ভাবসম্প্রসারণ “রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।”


রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

মূলভাব: মানব জীবন যতই দুঃখময় হোক না কেন একপর্যায়ে গভীর অমানিশা কেটে গিয়ে দেখা দেয় প্রভাত সূর্যের রশ্মি, সুন্দর-সুখী ও বিপদমুক্ত বাঞ্ছিত মুহূর্ত । সম্প্রসারিত ভাব: মানব জীবন কন্টকমুক্ত নয়। জীবন চলার পথে সুখ-দুঃখ , বিপদ-আপদ পাশাপাশি অবস্থান করে। ফলে কখনো সুখ, আবার কখনো দুঃখ এসে জড়িয়ে যায় জীবনের সাথে। দুঃখ ছাড়া যেমন সুখ কল্পনা করা যায় না, তেমনি জীবনে শুধু দুঃখে থাকে তাও ভাবা নিরর্থক। বিদনার শেষ সীমায় অবস্থান করে স্বাচ্ছন্দ্যিক জীবনের খেয়া। অনধাকর রাত্রির প্রহর কেটে দেখা যায় সোনালি ঊষা। তাই দুঃখের আধাঁরে জীবন ঢেকে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ দুঃখের পর একসময় সুখ আসতে বাধ্য। রাত যত গভীর হয় ততই তা দিনের সান্নিধ্যে আসে- এটাই প্রকৃতির নিয়ম। তেমনি দুঃখ-বেদনা, বিপদ-আপদ, যতই গভীর থেকে গভীরতর হয় বুঝতে হবে সুখের সোনালি প্রভাত ততই নিকটে। এ প্রসঙ্গে বার্নার্ড জোসেফ বলেছেন, “এমন কোনো রাত নেই যার ভোর হবে না।। এমন কোনো দুঃখ নেই যা সময়ে ফিরে আসবে না।” মন্তব্য: জীবনের পাশাপাশি মৃত্যুর আহ্বান যেমনি সত্য, তেমনি সুখ-দুঃখ একে অপরের সাথে অঙ্গা আঙ্গিভাবে জড়িত। এটিকে বাদ দিয়ে অপরদিকে অস্তিত্ব কল্পনা করা মিথ্যা মরীচিকা ছাড়া আর কিছুই নয়।

ভাবসম্প্রসারণ “প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।”
Previus
ভাবসম্প্রসারণ “প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম