সারমর্মঃ আসিতেছে শুভ দিন ............. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।


আসিতেছে শুভ দিন ............. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।

আসিতেছে শুভ দিন,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ-

হাতুড়ি, শাবল, গঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,

পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,

তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি,

তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান

তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।

সারমর্মঃ সভ্যতার ক্রমবিকাশ শ্রমজীবী মানুষের অবদানই সবচেয়ে বেশি। আমাদের সুখ ও সমৃদ্ধি এদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল। প্রকৃতপক্ষে তারাই মানবরুপী দেবতা। তাই অবজ্ঞার চোখে না তাদের জয়গান করা উচিত।

সারমর্মঃ বহুদিন ধরে বহু ক্রোশ দুরে...................একটি শিশির বিন্দু।
Previus
সারমর্মঃ পরের কারণে স্বার্থ দিয়ে বলি...............প্রত্যেক আমরা পরের তরে।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম