সারমর্মঃ পরের কারণে স্বার্থ দিয়ে বলি...............প্রত্যেক আমরা পরের তরে।
পরের কারণে স্বার্থ দিয়ে বলি...............প্রত্যেক আমরা পরের তরে।
পরের কারণে স্বার্থ দিয়ে বলি
এ জীবনে মন সকলি দাও;
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও,
পরের কারণে মরণেও সুখ
সুখসুখ করি কেদঁনা আর,
যতই কাদিঁবে ততই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয় ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেক আমরা পরের তরে।
সারমর্মঃ পরের উপকারে নিজেকে উৎসর্গ করার মাঝেই জীবনের পরম সার্থকতা। নিজের সুখ ও স্বার্থকে উপেক্ষা করে পরের কল্যাণে তা ত্যাগ করতে পারলেই প্রকৃত সুখ। তাই প্রত্যেকেরই পরের কল্যাণে আত্মনিয়োগ করা উচিত।Previus
Next
Share This Post