সারমর্মঃ “বসুমতি, কেন তুমি এতই কৃপনা?..................তোমার গৌরব তাহে একবারে ছাড়ে।”
“বসুমতি, কেন তুমি এতই কৃপনা?..................তোমার গৌরব তাহে একবারে ছাড়ে।”
“বসুমতি, কেন তুমি এতই কৃপনা?
কত খোঁড়াখুড়ি করি পাই শস্য কণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে ক্ষতি?
শুনিয়ে ঈষৎ হাসি কহেন বসুনতি
‘তোমার গৌরব তাহে সমান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একবারে ছাড়ে।”
সারমর্মঃ সুকঠিন শ্রম ও কর্মসাধনার মধ্য দিয়ে জগতে, সাফল্যের গৌরব ও জয়মালা অর্জন করতে হয়। অলস ব্যক্তি সমাজের কোনো কাজে আসে না। করুণার দান গ্রহনে কোনো গৌরব নেই । শ্রমের মাধ্যমে কিছু অর্জনের মধ্যেই যথার্থ গৌরব নিহিত।Previus
Next
Share This Post