সারমর্মঃ আসিতেছে শুভ দিন ............. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।
আসিতেছে শুভ দিন ............. তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।
আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ-
হাতুড়ি, শাবল, গঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি,
তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব-উত্থান।
সারমর্মঃ সভ্যতার ক্রমবিকাশ শ্রমজীবী মানুষের অবদানই সবচেয়ে বেশি। আমাদের সুখ ও সমৃদ্ধি এদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল। প্রকৃতপক্ষে তারাই মানবরুপী দেবতা। তাই অবজ্ঞার চোখে না তাদের জয়গান করা উচিত।
Previus
Next
Share This Post