সারাংশঃ নিষ্ঠুর ও কছিন মুখ শয়তানের ........পরিবারের প্রতি প্রেম।
নিষ্ঠুর ও কছিন মুখ শয়তানের ........পরিবারের প্রতি প্রেম।
নিষ্ঠুর ও কছিন মুখ শয়তানের । কখন ও নিষ্ঠুর বাক্যে প্রেম ও কল্যাণ প্রতিষ্ঠা হয় না। কঠিন ব্যবহারে ও রূঢতায় মানববত্মার অধঃপতন হয়। সাফল্য কিছু হইলে ও যে আত্মা দরিদ্র হইতে থাকে, সুযোগ পাইলেই সে আপন পশু স্বভাবের পরিচয় দেয়। যে পরিবারের কর্তা ছোটদের সঙ্গে অতিশয় কদর্য ব্যবহার করে, সে পরিবারের প্রত্যেকের স্বভাব অতিশয় মন্দ হইতে থাকে। শিশুর প্রতি একটি নিষ্ঠুর কথা, এক একটা মায়াহীন ব্যবহার তাহার মনুষ্যত্ব অনেকখানি রক্তের মতো শুষিয়া নেয়, পক্ষান্তরে স্নেহ মমতা শিশুর মনুষ্যত্বকে সঞ্জীবিত করে। পরিবারের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য সকলেই চেষ্ঠা করা উচিত । ইহার পরিবারের প্রতি প্রেম।
সারাংশঃ নিষ্ঠুরতা নয়, প্রেম ভালোবাসার মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত। এর ব্যতিক্রম হলে মানব জীবনে নেমে আসে ধ্বংস । পরিবারে ছোটদের প্রতি স্নেহে ভালোবাসার মাধ্যমে তাদের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার নেপথ্যে বড়দের এগিয়ে আসতে হবে। তাহলে পরিবার প্রেম ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে।
Previus
Next
Share This Post