ভাবসম্প্রসারণ “উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।”
উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
মূলভাব: উত্তম ব্যক্তি ভালো মন্দ সবার সাথে চলতে চেষ্টা করেন। কিন্তু মধ্যম ব্যক্তি উত্তম ও অধমের সাথে দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করেন। সম্প্রসারিত ভাব: এ জগতে উত্তম, মধ্যম এবং অধম এ তিনি ধরনের মানুষ রয়েছে। যাঁরা প্রকৃত মহৎ তাঁরা সমগ্র জীবন ধরে আপাময় জনসাধারনের কল্যাণেই নিজেদের সমস্ত শক্তি, কর্ম ও চিন্তা নিয়োজিত করেন। তাঁরা সকল শ্রেণীর লোকেরা সাথে মেশেন; মন্দদের সাথে মিশতেও কোনোরূপ সংশয় বা কুন্ঠাবোধ করেন না। উত্তম যাঁরা তাঁরা আত্মশক্তিতে বলীয়ান, চরিত্র মহিমায় দেদীপ্যমান। উত্তম সত্যিকারের জননেতা এবং নতুনের বার্তাবাহী । তাঁদের চরিত্র মাধুর্যে নরাধমও নরোত্তম হয়ে উঠে। যেমন- মহানবি (সা.) সংস্পের্শে এসে “ আইয়ামে জাহেলিয়ান” যুগের নরাধম ব্যাক্তিরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। মধ্যমরা নিজেদের ক্ষতি ও পতন সম্বন্ধে আশাঙ্কিত। অপরদিকে তাদের বিচারে অধম হীন ও অপাঙক্তেয়। তাদের ভয়, মন্দের সংশ্রবে এলেই বিপদের সম্ভাবনা, মন্দেরা তাদের অনিষ্ট করবে। উত্তম ও অধমের নিকট থেকে মধ্যম একটা ব্যবধান রচনা করে আত্মরক্ষার্থে সদা সচেতন থাকে। মন্তব্য: উত্তম ব্যক্তি উদার মনের অধিকারী হওয়ায় সবার সাথে মিশতে পারে; কিন্তু মধ্যম ব্যক্তি সংকীর্ণ মনের অধিকারী বলে অধমের সাথে মিশতে ব্যর্থ।
Previus
Next
Share This Post