সারমর্মঃ নিন্দকেরে বাসি আমি সবার চেয়ে ভালো.................... তাহার কৃপা ভরে।
নিন্দকেরে বাসি আমি সবার চেয়ে ভালো.................... তাহার কৃপা ভরে।
নিন্দকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে।
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্ব জনে নিঃস্ব করে পবিত্রতা আনে।
সাধকজনে নিস্তানিতে তার মতো কে জানে?
বিনামুল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে,
আমার আশা পূর্ণ হেবে তাহার কৃপা ভরে।
সারমর্মঃ নিন্দুকের ধর্ম অপরের কুৎসা রটনা করে বেড়ানো। তাই বলে তাকে ঘৃণার চোখে দেখা উচিত নয়। সে-ই আমাদের প্রকৃত বন্ধু। কেননা, তার কু-রচনার ভরে আমরা যে কোনো দূষনীয কর্মকান্ড থেকে বিরত থাকতে সচেষ্ট হই।
Previus
Next
Share This Post