ভাবসম্প্রসারণ “উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।”


উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।

মূলভাব: উত্তম ব্যক্তি ভালো মন্দ সবার সাথে চলতে চেষ্টা করেন। কিন্তু মধ্যম ব্যক্তি উত্তম ও অধমের সাথে দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করেন। সম্প্রসারিত ভাব: এ জগতে উত্তম, মধ্যম এবং অধম এ তিনি ধরনের মানুষ রয়েছে। যাঁরা প্রকৃত মহৎ তাঁরা সমগ্র জীবন ধরে আপাময় জনসাধারনের কল্যাণেই নিজেদের সমস্ত শক্তি, কর্ম ও চিন্তা নিয়োজিত করেন। তাঁরা সকল শ্রেণীর লোকেরা সাথে মেশেন; মন্দদের সাথে মিশতেও কোনোরূপ সংশয় বা কুন্ঠাবোধ করেন না। উত্তম যাঁরা তাঁরা আত্মশক্তিতে বলীয়ান, চরিত্র মহিমায় দেদীপ্যমান। উত্তম সত্যিকারের জননেতা এবং নতুনের বার্তাবাহী । তাঁদের চরিত্র মাধুর্যে নরাধমও নরোত্তম হয়ে উঠে। যেমন- মহানবি (সা.) সংস্পের্শে এসে “ আইয়ামে জাহেলিয়ান” যুগের নরাধম ব্যাক্তিরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। মধ্যমরা নিজেদের ক্ষতি ও পতন সম্বন্ধে আশাঙ্কিত। অপরদিকে তাদের বিচারে অধম হীন ও অপাঙক্তেয়। তাদের ভয়, মন্দের সংশ্রবে এলেই বিপদের সম্ভাবনা, মন্দেরা তাদের অনিষ্ট করবে। উত্তম ও অধমের নিকট থেকে মধ্যম একটা ব্যবধান রচনা করে আত্মরক্ষার্থে সদা সচেতন থাকে। মন্তব্য: উত্তম ব্যক্তি উদার মনের অধিকারী হওয়ায় সবার সাথে মিশতে পারে; কিন্তু মধ্যম ব্যক্তি সংকীর্ণ মনের অধিকারী বলে অধমের সাথে মিশতে ব্যর্থ।

ভাবসম্প্রসারণ “সাহিত্য জাতির দর্পণস্বরূপ।”
Previus
ভাবসম্প্রসারণ “মিথ্য শুনিনি ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম