সারমর্মঃ তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর ........................তুমিও হওগো ধন্য তরুর মতন।
তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর ........................তুমিও হওগো ধন্য তরুর মতন।
তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়,
তরু তবু আকাতর, কিছু নাহি কয়।
দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন,
তরুর আদর্শ কর জীবনে গ্রহণ।
পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
তুমিও হওগো ধন্য তরুর মতন।
সারমর্মঃ অপরের কল্যণে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেয়ার মাঝেই মানব জীবনের পরম সার্থকতা। মহৎ হৃদয়ের অধিকারীরা অন্যের জন্য সবস্ব বিলিয়ে দিতে কুন্ঠাবোধ করেন না। পরহিত ব্রতে নিজকে উৎসর্গের মধ্য দিয়ে তাদের দুর্লভ মানব জন্ম সার্থক হয়। বৃক্ষ তার প্রকৃষ্ট উদাহরণ। আমাদের উচিত বৃক্ষের মতো পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়া।
Previus
Next
Share This Post