সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করে, এ নহে, মোর প্রার্থনা .....................নিজের মনে না, যেন মানি ক্ষয়।
বিপদে মোরে রক্ষা করে, এ নহে, মোর প্রার্থনা .................. যেন মানি ক্ষয়।
বিপদে মোরে রক্ষা করে, এ নহে, মোর প্রার্থনা-
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই-বা দিলে সান্তনা,
দুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা।
নিজের মনে না, যেন মানি ক্ষয়।
সারমর্মঃ স্রষ্টার নিকট কখনও অনুগ্রহ কামনা করা উচিত নয়। স্রষ্টা মনুষকে বিপদ-আপদ থেকে রক্ষা করবেন, দুঃখে সান্তনা দেবেন এমন প্রার্থনা করাও উচিত নয়। বরং স্রষ্টার প্রতি পূর্ণ আস্থা রেখে দৃঢ় মনোবল নিয়ে সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করাই মানুষের কাম্য।
Previus
Next
Share This Post