সারমর্মঃ দন্ডিতের সাথে দন্ডাদাতা কাঁদে যবে সমান আঘাতে............মহা অপরাধী হবে তুমি তার কাছে।
দন্ডিতের সাথে দন্ডাদাতা কাঁদে যবে সমান আঘাতে............মহা অপরাধী হবে তুমি তার কাছে।
দন্ডিতের সাথে
দন্ডাদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পায় কোনো, তারে দন্ড দান
প্রবলের অত্যাচার। যে দন্ড বেদনা
পুত্রেরে পার রা দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহা অপরাধী হবে তুমি তার কাছে।
সারমর্মঃ অপরাধপ্রবণতা মানুষের জন্মগত প্রবৃত্তি নয়। কোনো না কোনো কারণেই সে অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাই কোনো অপরাধীকে শাস্তি দেয়ার পূর্বে বিচারককে আন্তরিক ও সহমর্মী হওয়া উচিত। যে বিচারক দন্ড দিতে গিয়ে অপরাধীর প্রতি সহানুভতিশীল হন এবং নিজেকে দন্ডিত ব্যক্তির আপজন ভেবে ব্যাথিত হন, তাঁর বিচারই হবে সর্বশ্রেষ্ঠ বিচার।
Previus
Next
Share This Post