ভাবসম্প্রসারণ “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।”


সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

মূলভাব: সততা মানবজীবনের একটি মহৎ গুণ। সততা মানুষকে নিয়ে যায় গৌরবময় স্থানে যা তাঁকে সকল মানুষের কাচে আদর্শ হিসেবে তুলে ধরে। তাই সকল দুঃখ- কষ্ট ভুলে কর্মক্ষেত্রে সততা বজায় রাখা উচিত। সম্প্রসারিত ভাব: জীবনের যে কোনো ক্ষেত্রে সততায় মূল্য সবকিছুর ঊর্ধ্বে। সৎ মানুষ সকলের নিকট বিশ্বন্ত ও শ্রদ্ধার পাত্র। তবে অসৎ পথে চলেও কখনো কখনো কেউ ব্যাপক উন্নতি সাধন করে। প্রকৃতপক্ষে এ উন্নতি সাময়িক ও ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো তা ভেঙে পড়তে পারে। টাকার জোরে কোনো অসৎ ব্যক্তি সম্মান ও প্রতিপত্তি লাভ করলে ও মনে মনে মানুষ ঠিকই তাকে ঘৃণা ক।ে পক্ষান্তরে, সৎ মানুষ যত দুঃখ ও দীনতার মধ্যেই জীবনযাপন করুক না কেন, মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। সততা মানবজীবনে কল্যাণ বয়ে আনে। সুন্দর ও পুণ্যবান জীবনের জন্য সততার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সততাকে মানবজীবনের মুকুট হিসেবে বিবেচনা করা হয়। মানবজীবনের বৃহত্তর স্বর্থে পরিবার, প্রতিষ্ঠান তথা সমাজ থেকে অন্যায়কে দুরীভূত করতে চাইলে সৎ মানুষের বিকল্প নেই। সৎ মানুষ কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার বা অসৎ ব্যক্তির সাথে আপস করেন না। সত্যের অনুসারী মানুষ সৎ থাকর প্রবণতার মাধমে সততার অনুশীলন করেন। আর এ সততা যে কাইকে সত্যের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। সততার মধ্যে দিয়েই পরিচয় পাওয়া যায়। বিবেকবান মানুষের। আবার অন্যভাবে বলা যায়, অরাধের প্রতি বিতৃষ্ণ মনই সততার বাহক। সততা অর্জনের জন্য মানুষকে জীবনে অজস্র বাধা-বিপত্তি, সঙ্কট ও জটিলতা তথা প্রতিকূলতাকে জয় করে পথ চলতে হয়। কিন্তু প্রকৃত সত্য হলো, বাস্তবজীবনে খুব সমসংক্যক মানুষই এসব প্রতিকূলতাকে জয় করে নিজেকে সৎ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এ ছাড়া সুযোগের অভাবেও মানুষ অনেক সময় সততার মুখোশ পরে। আবার লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে না পেরে কার্যসিদ্ধির লক্ষেও অনেকেই অন্যায় পথে পা রাখে। তবে এ জন্য আমাদের সমাজব্যবস্থা অনেকাংশে দায়ী। যে সমাজে সততা প্রশংসা নেই অথবা অন্যায়ের প্রতি ঘৃণা নেই সে সমাজে সততার অভাব দেখা দেয়। মানুষের নৈতিকতার অধঃপতন ঘটলেও সততার অবক্ষয় ঘটে। জাগ্রত বিবেক হলো সততার নিদর্শন। সততা মানুষকে এনে দেয় ইহকালে সুখ-শান্তি ও পরকালের মুক্তি। তাই সততার সঙ্গে মানবজীবনকে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার জন্য শিশুকাল থেকেই সততার চর্চা করা এবং সততার আদর্শকে সমুজ্জ্বল রাখা প্রয়োজন। মন্তব্য: সাফল্য লাভের আশায় মানুষ যত পন্থাই অবলম্বন করুক না কেন, সততার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি কথায়, কাজে ও চিন্তায় মানুষের সৎ থাকা উচিত।

ভাবসম্প্রসারণ “পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে, মানুষ ইহতে দাও তোমার সন্তানে।”
Previus
ভাবসম্প্রসারণ “যার তুমি নিচে ফেল, সে তোমারে বাঁধিছে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম