করে। সম্প্রসারিত ভাব: জীবনের সার্থক বিকাশ ও পরিপূণ্য সফলতার জন্য সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালানোই মনুষ্যত্বের পরিচায়ক। কারণ পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বিশ্বাসই মানুষের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। এর মধ্যেই সমাজ ও ব্যক্তির কল্যাণ নিহিত। কিন্তু আমাদের সমাজে এমনি কিছু বিচিত্র লোক আছে যারা অন্যের অনিষ্ট করে নিজের সুখের ঠিকানা গড়তে চায়। উন্নতির স্বর্ণালি সিঁড়িতে আরোহণের স্বপ্নে বিভোর হয়ে এরা অন্যের ক্ষতি করতেও টিছপা হয়না। কিন্তু পরিণামে এরা নিজেরাই ক্ষতির পতিত হয়। তাই কবি বলেন-

“পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন।”

মূলত মানুষের স্বার্থবুদ্ধি প্রাধান্য পেলে তার পরিণতি শুভ হয় না। অপরকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হওয়ার চেষ্টা মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। কারণ নিজের স্বার্থকে যারা বড় করে দেখে তারা মহৎ নয়; বরং সংকীর্ণমনা, অনুদান। আর এই অনুদার মানুষেরা বশ্বি মানবতার অকল্যান বৈ অন্য কিছু আনয়ন করে না। মন্তব্য:  To every action there is an equal and opposite reaction” অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ অন্যের যেটুকু ক্ষতি করা হয় তার সমপরিমাণ ক্ষতি নিজেরও হয়ে যায়। তাই অন্যের ক্ষতি করার চিন্তার পরিবর্তে পরোপকারে আত্মনিয়োগ করাই উত্তম।

ভাবসম্প্রসারণ “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।”
Previus
ভাবসম্প্রসারণ “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম