ভাবসম্প্রসারণ “সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।”
সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।
মূলভাব: কর্মই মানুষকে মহৎ করে তোলে। এ জগতে অনেকে তাঁদের মহৎ কর্ম, ভালোবাসা ও অধ্যবসায় দ্বারা স্মরণীয় হয়ে রয়েছেন। মরেও তারা অমর। সম্প্রসারিত ভাব: অফুরন্ত সৌন্দর্যের ক্ষণস্থায়ী এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মৃত্যু এক অনিবার্য সত্য। মৃত্যুর ধ্বংশলীলার মাধ্যমে মানুষের নিথর দেহের বিলুপ্তি ঘটলেও তার মহৎ কর্মের সুরভী কখনো শেষ হওয়ার নয়। তার এ মহৎ কর্ম যুগ থেকে যুগান্তরে ঘুরে বেড়ায় মহাকালের ঘূর্ণন চকায় । কাজেই মানুষ যদি যথার্থ কাজ করে যেতে পারে, তবে মৃত্যু তা নশ্বর দেহ নিশ্চিহ্ন করে দিলেও তার কর্মের সুফর ও খ্যাতির আলোকবর্তিকায় সমুজ্জ্বল হয়ে উঠে পার্থিব জগৎ। কর্মগণে তিনি চিরঞ্জীব হয়ে থাকেন মানুষের মণিকেঠায়। মানব মনের মন্দিরে প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে। তাই কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক , সমাজসেবী, রাষ্ট্রনায়ক প্রভৃতি প্রতিভাবান ব্যক্তিরা যুগ যুগ ধরে স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন। পক্ষান্তরে, যারা নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন, সমাজ, দেশ ও জাতির মঙ্গলের জন্য কিছুই করেননি-মৃত্যুর সাখে সাথে মুছে গেছে তাদের নাম। কেউই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে না। মন্তব্য: মানুষ বিচিত্র মনের অধিকারী । সবার জন্য যার হৃদয়ে প্রেম, পরর্থে যার জীবন উৎসর্গীকৃত তার জীবনই ধন্য, সার্থক।
Previus
Next
Share This Post