ভাবসম্প্রসারণ “মিথ্য শুনিনি ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।”


মিথ্য শুনিনি ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।

মূলভাব: সব উপাসনালয় থেকে শ্রেষ্ঠ মানুষের হৃদয়ে বা মন। কেননা পবিত্র হৃদয়েই অবস্থান করে স্রষ্টা। সম্প্রসারিত ভাব: মানুষ সৃষ্টির সেরা জীব-আশরাফুল মাখলুকাত। কারণ মানুষকে সর্বশক্তিমান আল্লাহ বিবেক-বিবেচনা ও বুদ্ধিসহকাওে অপর সব জীব অপেক্ষা শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তাই মানুষ অন্য প্রাণী থেকে আলাদা। সে জন্য মানুষকে ন্যায় - অন্যায় পাপ-পুণ্য বিচার করে চলতে হয়। সকল পাপ-পুণ্য, ভালো-মন্দ , ধর্ম-অধর্মের পার্থক্য নির্ধারণে মানুষকে পরিচালিত করে তার মন। এ মন বা হৃদয় দ্বারা পরিচালিত হয়ে মানুষ সৎ কাজ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। মানুষ সততা, সর্তবাদিতা, ন্যায়-নিষ্ঠা, দয়া প্রভৃতি সৎ গুনাবলির দ্বারাই কল্যাণের পথে বা মঙ্গলের পথে পরিচালিত হয়। অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করার যে প্রবণতা মানুষের মধ্যে গড়ে উঠে তার উৎসস্থল হচ্ছে মন বা হৃদয়। স্রষ্টার  আরাধনা করার পবিত্র ও উৎকৃষ্ট স্থান হচ্ছে উপাসনালয়। এখানে দিন রাত অবস্থান করে প্রার্থনা করার তাৎপর্য এই যে, সুন্দর মোহমুক্ত পবিত্র পবিবেশে হৃদয়কে ষড়রিপুর প্রভাব তেকে মুক্ত রাখা এবং সৃষ্টিকর্তার নির্ধারিত পথে চলে তার গুণ-কীর্তন করা। সুতরাং এ হৃদয়ই সমস্ত উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ  মানুষের হৃদয়। মানুষের নির্মর হৃদয়ই শ্রেষ্ঠ এবাদতখানা। কলুষমুক্ত হৃদয় মানুষকে ন্যায়ের পথে, সত্যের পথে ধর্মের পথে পরিচালিত করে মসজিদ-মন্দিরের উপাসনাকে সার্থক করে তোলে। মন্তব্য: বহু অর্থ ব্যয়ে নির্মিত মন্দির বা মসজিদ অপেক্ষা নিস্কলুষ হৃদয় বা নির্মল হৃদয়ের স্থান অনেক উচ্চে।

ভাবসম্প্রসারণ “উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।”
Previus
ভাবসম্প্রসারণ “সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম