ভাষা-অতি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নবম - দশম শ্রেণি
ভাষা ও বাংলা ভাষা
১। মানুষের কন্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে? ক) ধ্বনি খ) শব্দ গ) বাক্য ঘ) ভাষাউত্তরঃ ঘ) ভাষা
২। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক ) ভাষা
খ) চিত্র
গ) ইঙ্গিত
ঘ) আচরণ
উত্তরঃ ক ) ভাষা
৩। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি ঘ) ছয়টি
উত্তরঃ খ) চারটি
৪। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক) আড়াই হাজারের ওপর
খ) সাড়ে তিন হাজারে ওপর
গ) সাড়ে চার হাজারের ওপর
ঘ) সাড়ে পাঁচ হাজারে ওপর
উত্তরঃ খ) সাড়ে তিন হাজারে ওপর
৫। বার্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা?
ক) প্রায় পঁচিশ কোটি
খ) প্রায় ঊনত্রিশ কোটি
খ) প্রায় পঁয়ত্রিশ কোটি
ঘ) প্রায় ত্রিশ কোটি
উত্তরঃ ঘ) প্রায় ত্রিশ কোটি
৬। ভাষাভাষী জনসংখ্যার দিন দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান
ক) ষষ্ঠ
খ) চতুর্থ
গ) অষ্টম
ঘ) নবম
উত্তরঃ খ) চতুর্থ
৭। কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য ?
ক) গুরুগম্ভীর
খ) তৎসম শব্দবহুল
গ) বক্তৃতার অনুপযোগী
ঘ) তদ্ভব শব্দবহুল
উত্তরঃ ঘ) তদ্ভব শব্দবহুল
৮। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক) সর্বনাম ও ক্রিয়া পদ
খ) বিশেষ্য ও বিশেষণ পদ
গ) বিশেষ্য ও ক্রিয়া পদ
ঘ) ক্রিয়া ও বিশেষণ পদ
উত্তরঃ ক) সর্বনাম ও ক্রিয়া পদ
৯। ভাষার মূল উপাদান কোনটি?
ক) বাক্য
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) অক্ষর
উত্তরঃ গ) ধ্বনি
১০। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমম্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক) সাধু ভাষা
খ) মিশ্র ভাষা
গ) আদর্শ চলিত ভাষা
ঘ) আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ) আদর্শ চলিত ভাষা
১১। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক) আভিজাত্যপূর্ণ
খ) পদবিন্যাস সুনির্দিষ্ট
গ) কৃত্রিমতাবর্জিত
ঘ) কাঠামো অপরিবর্তনীয়
উত্তরঃ গ) কৃত্রিমতাবর্জিত
১২। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়?
ক) কথ্য ভাষা
খ) লেখ্য ভাষা
গ) সাধু ভাষা
ঘ) চলিত ভাষা
উত্তরঃ গ) সাধু ভাষা
১৩। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?
ক) ক্রিয়াপদে
খ) সর্বনাম পদে
গ) সর্বনাম ও ক্রিয়াপদে
ঘ) বিশেষ্য ও বিশেষণ পদে
উত্তরঃ গ) সর্বনাম ও ক্রিয়াপদে ১৪। বাংলা সহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ) প্রমথ চৌধুরী
১৫। কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী
ক) চলিত ভাষা
খ) সাধু ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) কথ্য ভাষা
উত্তরঃ ক) চলিত ভাষা
১৬। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল ? ক) সাধু
খ) চলিত
গ) আঞ্চলিক
ঘ) উপভাষা
উত্তরঃ খ) চলিত
১৭। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক) বৈষ্ণব পাদাবলি
খ) সিকান্দারনামা
গ) মধুমালতী
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
১৮। পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল- বাক্যটি কোন রীতির?
ক) সাধু
খ) আঞ্চলিক
গ) চলিত
ঘ) প্রমিত
উত্তরঃ গ) চলিত
১৯। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
ক) আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) গুজরাট
ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ খ) পশ্চিমবঙ্গ
২০। বাংলা ভাষার ভিত্তি মূলত কোন শব্দ ?
ক) তৎসম
খ) প্রাকৃত
গ) বিদেশি
ঘ) প্রাচীন ভারতীয়
খ) প্রাকৃত
২১। অধিকাংশ ভাষার কয়টি রূপ লক্ষ করা যায় ?
ক) পাঁচটি
খ) চারটি
গ) তিনটি
ঘ দুইটি
উত্তরঃ ঘ দুইটি
২২। বাংলা ভাষারীতি কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তরঃ খ) ৩টি
২৩। কোন ভাষার কোনো ধরাবাঁধা একক রীতি নেই?
ক) সাধু ভাষার
খ) চলিত ভাষার
গ) লেখ্য ভাষার
ঘ) আঞ্চলিক বা উপভাষার
উত্তরঃ ঘ) আঞ্চলিক বা উপভাষার
২৪। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী?
ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ) ধ্বনি, শব্দ, বর্গ, বাক্য
উত্তরঃ ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
২৫। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক) মনের সাহায্যে
খ) অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
গ) ঠোঁটের সাহায্যে
ঘ) বাগযন্ত্রের সাহায্যে
উত্তরঃ ঘ) বাগযন্ত্রের সাহায্যে
২৬। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি?
ক) মহাভারত
খ) চর্যাদ
গ) রামায়ন
ঘ) বৈষ্ণর পদাবলি
উত্তরঃ খ) চর্যাদ
২৭। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক) প্রাচীন যুগের
খ) মধ্য যুগের
গ) বর্তমান যুগের
ঘ) আধুনিক যুগের
উত্তরঃ ঘ) আধুনিক যুগের
২৮। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক) দেশ, কাল ও পরিবেশ ভেদে
খ) পরিবেশ ও দেশ ভেদে
গ) কাল ও পরিবেশ ভেদে
ঘ) দেশ ও বাল ভেদে
উত্তরঃ ক) দেশ, কাল ও পরিবেশ ভেদে
২৯। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক) সাধু ভাষা খ) চলিত ভাষা
গ) উপভাষা
ঘ) কথ্য ভাষা
গ) উপভাষা
৩০। উপভাষার আর এক নাম কী?
ক) দেশীয় ভাষা
খ) মূলভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) বাংলা ভাষা
উত্তরঃ গ) আঞ্চলিক ভাষা
৩১। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক) চলিত
খ) সাধু
গ) আঞ্চলিক
ঘ) প্রাকৃত
উত্তরঃ খ) সাধু
৩২। কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য?
ক) তৎসম শব্দবহুল
খ) তদ্ভব শব্দবহুল
গ) পরিবর্তনশীল
ঘ) সহজবোধ্য
উত্তরঃ ক) তৎসম শব্দবহুল
৩৩। ভাষার কোন রীতি কষ্টসাধ্য ?
ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) কথ্য রীতি
ঘ) আঞ্চলিক রীতি
উত্তরঃ ক) সাধু রীতি
৩৪। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক) সাধু ভাষা
খ) কথ্য ভাষা
গ) উপভাষা
ঘ) চলিত ভাষা
উত্তরঃ ক) সাধু রীতি
৩৫। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল ?
ক) আঞ্চলিক কথ্য রীতি
খ) চলিত রীতি
গ) সাধু রীতি
ঘ) সাধু ও চলিত উভয় রীতি
উত্তরঃ গ) সাধু রীতি
৩৬। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে হয়েছে? ক) লেখ্য
খ) কথ্য
গ) আঞ্চলিক
ঘ) উপভাষা
উত্তরঃ ক) লেখ্য
৩৭। বাংলা লেখ্য ভাষার রীতি কোনটি?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তরঃ খ) দুটি
৩৮। সাধু রীতির বৈশেষ্ট্য কোনটি?
ক) গুরুগম্ভীর , অপরিবর্তনীয়
খ) কৃত্রিমতাবর্জিত
গ) অবোধ্য
ঘ) দুর্বোধ্য
উত্তরঃ ক) গুরুগম্ভীর , অপরিবর্তনীয়
৩৯। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়-
ক) কাব্য সাহিত্যে
খ) দলিল দস্তাবেজে
গ) পুঁথি সাহিত্যে
ঘ) চিঠিপত্রে
উত্তরঃ ক) গুরুগম্ভীর , অপরিবর্তনীয়
৪০। ভাষার গুরুচন্ডালী দোষ কাকে বলে?
ক) সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণকে
খ) সাধু ও চলিত রীতির মিশ্রণকে
গ) অতিরিক্ত শব্দের ব্যবহারকে
ঘ) ভাষার মুদ্রাদোষকে
উত্তরঃ ঘ) ভাষার মুদ্রাদোষকে
৪১। ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) বুন
খ) বুনো
গ) বন
ঘ) বূন
উত্তরঃ খ) বুনো
৪২। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?
ক) মিথিলা
খ) চুরুলিয়া
গ) আরাকান
ঘ) কলকাতা
উত্তরঃ ঘ) কলকাতা
Previus
Next
Share This Post